দিঘা শংকরপুর উন্নয়ন পর্ষদ

Digha: রাত পোহালেই বন্ধ সব…! হোটেলে হোটেলে বাজছে ফোন, সপ্তাহান্তে খাঁ খাঁ করবে দিঘা-মন্দারমণি-তাজপুর

*পাওয়া যাবে না দু'দিন হোটেল। পর্যটকদের ছেড়ে দিতে হচ্ছে হোটেল। নির্বাচনের কারণে সমস্যায় দিঘার হোটেল ব্যবসায়ী থেকে পর্যটকেরা। ভ্রমণ প্রিয় বাঙালির পছন্দের বাড়ানোর জায়গার তালিকায় শীর্ষে আছে দিঘা। বাঙালি সুযোগ পেলেই দিঘা বেড়াতে আসে। দিঘা সমুদ্রে স্নান কর্মব্যস্ততার মাঝে পরিপূর্ণ রিফ্রেশমেন্ট। প্রতিবেদনঃ সৈকত শী। 
*পাওয়া যাবে না দু’দিন হোটেল। পর্যটকদের ছেড়ে দিতে হচ্ছে হোটেল। নির্বাচনের কারণে সমস্যায় দিঘার হোটেল ব্যবসায়ী থেকে পর্যটকেরা। ভ্রমণ প্রিয় বাঙালির পছন্দের বাড়ানোর জায়গার তালিকায় শীর্ষে আছে দিঘা। বাঙালি সুযোগ পেলেই দিঘা বেড়াতে আসে। দিঘা সমুদ্রে স্নান কর্মব্যস্ততার মাঝে পরিপূর্ণ রিফ্রেশমেন্ট। প্রতিবেদনঃ সৈকত শী। 
*কিন্তু সেই দিঘায় পর্যটকদের খালি করতে হচ্ছে হোটেল। এমনকি আগামী দুদিন পাওয়া যাবে না দিঘায় কোনও হোটেল। আর তাতেই সমস্যায় পড়েছে পর্যটক থেকে হোটেল ব্যবসায়ীরা।
*কিন্তু সেই দিঘায় পর্যটকদের খালি করতে হচ্ছে হোটেল। এমনকি আগামী দুদিন পাওয়া যাবে না দিঘায় কোনও হোটেল। আর তাতেই সমস্যায় পড়েছে পর্যটক থেকে হোটেল ব্যবসায়ীরা।
*একদিকে বাড়তে থাকা তীব্র গরমে দিঘায় সমুদ্র স্নান পর্যটকদের স্বস্তি দিয়েছিল। তাইতো ভোট উৎসবের মাঝেও দিঘায় পর্যটকের কার্যত ঢল নেমেছিল। কিন্তু এবার এই ভোটের কারণেই দুদিন বন্ধ থাকবে হোটেল। এমনকি বুকিং থাকা সত্ত্বেও হোটেল খালি করতে হচ্ছে পর্যটকদের। এমনই নির্দেশ প্রশাসনের।
*একদিকে বাড়তে থাকা তীব্র গরমে দিঘায় সমুদ্র স্নান পর্যটকদের স্বস্তি দিয়েছিল। তাইতো ভোট উৎসবের মাঝেও দিঘায় পর্যটকের কার্যত ঢল নেমেছিল। কিন্তু এবার এই ভোটের কারণেই দুদিন বন্ধ থাকবে হোটেল। এমনকি বুকিং থাকা সত্ত্বেও হোটেল খালি করতে হচ্ছে পর্যটকদের। এমনই নির্দেশ প্রশাসনের।
*প্রশাসনের তরফে জানা গিয়েছে, নির্বাচন কমিশনের আচরণবিধি মেনে। ভোটের আগে বহিরাগতদের এলাকায় রাখা যায় না। ২৫ মে কাঁথি লোকসভা কেন্দ্রের ভোট গ্রহণ। দিঘা কাঁথি লোকসভা কেন্দ্রের অন্তর্গত হওয়ায়। পর্যটকদের হোটেল খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। এমনকি প্রশাসন নিয়ম মেনে দু'দিন হোটেল বন্ধ রাখতে হবে ব্যবসায়ীদের।
