দার্জিলিংয়ে ফুলের মেলা

Darjeeling News: ঘোরার মজা হবে দ্বিগুণ! হালকা শীত পড়তেই পর্যটকদের জন্য পাহাড়ে নতুন চমক

দার্জিলিং: উত্তরবঙ্গ জুড়ে হালকা হালকা শীতের আমেজ। আর শীত মানেই বাজারজুড়ে হাজারও রংবেরঙের ফুলের মেলা। শীত আসলেই বাজার ভরে ওঠে বিভিন্ন রকমারি ফুলের সম্ভারে। ফুল পছন্দ করে না এমন মানুষের সংখ্যা খুবই কম। শীতের মরশুমে দূর দূরান্ত থেকে প্রচুর পর্যটক ছুটে আসে উত্তরবঙ্গের পাহাড়কে উপভোগ করতে। সেই অর্থে ঠান্ডার মরশুমে পাহাড়ের কোলে গজিয়ে উঠা বিভিন্ন নাম না জানার রংবেরঙের ফুল দেখে আনন্দে আত্মহারা হয়ে ওঠে পর্যটকেরা।

শীতের মরশুমে পর্যটকদের আরও বেশি করে আনন্দ দিতে পাহাড়জুড়ে চলছে পুষ্প প্রদর্শনী মেলা। বর্তমানে এই মেলায় গেলেই দেখা মিলবে বিভিন্ন রকমারি ফুলের গাছের। এ যেন পাহাড়ে ঘুরতে যাওয়া পর্যটকদের কাছে এক বাড়তি পাওনা। এই ফুলের মেলায় গিয়ে আপনি শুধু ফুল গাছ দেখার আনন্দ নয় চাইলে কিনতেও পারবেন। বর্তমানে এই ফুলের উৎসবকে ঘিরে সকলের মনে এক আলাদা উন্মাদনা স্থানীয় থেকে শুরু করে পর্যটক সকলেই নিজের পছন্দের ফুলের গাছ কিনতে ব্যস্ত। এই ফুলের মেলায় শুধু ফুলের গাছি নয় খাবারেও রয়েছে চমক মেলার মধ্যেই, মিলছে ফুলের কেক। সবমিলিয়ে একদম জমজমাটি ফুলের উৎসব।

আরও পড়ুন: মাফলার টুপি সোয়েটার থেকে ঘর সাজানোর সামগ্রী, পরিবেশবান্ধব জিনিস বানিয়ে স্বাবলম্বী হচ্ছেন পাহাড়ের মহিলারা

এই প্রসঙ্গে স্থানীয় এক মহিলা রাজশ্রী প্রধান বলেন, কালীপুজোর আগে একদম জমজমাট এই ফুলের মেলা প্রচুর পর্যটক আসছেন এবং এখান থেকে ফুলের গাছ কিনছেন। একদিকে যেমন বাজার জুড়ে রঙ বেরঙের ফুল তেমনি মিলছে ফুলের কেক। সব মিলিয়ে এক ভিন্ন আনন্দে মেতেছে সকলে।

আরও পড়ুন: সাইক্লোন পরবর্তী মেগা বৃষ্টি, ঝপঝপিয়ে নামছে তাপমাত্রার পারদ, তবে কালীপুজোর আগেই পাহাড়ে মেগা ঠান্ডার আমেজ, রইল ওয়েদার আপডেট

আপনিও যদি ফুল ভালোবেসে থাকেন তাহলে এই শীতের মরশুমে পাহাড় হতে চলেছে আপনার সেরা ঠিকানা। এই ঠান্ডার মরশুমে পাহাড়ে গেলেই দুচোখ ভরে দেখতে পাবেন রংবেরঙের ফুল এবং সবুজে ঘেরা প্রকৃতির অপরূপ সৌন্দর্য।

সুজয় ঘোষ