Dharmendra Health Update: কেমন আছেন ধর্মেন্দ্র? হাসপাতাল থেকে বাড়ি ফিরে নিজেই ভিডিও বার্তায় জানালেন ‘বীরু’

#মুম্বই : পিঠে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি থাকার পর রবিবার সুস্থ হয়ে বাড়ি ফিরে এলেন কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র। বাড়ি ফেরার পর নেটমাধ্যমে ভক্তকুলের উদ্দেশে ট্যুইট বার্তাও দিয়েছেন সদাহাস্য অভিনেতা। তিনি বলেন, ‘‘বন্ধুরা, আমি আমার শিক্ষা পেয়ে গিয়েছি। আপনারাও বাড়াবাড়ি কিছু করবেন না। ভুগবেন।’’

আরও পড়ুন : বাজ পড়লে নষ্ট হতে পারে টিভি-ফ্রিজ-মোবাইল! কী কী সতর্কতা নেবেন জানেন তো?

দিন চারেক আগে পিঠে হ্যাঁচকা টান লেগে অসহ্য যন্ত্রণা শুরু হয় বর্ষীয়ান অভিনেতার। রুটিন পরীক্ষার জন্যই মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলে তাঁকে ভর্তি করে নেওয়া হয়। ‘শোলে’-র বীরুকে এরপরে আইসিইউ-তেও ভর্তি করা হয়েছিল বলে সূত্রের খবর। যদিও অভিনেতার ঘনিষ্ঠমহল সেই দাবি খারিজ করে দিয়েছে।

আরও পড়ুন : মালাবদলে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মঞ্চ! কনেকে বাঁচাতে যা করে বসলেন বর… হার মানাবে বলিউড সিনেমা! দুর্বার গতিতে ভাইরাল

তবে কোনওরকম ভুল বার্তা যাতে না ছড়ায় সেদিকে সতর্ক প্রবীণ অভিনেতা। রবিবার বাড়ি ফিরেই নিজেই দায়িত্ব নেন ট্যুইট করে ভিডিও মেসেজ দেওয়ার। এরপর একটি ভিডিয়োবার্তা পোস্ট করেন। সেখানে তিনি হালকা মেজাজে বলেন, ‘‘বন্ধুরা, বাড়াবাড়ি কিছু করবেন না। আমি করেছি এবং ভুগেছি। পিঠে বড্ড যন্ত্রণা হয়েছিল। তা হাসপাতালে ছিলাম কিছু দিন। চার দিন খুবই কষ্ট হয়েছে। যদিও এখন আমি সুস্থই আছি। এ বার থেকে সতর্ক থাকব।’’

অন্যদিকে সূত্রের খবর, ধর্মেন্দ্রর লম্বা সময় ধরে হার্ট ব্লকের সমস্যা রয়েছে৷ এছাড়াও রয়েছে বয়সজনিত নানা ছোট বড় শারীরিক সমস্যা। তবে হাসপাতাল থেকে ফিরে তিনি যে ভালোই আছেন তার ভিডিওবার্তাতে তা এককথায় স্পষ্ট। প্রবীণ অভিনেতার বয়স হয়েছে ৮৬ বছর৷