দিঘা জগন্নাথ ধাম

Purba Medinipur News: দিঘা জগন্নাথ ধামের নির্মাণ কাজ প্রায় শেষ! কবে উদ্বোধন, সবটা জেনে নিন

দিঘা: বাঙালির প্রিয় দিঘা আগামী দিনে হয়ে উঠবে আরও জনপ্রিয়। কারণ রাজ্য সরকারের উদ্যোগে তৈরি হচ্ছে জগন্নাথ ধাম। জগন্নাথ মন্দির নির্মাণকার্য শুরুর দিন থেকেই পর্যটকদের মধ্যে উৎসাহ। নির্মাণ কাজ প্রায় শেষের পথে। জগন্নাথ ধাম উদ্বোধনের অপেক্ষায় পূর্ব মেদিনীপুর জেলার বাসিন্দাদের পাশাপাশি দিঘায় আসা পর্যটকেরা। ইতিমধ্যে পর্যটক মহলে গুঞ্জন উঠেছে রথযাত্রার দিন জগন্নাথ মন্দির উদ্বোধনের। আর তারই আগে জগন্নাথ মন্দিরের অগ্রগতি নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক হল দিঘা শংকরপুর উন্নয়ন পর্ষদ অফিসে।

ঐতিহ্য ও স্থাপত্যের নতুন মুকুট ‘জগন্নাথ ধাম ও সংস্কৃতি কেন্দ্র’ যুক্ত হতে চলেছে সৈকত সুন্দরী দিঘার মাথায়। দিঘা স্টেশনের একেবারে কাছেই ভগিব্রহ্মপুর মৌজায় ২৫ একর জমির উপর চলছে বিরাট কর্মযজ্ঞ। ২০১৮ সালে ২০০ কোটির এই প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। ঘোষণার পর থেকেই সাজো সাজো রব ছিল দিঘা জুড়ে। আর নির্মাণ কার্য শুরু হয়েছিল ২০২২ সালের অক্ষয় তৃতীয়ার দিন থেকে। তখন থেকেই দিঘার জগন্নাথ ধাম নিয়ে বাড়তি কৌতূহল জন্মায় দিঘায় আসা পর্যটকদের পাশাপাশি ধর্মপ্রবণ মানুষের মনে। দিঘার জগন্নাথ ধাম নির্মাণ প্রায় শেষের পথে বলা চলে।

শেষ পর্যায়ের মন্দির নির্মাণ- সহ পরিকাঠামোগত উন্নয়ন দিঘা জগন্নাথ ধাম পরিদর্শন করেন নির্মাণকারী সংস্থা হিডকো’র ভাইস চেয়ারম্যান হরিকৃষ্ণ দ্বিবেদী, পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পূর্ণেন্দু মাজী, দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের প্রশাসক তথা কাঁথির মহকুমাশাসক সৌভিক ভট্টাচার্য প্রমুখ। হিডকোর অন্যান্য আধিকারিকগণও উপস্থিত ছিলেন পরিদর্শক দলে। প্রকল্পের নানা দিকের কাজ ঘুরে দেখেন তাঁরা। পরিদর্শন শেষে উন্নয়ন পর্ষদ ভবনে গুরুত্বপূর্ণ বৈঠকও করেন। যদিও বৈঠক নিয়ে বিশেষ কিছু বলতে চাননি আধিকারিকরা কেউই। জেলাশাসক বলেন, “জগন্নাথ ধাম এবং সংস্কৃতি কেন্দ্র সম্পর্কিত অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে। এর অভ্যন্তরীণ বিষয়ে কিছু বলা সম্ভব নয়।”

পুরী জগন্নাথ মন্দিরের অনুকরণে প্রায় সমান উচ্চতায় গড়ে উঠছে এই মন্দির। পুরীর মন্দিরের সঙ্গে সাদৃশ্যপূর্ণ অনবদ্য নির্মাণশৈলী। এই মন্দিরেরও চারটি দ্বার। উত্তরে হস্তীদ্বার, দক্ষিণে অশ্বদ্বার, পূর্ব সিংহদ্বার আর পশ্চিমে ব্যাঘ্রদ্বার। তবে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে এই মন্দির পুরীর মন্দির থেকে আলাদা। তা হল মন্দিরের বিগ্রহ। পুরীর মন্দিরের বিগ্রহ নিম কাঠের তৈরি। কিন্তু দিঘার জগন্নাথ ধামের বিগ্রহ বিগ্রহ পাথরের তৈরি। দিঘা জগন্নাথ ধাম ও সংস্কৃতি কেন্দ্র উদ্বোধনের পর রাজ্য তথা দেশের পর্যটন মানচিত্রে বিশেষ গুরুত্ব পাবে দিঘা।

সৈকত শী