জ্যোতিষকাহন Dhanteras Diya Rituals 2024: দুঃখ বিপদ কেটে সংসারে আসবে অর্থ ও সৌভাগ্য! শুধু ধনতেরসে বাড়ির এই বিশেষ দিকে প্রদীপ প্রজ্বলন করুন! Gallery October 28, 2024 Bangla Digital Desk পাঁচ দিন ব্যাপী দীপাবলি উৎসব শুরু হয় ধনতেরস বা ধন ত্রয়োদশী দিয়ে৷ কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে পালিত হয় এই পার্বণ৷ ধনতেরসে প্রদীপ প্রজ্বলন করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়৷ দু’দিন ধরে এই তিথি বিস্তৃত হলে প্রথম দীপ প্রজ্বলন করুন ১৩ টি প্রদীপ৷ এই তিথিতে যম দীপকও প্রজ্বলিত করা হয়৷ মনে করা হয় যম দীপক প্রজ্বলন করলে সংসারে অকালমৃত্যুর আশঙ্কা থাকে না৷ এছাড়াও ধনতেরসে বাড়ির চারটি বিশেষ কোণে প্রদীপ প্রজ্বলন করলে অত্যন্ত শুভ ফললাভ করা যায় বলেই বিশ্বাস৷ সংসারে দুঃখ ও বিপদের বিনাশ হয়৷ আসে অর্থ ও সৌভাগ্য৷ বলছেন জ্যোতিষ বিশারদ চক্রপাণি ভাট৷ বাস্তু নিয়ম অনুসারে বাড়ির ঈশান কোণ বা উত্তর পূর্ব কোণকে বলা হয় দেবতার স্থান৷ ধনতেরসে এই স্থানে অবশ্যই ৫ টি প্রদীপ প্রজ্বলন করুন৷ বাড়ির পূর্ব দিকের কোণ খুব ভাল করে পরিষ্কার পরিচ্ছন্ন করে তিলতেলের একটি বড় প্রদীপ প্রজ্বলন করুন৷ বাড়ির উত্তর দিকও আলোকিত করুন প্রদীপ প্রজ্বলন করে৷ এই বিশেষ দিককে বলা হয় মা লক্ষ্মীর আবাসস্থল৷ বাড়ির ঠিক মধ্যবর্তী অংশকে বলা হয় ব্রহ্মস্থান৷ এখানে কোনওরকম ময়লা আবর্জনা জমতে দেবেন না৷ ধনতেরসের সন্ধ্যায় এখানে অবশ্যই প্রদীপ প্রজ্বলন করবেন৷