টি-২০ বিশ্বকাপের নিয়ম অনুযায়ী, গ্রুপ-ওয়ানের ১ নম্বর দল গ্রুপ-টুয়ের ২ নম্বর দলের বিরুদ্ধে বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল খেলবে। গ্রুপ-ওয়ানের ২ নম্বর দল গ্রুপ-টুয়ের ১ নম্বর দলের বিরুদ্ধে দ্বিতীয় সেমিফাইনালে মাঠে নামবে।

T20 World Cup 2024: টি-২০ বিশ্বকাপের প্রথম পাঁচ সর্বোচ্চ উইকেট শিকারী কারা? তালিকায় নেই কোনও ভারতীয়

কলকাতা: আইসিসি ওয়ার্ল্ড টি২০ বা আইসিসি টি২০ বিশ্বকাপ শুরু হবে ১লা জুন থেকে। ফাইনাল ২৯শে জুন। এবারের প্রতিযোগিতায় ২০টি দেশ অংশগ্রহণ করবে। টি-টোয়েন্টি ক্রিকেট যতই ব্যাটারদের খেলা হোক না কেন, বোলারদের দাপটে যে কোনো ম্যাচের ছবি পাল্টে যেতে পারে। গত আট আসরে বল হাতে মুগ্ধ করেছেন অনেক ক্রিকেটার। এবারের প্রতিযেগিতা শুরুক আগে জেনে নিন টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ পাঁচ উইকেট শিকারির তালিকা।

টি২০ বিশ্বকাপ ২০২৪ ক্রীড়া সূচিT20 World Cup Full Schedule

টি২০ বিশ্বকাপ ২০২৪ পয়েন্ট টেবল T20 World Cup 2024 Points Table

১. শাকিব আল হাসান : টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় শীর্ষে বাংলাদেশের অধিনায়ক এবং বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা অলরাউন্ডার শাকিব আল হাসান। ৩১ ম্যাচের ৩০ ইনিংসে ৪১ টি উইকেট নিয়েছেন শাকিব। তাঁর গড় ১৭.২৯ এবং ইকোনমি রেট ৬.৪৩। তিন বার নিয়েছেন ৪ টি করে উইকেট। ৯ রানে ৪ উইকেট সবচেয়ে সেরা বোলিং ফিগার তাঁর।

২. শাহিদ আফ্রিদি: এই তালিকায় দ্বিতীয় স্থানে পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শাহিদ আফ্রিদি। ৩৪ ম্যাচের ৩৪ ইনিংসে মোট ৩৯ টি উইকেট নিয়েছেন আফ্রিদি। প্রাক্তন এই পাক অলরাউন্ডারের গড় ২৩.২৫ এবং ইকোনমি ৬.৭১। ১১ রানে ৪ উইকেট আফ্রিদির টি-টোয়েন্টি বিশ্বকাপে সেরা বোলিং ফিগার।

৩. লাসিথ মালিঙ্গা : টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারি লাসিথ মালিঙ্গা। ৩১ ম্যাচের ৩১ ইনিংসে বল করে শ্রীলঙ্কার মালিঙ্গা নিয়েছেন ৩৮ টি উইকেট। গড় ২০.০৭ এবং ইকোনমি রেট ৭.৪৩। ৩১ রানে ৫ উইকেট টি-টোয়েন্টি বিশ্বকাপে মালিঙ্গার সেরা বোলিং ফিগার।

৪. সঈদ আজমল: এই তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন পাক ক্রিকেটার সঈদ আজমল। ২৩টি ম্যাচের ২৩টি ইনিংসে আজমল নিয়েছেন ৩৬ টি উইকেট। টি-টোয়েন্টি বিশ্বকাপে তাঁর গড় ১৬.৮৬ এবং ইকোনমি ৬.৭৯। ১৯ রানে ৪ উইকেট টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে আজমলের সেরা বোলিং ফিগার।

৫. অজন্তা মেন্ডিস এবং উমর গুল : টি-টোয়েন্টি বিশ্বকাপে শীর্ষ পাঁচ উইকেট শিকারিদের তালিকার পঞ্চম স্থানে রয়েছেন শ্রীলঙ্কার তারকা অজন্তা মেন্ডিস। তাঁর সাথে যুগ্মভাবে রয়েছেন পাক পেসার উমর গুল। মাত্র ২১ ম্যাচ খেলে ৩৫ টি উইকেট রয়েছে মেন্ডিসের নামের পাশে।z

আরও পড়ুনঃ T20 World Cup 2024: ২০০৭ থেকে ২০২২, ৮টি টি-২০ বিশ্বকাপে সর্বোচ্চ রান কারা করেছে? রইল তালিকা

প্রসঙ্গত, টি-২০ বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকারির প্রথম পাঁচের তালিকায় কোনও ভারতীয় ক্রিকেটার নেই। এই তালিকার ৬ নম্বরে রয়েছেন ভারতের আর অশ্বিন। সেরা দশে একমাত্র ভারতীয় হিসেবে তিনিই আছেন। ২৪ ম্যাচে ৩২টি উইকেট রয়েছে তাঁর নামের পাশে।