ইলিশ মাছ (প্রতীকী ছবি)

Digha Hilsa News: বাজার ভরবে লোভনীয় ইলিশে! গত বছরের আকাল কাটিয়ে কি এবার ইলিশ জোয়ার? দিঘায় বড় খবর!

দিঘা: মাঝে মাত্র আর ক’টা দিন। ব্যান পিরিয়ড শেষ হতে চলল। সমুদ্রে যাওয়ার প্রস্তুতি তুঙ্গে মৎস্যজীবীদের মধ্যে। দিঘা, শংকরপুর-সহ উপকূলবর্তী এলাকায় মৎস্যজীবীদের মাছ ধরার প্রস্তুতি শুরু। ব্যান পিরিয়ড কাটিয়ে ছন্দে ফেরার অপেক্ষায়। পূর্ব মেদিনীপুর জেলা সামুদ্রিক মাছ শিকারের অন্যতম ক্ষেত্রে। এই জেলায় উপকূলবর্তী অঞ্চলের মানুষজনের মূল জীবিকা সমুদ্র বা নদীতে মাছ ধরা। কেউ নিজে নৌকায় করে নদীতে মাছ ধরতে যায় কেউ বা অন্যের ট্রলারের মৎস্যজীবী। শুধুমাত্র দু’মাস বাদ দিয়ে প্রায় সারা বছরই নদী আর সমুদ্র তাদের ঘর বাড়ি হয়ে ওঠে। এই দু’মাস নদী বা সমুদ্রে মাছ ধরার ব্যান পিরিয়ড।

দিঘা, শংকরপুর, মান্দারমনি, তাজপুর-সহ উপকূলবর্তী এলাকায় বসবাসকারী মানুষের প্রধান জীবিকা নদী বা সমুদ্রের মাছ শিকার। পূর্ব মেদিনীপুর জেলা অন্যতম সামুদ্রিক মাছ আরোহনের ক্ষেত্র। প্রায় সারা বছর নদীতে বা সমুদ্রে মাছের খোঁজে মৎস্য শিকারীরা নৌকো ও ট্রলার নিয়ে পাড়ি দেয়। তবে প্রতি বছর এপ্রিল মাসের ১৪ তারিখ থেকে জুন মাসের ১৪ তারিখ পর্যন্ত সমুদ্র বা নদীতে মাছ শিকারে নিষেধাজ্ঞা রয়েছে।

সমুদ্র ও নদীতে মাছ শিকারের ব্যান পিরিয়ড কাটিয়ে ছন্দে ফেরার অপেক্ষায় মৎস্যজীবীরা। মৎস্যজীবীরা ইতিমধ্যেই সমুদ্রে মাছ শিকারে যাওয়ার প্রস্তুতি শুরু করেছে।

প্রজননের জন্য এপ্রিল মাসের মাঝামাঝি থেকে জুন মাসের মাঝামাঝি পর্যন্ত সমুদ্র ও নদীতে মাছ ধরার ক্ষেত্রে সরকারি নিষেধাজ্ঞা রয়েছে। ১৪ জুন শুক্রবার উঠছে মাছ ধরার নিষেধাজ্ঞা। শেষ মুহূর্তের ব্যস্ততা তুঙ্গে পূর্ব মেদিনীপুর মৎস্যজীবীদের। গভীর সমুদ্রে রূপালী শস্যের আশায় পাড়ি দেবেন মৎস্যজীবীরা। আর তাই এখন ব্যস্ততা তুঙ্গে। দু’মাস বন্ধ থাকার পর আবারও গভীর সমুদ্রে পাড়ি দেবে শয়ে শয়ে ট্রলার। আর তাই ট্রলারে রং করা থেকে তেল ভরা, বরফ মজুত– প্রত্যেকটি কাজই সেরে নিচ্ছেন মৎস্যজীবীরা। জালের বাঁধন যাতে কোনওভাবে আলগা না হয় সেই কারণেই শেষ মুহূর্তে জালের গিঁটটা আরও শক্ত করে বেঁধে নিচ্ছেন মৎস্যজীবীরা।

আরও পড়ুন: ঘরে ঢুকবে বিষাক্ত সাপ! আজই সরান ‘এই’ ৮ গাছ… বর্ষায় বাঁচুন ছোবল থেকে, এক নজরে তালিকা

মৎস্যজীবীরা জানান, ”সমুদ্রে মাছ শিকারের ব্যান পিরিয়ড শেষের পথে। সমুদ্রে যাওয়ার প্রস্তুতি চলছে জোর কদমে। গত বছর সেভাবে ইলিশের দেখা মিলেনি। এবার আশা করা যায় ভাল পরিমাণ ইলিশের দেখা মিলবে।” মা কালি, জয় মা দুর্গা, এফবি দুর্গা, এফবি মহামায়া নামে বিভিন্ন ট্রলারে চলছে পুজো দেওয়ার পালা। দিঘা, রামনগর, খেজুরি, মহিষাদল, কোলাঘাট-সহ বিভিন্ন এলাকায় প্রায় ২০০০-এরও বেশি মাছ ধরার ট্রলার গভীর সমুদ্রে পাড়ি দেয় মাছ শিকারের আশায়। শেষ মাছ শিকারের মরশুমে অন্যান্য মাছ বহুল পরিমাণে পেলেও সেভাবে ইলিশের দেখা পায়নি। কিন্তু এবার ইলিশের আশায় আবারও সমুদ্রে পাড়ি দিবে মৎস্যজীবীদের ট্রলার।

সৈকত শী