দিঘাতে তোলপাড়, ২০০ কেজি ওজনের ওই বিশাল মাছ ঘিরে এলাকা সরগরম, দেখেছেন নাকি আপনি এত্ত বড় মাছ

Digha Fish : দিঘাতে তোলপাড়, ২০০ কেজি ওজনের ওই বিশাল মাছ ঘিরে এলাকা সরগরম, দেখেছেন নাকি আপনি এত্ত বড় মাছ

দিঘা মোহনা মৎস্য নিলাম কেন্দ্রে দৈত্যকার এক মাছ উঠল। আর তাতেই শোরগোল পড়লো দিঘা মোহনা মৎস নিলাম কেন্দ্র ঘিরে।
দিঘা মোহনা মৎস্য নিলাম কেন্দ্রে দৈত্যকার এক মাছ উঠল। আর তাতেই শোরগোল পড়লো দিঘা মোহনা মৎস নিলাম কেন্দ্র ঘিরে।
দিঘা মোহনা মৎস্য নিলাম কেন্দ্রে এই দৈত্যকার মাছটির ওজন ১০ - ২০ কেজি নয়। ওজন প্রায় ২০০ কেজি।
দিঘা মোহনা মৎস্য নিলাম কেন্দ্রে এই দৈত্যকার মাছটির ওজন ১০ – ২০ কেজি নয়। এই বিশাল বিপুর মাছটির ওজন প্রায় ২০০ কেজি।
দু কুইন্টাল ওজনের বিশালাকার কই ভোল মাছ। দিঘা মোহনায় ৭২ হাজার টাকায় নিলাম হয়। কলকাতার একটি কোম্পানি মাছটি কিনে নেয়, ভুবনচন্দ্র বেরার কাঁটায় মাছটি নিলাম হয়েছে।
দু কুইন্টাল ওজনের বিশালাকার কই ভোল মাছ। দিঘা মোহনায় ৭২ হাজার টাকায় নিলাম হয়। কলকাতার একটি কোম্পানি মাছটি কিনে নেয়, ভুবনচন্দ্র বেরার কাঁটায় মাছটি নিলাম হয়েছে।
সাধারণত এই বিশাল আকৃতির কই ভোলা মাছগুলি গভীর সমুদ্রে পাওয়া যায়। দু একটা ট্রলারে এই মাছ উঠে আসে। এদিনের এই মাছটি ওড়িশার এক মালিকের ট্রলারে উঠেছে।
সাধারণত এই বিশাল আকৃতির কই ভোলা মাছগুলি গভীর সমুদ্রে পাওয়া যায়। দু একটা ট্রলারে এই মাছ উঠে আসে। এদিনের এই মাছটি ওড়িশার এক মালিকের ট্রলারে উঠেছে।
প্রসঙ্গত বর্ষাকালে মাছ শিকারের মরশুমে, এই ধরনের মাছ জেলে মাঝিদের ট্রলারে উঠে আসে। চলতি বছর এই বৃহৎ আকৃতির কই ভোলা মাছ দিঘা মোহনায় প্রথম উঠল।
প্রসঙ্গত বর্ষাকালে মাছ শিকারের মরশুমে, এই ধরনের মাছ জেলে মাঝিদের ট্রলারে উঠে আসে। চলতি বছর এই বৃহৎ আকৃতির কই ভোলা মাছ দিঘা মোহনায় প্রথম উঠল।
বৃহৎ আকৃতির ২০০ কেজি ওজনের এই কই ভোলা মাছ মাত্র ৭৫ হাজার টাকায় বিক্রি হয়। মৎস্যজীবীরা জানান এই মাছ দেখতে বড় হলেও খুব বেশি দাম পাওয়া যায় না। তবুও মরশুমের প্রথম এই বৃহৎ আকৃতি মাছ দিঘা মোহনায় হইচই এর সৃষ্টি করে।
বৃহৎ আকৃতির ২০০ কেজি ওজনের এই কই ভোলা মাছ মাত্র ৭৫ হাজার টাকায় বিক্রি হয়। মৎস্যজীবীরা জানান এই মাছ দেখতে বড় হলেও খুব বেশি দাম পাওয়া যায় না। তবুও মরশুমের প্রথম এই বৃহৎ আকৃতি মাছ দিঘা মোহনায় হইচই এর সৃষ্টি করে। |