Digha: পুজোর আগে দিঘায় খুশির ফোয়ারা, কেন জানেন? দেখুন ভিডিও

দিঘায় খুশির ফোয়ারা।মৎস্যজীবীদের মুখে চওড়া হাসি।  মাঝে মাত্র আর কয়েকটা দিন। তারপরেই  বাঙালির সবচেয়ে বড় উৎসব। দুর্গাপুজো। পুজোর আগে খুশির হাওয়া দিঘাজুড়ে। নিম্নচাপ ও সমুদ্র যাত্রায় নিষেধাজ্ঞা উঠতেই মুখে হাসি ফুটেছে মৎস্যজীবী ও ট্রলার মালিকদের। নিম্নচাপের দুর্যোগের কারণে বারবার সমুদ্র যাত্রায় নিষেধাজ্ঞা জারি হচ্ছিল। মুষড়ে পড়েছিলেন মৎস্যজীবীরা। নিম্নচাপের কারণে মাছ ধরার অনুকূল পরিবেশ সৃষ্টি হলেও সমুদ্র পাড়ি দেওয়ায় সরকারি নিষেধাজ্ঞা মৎস্যজীবীদের অন্ধকারে ফেলে দিয়েছিল। পুজোর আগে সেই থমথমে পরিবেশ কেটে হাসির আলো ফুটল,জেলেদের জালে উঠল মাছের রাশি।