ধনতেরস

Dhanteras 2024: ধনতেরাসে বনবন করে ঘুরবে ভাগ্য! ঝাঁটার সঙ্গে একটি নিয়মেই জীবনে পরপর টাকার ধামাকা, সুখে মুড়বে পরিবার

*কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে পালন করা হয় ধনতেরাস উৎসব৷ এই দিন সোনা, রুপো, কাঁসা, তামা ইত্যাদি কেনা শুভ বলে মনে করা হয়৷
*কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে পালন করা হয় ধনতেরাস উৎসব৷ এই দিন সোনা, রুপো, কাঁসা, তামা ইত্যাদি কেনা শুভ বলে মনে করা হয়৷
*অনেকেই ইতিমধ্যে জানেন, ধনতেরাসে ঝাঁটা এবং নুন কেনাও অত্যন্ত শুভ৷ কিন্তু, ঝাঁটা বা ঝাড়ু শুধু কিনলেই হয় না৷ মাথায় রাখতে হয় বেশ কিছু নিয়ম৷ রয়েছে নির্দিষ্ট উপাচারও৷
*অনেকেই ইতিমধ্যে জানেন, ধনতেরাসে ঝাঁটা এবং নুন কেনাও অত্যন্ত শুভ৷ কিন্তু, ঝাঁটা বা ঝাড়ু শুধু কিনলেই হয় না৷ মাথায় রাখতে হয় বেশ কিছু নিয়ম৷ রয়েছে নির্দিষ্ট উপাচারও৷
*জ্যোতিষ বিশেষজ্ঞেরা বলেন, ধনতেরাসের দিন ঝাড়ু কিনলে সংসারের অর্থনৈতিক সমৃদ্ধি বাড়ে৷ তবে ঝাড়ু কেনার সময় বিশেষ কিছু বিষয়ের দিকে অবশ্যই নজর দিতে হবে৷
*জ্যোতিষ বিশেষজ্ঞেরা বলেন, ধনতেরাসের দিন ঝাড়ু কিনলে সংসারের অর্থনৈতিক সমৃদ্ধি বাড়ে৷ তবে ঝাড়ু কেনার সময় বিশেষ কিছু বিষয়ের দিকে অবশ্যই নজর দিতে হবে৷
*ঝাড়ু কিনতে হলে অবশ্যই ফুলঝাড়ু বা নারকেলের কাঠি ঝাঁটা কিনবেন৷ সেই ঝাঁটা কোনও ভাবেই যেন সরু না হয়৷ ভাল মোটা, ঘন ঝাঁটা না কিনলে কিন্তু কোনও লাভ নেই৷ কোনওভাবে ঝাড়ুর কোনও কিছু যেন ভাঙা না থাকে৷ এমনকি, নারকেলের ঝাঁটার কাঠিও যেন ভাঙা না থাকে সেদিকে বিশেষ নজর দিন৷
*ঝাড়ু কিনতে হলে অবশ্যই ফুলঝাড়ু বা নারকেলের কাঠি ঝাঁটা কিনবেন৷ সেই ঝাঁটা কোনও ভাবেই যেন সরু না হয়৷ ভাল মোটা, ঘন ঝাঁটা না কিনলে কিন্তু কোনও লাভ নেই৷ কোনওভাবে ঝাড়ুর কোনও কিছু যেন ভাঙা না থাকে৷ এমনকি, নারকেলের ঝাঁটার কাঠিও যেন ভাঙা না থাকে সেদিকে বিশেষ নজর দিন৷
*প্লাস্টিকের ঝাড়ু কখনওই কিনবেন না৷ এই শুভ মুহূর্তে প্লাস্টিকের জিনিসপত্র কেনা এড়িয়ে চলুন৷
*প্লাস্টিকের ঝাড়ু কখনওই কিনবেন না৷ এই শুভ মুহূর্তে প্লাস্টিকের জিনিসপত্র কেনা এড়িয়ে চলুন৷
*ঝাড়ু কেনার পরে তা কোনও ভাবেই রান্নাঘর বা বেডরুম বা খাটের নীচে বা আলমারির কাছে রাখবেন না৷ এতে ফল বিপরীত হতে পারে৷ থমকে যেতে পারে সংসারের অর্থনৈতিক সমৃদ্ধি৷ হুহু করে বেরিয়ে যেতে পারে টাকা৷
*ঝাড়ু কেনার পরে তা কোনও ভাবেই রান্নাঘর বা বেডরুম বা খাটের নীচে বা আলমারির কাছে রাখবেন না৷ এতে ফল বিপরীত হতে পারে৷ থমকে যেতে পারে সংসারের অর্থনৈতিক সমৃদ্ধি৷ হুহু করে বেরিয়ে যেতে পারে টাকা৷
*ধনতেরাসে নতুন ঝাড়ু কিনে আনার পরে সঙ্গে সঙ্গে ব্যবহার করবেন না৷ প্রথমে আগের ঝাড়ুকে পুজো করুন৷ তার পরে নতুন ঝাড়ুতে কুমকুম নিবেদন করুন৷ তারপরেই ব্যবহার শুরু করুন৷ (Disclaimer: এই প্রতিবেদনে থাকা তথ্যের সত্যতা নিউজ১৮ বাংলা নিশ্চিত করে না৷ এগুলি মেনে চলতে হলে বিশেষজ্ঞের পরামর্শ নিন৷)
*ধনতেরাসে নতুন ঝাড়ু কিনে আনার পরে সঙ্গে সঙ্গে ব্যবহার করবেন না৷ প্রথমে আগের ঝাড়ুকে পুজো করুন৷ তার পরে নতুন ঝাড়ুতে কুমকুম নিবেদন করুন৷ তারপরেই ব্যবহার শুরু করুন৷ (Disclaimer: এই প্রতিবেদনে থাকা তথ্যের সত্যতা নিউজ১৮ বাংলা নিশ্চিত করে না৷ এগুলি মেনে চলতে হলে বিশেষজ্ঞের পরামর্শ নিন৷)