Digha: চা-গান-খাওয়াদাওয়া! দিঘার প্রমোদতরীতে এলাহি আয়োজন, বিরাট চমক, দেখুন ভিডিও

পরিকাঠামোগত উন্নয়নের কাজ সম্পূর্ণ। বর্ষাকালেই চালু হয়ে যাবে বহু প্রতীক্ষিত দিঘার সমুদ্রে প্রমোদতরীর যাত্রা। বছরের এমন কোনও দিন নেই যেদিন দিঘায় পর্যটকদের ভিড় জমে না। প্রতিদিনই দূর-দূরান্ত থেকে হাজার হাজার পর্যটক দিঘার সমুদ্র সৈকতে এসে ভিড় জমান। কলকাতা থেকে কাছে এবং যোগাযোগ ব্যবস্থা অনেক ভাল হওয়ার কারণে পর্যটকদের এই সমুদ্র সৈকতে যাতায়াতের অনেক সুবিধা রয়েছে। সেই সুবিধার কারণেই এত সংখ্যক পর্যটকদের ভিড় দেখা যায় দিঘায়।দিঘায় আসা মানে সমুদ্রের স্নান করা এবং ফুর্তি করে বাড়ি ফেরা এটাই ছিল রুটিন। তবে পরবর্তীতে সেই রুটিনে আমূল পরিবর্তন এসেছে প্রশাসনিক উদ্যোগে। দিঘায় সমুদ্রে স্নানের পাশাপাশি বিভিন্ন জায়গা ঘুরে দেখার জন্য তৈরি হয়েছে পার্ক, মিউজিয়াম, কফি হাউস সহ আরও কত-কি। তবে এবার সবকিছুকেই ছাপিয়ে যাবে সমুদ্রবক্ষে প্রমোদ ভ্রমণ।গোয়ার মত দিঘাতেও সমুদ্রবক্ষে পর্যটকদের জন্য প্রমোদ ভ্রমণ পরিষেবা চালু করতে উদ্যোগী হয়েছিল দিঘা শংকরপুর উন্নয়ন পর্ষদ। ২৩ সালে ডিসেম্বরে পরিষেবা চালুর লক্ষ্যমাত্রা নিয়ে সম্পন্ন হয়েছিল ‘এম ভি নিবেদিতা’ নামের প্রমোদতরী বা ক্রুজের সাজসজ্জার কাজ।কিন্তু তার পরবর্তীতে নড়বড়ে হয়ে পড়েছিল পল্টুন জেটি ও গ্যাংওয়ে। ফলে সেই সময় স্থগিত হয়ে যায় প্রমোদতরীর সমুদ্র যাত্রা। তবে অবশেষে সেই বাধা দূর হয়েছে। বর্ষাকালেই দিঘায় এবার গোয়ার স্বাদ উপভোগ করতে পারবেন পর্যটকেরা।সমুদ্রবক্ষে প্রমোদভবন চালু করার জন্য প্রশাসন শুরু করেছিল যাবতীয় পরিকাঠামোগত উন্নয়নের কাজ। ইতিমধ্যে সেই কাজ সম্পূর্ণ হয়েছে বলে জানা যায়।