*প্রশাসনের তরফে জানা গিয়েছে, নির্বাচন কমিশনের আচরণবিধি মেনে। ভোটের আগে বহিরাগতদের এলাকায় রাখা যায় না। ২৫ মে কাঁথি লোকসভা কেন্দ্রের ভোট গ্রহণ। দিঘা কাঁথি লোকসভা কেন্দ্রের অন্তর্গত হওয়ায়। পর্যটকদের হোটেল খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। এমনকি প্রশাসন নিয়ম মেনে দু’দিন হোটেল বন্ধ রাখতে হবে ব্যবসায়ীদের।
*পর্যটকদের হোটেল খালি করা জন্য ২৩ মে পর্যন্ত সময় ধার্য করা হয়েছিল। আর সেই সময়ের পার হতেই দিঘার হোটেল ব্যবসায়ী সংগঠন পর্যটকদের হোটেল খালি করার কথা বলে। তাতে বেশ কিছু পর্যটক সমস্যায় পড়ে।
*পর্যটকদের হোটেল খালি করা জন্য ২৩ মে পর্যন্ত সময় ধার্য করা হয়েছিল। আর সেই সময়ের পার হতেই দিঘার হোটেল ব্যবসায়ী সংগঠন পর্যটকদের হোটেল খালি করার কথা বলে। তাতে বেশ কিছু পর্যটক সমস্যায় পড়ে।
*অন্যদিকে হোটেল ব্যবসায়ীরা জানান, 'চলতি বছর গ্রীষ্মের ছুটির কারণে দিঘায় পর্যটকের ঢল নেমেছিল। শনি-রবিবারের জন্য প্রচুর বুকিং এসেছে। কিন্তু প্রশাসনের নিয়ম মেনে ২৫ তারিখ পর্যন্ত কোনও বুকিং নেওয়া হচ্ছে না। পর্যটকদের ২৬ তারিখ থেকে বুকিং দেওয়া হচ্ছে।'
*অন্যদিকে হোটেল ব্যবসায়ীরা জানান, ‘চলতি বছর গ্রীষ্মের ছুটির কারণে দিঘায় পর্যটকের ঢল নেমেছিল। শনি-রবিবারের জন্য প্রচুর বুকিং এসেছে। কিন্তু প্রশাসনের নিয়ম মেনে ২৫ তারিখ পর্যন্ত কোনও বুকিং নেওয়া হচ্ছে না। পর্যটকদের ২৬ তারিখ থেকে বুকিং দেওয়া হচ্ছে।’
*মূলত ভোটের কারণেই দু'দিন কোনও পর্যটক দিঘায় কোনও হোটেল পাবেন না। ফলে চলতি সপ্তাহে দিঘা কার্যত ফাঁকাই থাকবে মনে করছে হোটেল ব্যবসায়ীরা। আর প্রশাসনের হোটেল খালি করার নির্দেশে বুকিং থাকা সত্ত্বেও হোটেল খালি করতে হচ্ছে পর্যটকদের। ফলে ষষ্ঠ দফা নির্বাচনের কারণে দিঘায় সমস্যায় পড়েছে হোটেল ব্যবসায়ী থেকে পর্যটকেরা।
*মূলত ভোটের কারণেই দু’দিন কোনও পর্যটক দিঘায় কোনও হোটেল পাবেন না। ফলে চলতি সপ্তাহে দিঘা কার্যত ফাঁকাই থাকবে মনে করছে হোটেল ব্যবসায়ীরা। আর প্রশাসনের হোটেল খালি করার নির্দেশে বুকিং থাকা সত্ত্বেও হোটেল খালি করতে হচ্ছে পর্যটকদের। ফলে ষষ্ঠ দফা নির্বাচনের কারণে দিঘায় সমস্যায় পড়েছে হোটেল ব্যবসায়ী থেকে পর্যটকেরা।