রাতের দিঘা

Digha Cyclone Latest Updates: ধেয়ে আসছে তীব্র গতির ঘূর্ণিঝড় দানা! আগামী ৪৮ ঘণ্টা কেমন থাকবে দিঘার আবহাওয়া? জানুন

দিঘা: কালী পুজোর প্রস্তুতিতে কাঁটা বঙ্গোপসাগরের শক্তিশালী ঘূর্ণিঝড় দানা! সাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় দানা। হাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী উত্তর-পশ্চিম অভিমুখে এই ঘূর্ণিঝড় আছড়ে পড়বে ওড়িশার ধামড়া ও ভিতরকণিকার মধ্যবর্তী এলাকায়। আছড়ে পড়ার সময় এই ঘূর্ণিঝড়ের গতিবেগ থাকবে সর্বোচ্চ ঘন্টায় ১২০ কিলোমিটার। অর্থাৎ আছড়ে পড়ার সময় এটির সুপার সাইক্লোনিক রূপ থাকবে। দানা ঘূর্ণিঝড়ের প্রভাবে ইতিমধ্যেই পূর্ব মেদিনীপুর জেলার দিঘা সহ সর্বত্রই মেঘলা আকাশ বৃষ্টি শুরু হয়েছে। রাতে ধীরে ধীরে উত্তাল হয়ে উঠছে সমুদ্র। সতর্ক রয়েছে প্রশাসন।

ঘূর্ণিঝড় দানার প্রভাবে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। হাওয়া অফিসের পূর্বাভাস মতই বুধবার দুপুরের পর বৃষ্টি শুরু হয় দিঘা-সহ পূর্ব মেদিনীপুর জেলায়। যদিও সেই বৃষ্টি থেমে যায়। কিন্তু মেঘলা রয়েছে আকাশ। দানার বিপর্যয় থেকে পর্যটকদের রক্ষা করতে প্রশাসনের পক্ষ থেকে হোটেল খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও সমুদ্র সৈকত জুড়ে চলছে এন ডি আর এফ-র নজরদারি এবং পুলিশের টহলদারি। সেদিন বিকেলের পর ওল্ড দিঘা থেকে নিউ দিঘা সৈকত জুড়ে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সুপার সহ বিভিন্ন পুলিশ আধিকারিকদের টহলদারি দিতে দেখা যায়।

আরও পড়ুনঃ বাড়ছে আরও শক্তি! কিছুক্ষণেই ‘সিভিয়ার সাইক্লোন’ হবে দানা! বাংলায় বাড়বে আরও তাণ্ডব? আবহাওয়ার বিরাট আপডেট

পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন দানার তাণ্ডবে বিপর্যয় এড়াতে আগামী হওয়ার কথা হিসেবে একাধিক প্রস্তুতি নিয়েছে। ইতিমধ্যে জেলায় এসেছে তিনটি এনডিআরএফ টিম ও দুটি এসডিআরএফ টিম। প্রাথমিকভাবে উপকূলবর্তী এলাকার দেড় থেকে দুই লক্ষ মানুষকে আশ্রয় শিবিরে সরিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা গ্রহণ করেছে প্রশাসন। সেদিন সকাল থেকেই পূর্ব মেদিনীপুর জেলার দিঘা সহ বিভিন্ন সমুদ্র সৈকত ও উপকূলবর্তী এলাকায় প্রশাসনের কড়া নজরদারি চলছে।

আরও পড়ুনঃ পর্যটক টানতে বিরাট উদ্যোগ! নতুন সাজে সাজছে জনপ্রিয় এই বিশাল পার্ক, দেখুন তো চেনেন কিনা…

সন্ধ্যার পর দিঘা সমুদ্র সৈকত ধীরে ধীরে উত্তাল হয়ে উঠেছে। প্রশাসনের নির্দেশ উপেক্ষা করেও বেশ কিছু পর্যটক দিঘায় রয়ে গিয়েছে। বৃষ্টি না হওয়ায় সন্ধের সময় পর্যটকদের সমুদ্র সৈকতের ঘুরে বেড়াতে লক্ষ্য করা যায়। তবে পর্যটকদের গার্ডওয়াল এর কাছাকাছি যাওয়া বা সমুদ্রে নামার ক্ষেত্রে প্রশাসনের কড়া নজরদারির মধ্যে পড়তে হয়। প্রশাসনের পক্ষ থেকে গার্ড ওয়াল বরাবর দড়ির ব্যারিকেট গড়ে তোলা হয়েছে। সন্ধ্যার পর পর্যটকদের দিঘা সমুদ্র সৈকত সরণীতে বাড়তি সতর্কতা অবলম্বন করেছে প্রশাসন।

সৈকত শী