এই গাছ যেন ওষুধের ATM! ছোট্ট পাতাই রুখবে ডায়াবেটিস, ক‍্যানসারের কাল ইমিউনিটি বাড়ায়

Diabetes Control Tips: এই গাছ যেন ওষুধের ATM! ছোট্ট পাতাই রুখবে ডায়াবেটিস, ক‍্যানসারের কাল ইমিউনিটি বাড়ায়

বাড়ির আশপাশে আগাছার মতো হয়ে থাকে বিভিন্ন গাছপালা। বাড়িতেই থাকা এমন অনেক উদ্ভিদের সঠিক উপকারীতার কথা সকলে জানেও না। আয়ুর্বেদ চিকিত্‍সাশাস্ত্রে খুব সাধারণ এমন কিছু গাছের অসাধারণ গুণের ব‍্যাখ‍্যা রয়েছে।
বাড়ির আশপাশে আগাছার মতো হয়ে থাকে বিভিন্ন গাছপালা। বাড়িতেই থাকা এমন অনেক উদ্ভিদের সঠিক উপকারীতার কথা সকলে জানেও না। আয়ুর্বেদ চিকিত্‍সাশাস্ত্রে খুব সাধারণ এমন কিছু গাছের অসাধারণ গুণের ব‍্যাখ‍্যা রয়েছে।
সিনিয়র আয়ুর্বেদিক চিকিত্সক ডাঃ বিনয় খুল্লার জানালেন বাড়ির আশপাশে হয়ে থাকা এমনই একটি গাছের কথা। ছোট্ট ছোট্ট ফুলের এই গাছে রয়েছে একাধিক রোগের দাওয়াই।

সিনিয়র আয়ুর্বেদিক চিকিত্সক ডাঃ বিনয় খুল্লার জানালেন বাড়ির আশপাশে হয়ে থাকা এমনই একটি গাছের কথা। ছোট্ট ছোট্ট ফুলের এই গাছে রয়েছে একাধিক রোগের দাওয়াই।
ডায়াবেটিস বর্তমানে অন‍্যতম চেনা একটি সমস‍্যা। প্রচুর মানুষ এই সমস‍্যায় জর্জরিত। দিন দিন আরও বাড়ছে ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের সং‍খ‍্যা। জীবনযাত্রার সামগ্রিক অবনতি এর একটি বড় কারণ।
ডায়াবেটিস বর্তমানে অন‍্যতম চেনা একটি সমস‍্যা। প্রচুর মানুষ এই সমস‍্যায় জর্জরিত। দিন দিন আরও বাড়ছে ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের সং‍খ‍্যা। জীবনযাত্রার সামগ্রিক অবনতি এর একটি বড় কারণ।
ডাঃ বিনয় খুল্লার মতে, এই বিশেষ গাছটি ডায়াবেটিসকে দূরে রাখতে পারে। শুধু তাই নয়, ব্লাড ক‍্যানসারের মতো মারণ রোগকেও দূরে রাখতে পারে এই গাছের পাতা।
ডাঃ বিনয় খুল্লার মতে, এই বিশেষ গাছটি ডায়াবেটিসকে দূরে রাখতে পারে। শুধু তাই নয়, ব্লাড ক‍্যানসারের মতো মারণ রোগকেও দূরে রাখতে পারে এই গাছের পাতা।
নয়নতারা বাংলার অতি পরিচিত একটি গাছ। ছোট্ট ছোট্ট সচরাসচর বেগুনি রঙের ফুলের এই গাছ দেখতেও ভারী সুন্দর। তবে, কেবল সৌন্দর্য নয়, নয়নতারা একাধিক রোগকে দূরে রাখতে পারে।
নয়নতারা বাংলার অতি পরিচিত একটি গাছ। ছোট্ট ছোট্ট সচরাসচর বেগুনি রঙের ফুলের এই গাছ দেখতেও ভারী সুন্দর। তবে, কেবল সৌন্দর্য নয়, নয়নতারা একাধিক রোগকে দূরে রাখতে পারে।
ডাঃ বিনয় খুল্লা জানালেন, নয়নতারার পাতা শরীরে উপস্থিত টক্সিন দূর করতেও খুবই উপকারী। ডায়াবেটিস নিয়ন্ত্রণের পাশপাশি এটি গলা ব্যথা কমাতেও দক্ষ।
ডাঃ বিনয় খুল্লা জানালেন, নয়নতারার পাতা শরীরে উপস্থিত টক্সিন দূর করতেও খুবই উপকারী। ডায়াবেটিস নিয়ন্ত্রণের পাশপাশি এটি গলা ব্যথা কমাতেও দক্ষ।
দেহের ইমিউনিটি বাড়ায় নয়নতারার পাতা। সবুজ পাতায় রয়েছ অ্যান্টিঅক্সিডেন্ট। শরীরকে বিভিন্ন সংক্রমণের সঙ্গে লড়াই করার ক্ষমতা জোগায়।
দেহের ইমিউনিটি বাড়ায় নয়নতারার পাতা। সবুজ পাতায় রয়েছ অ্যান্টিঅক্সিডেন্ট। শরীরকে বিভিন্ন সংক্রমণের সঙ্গে লড়াই করার ক্ষমতা জোগায়।