Digha: দিঘায় নয়া ধামাকা! ছোট-বড় সকলের জন্য বিরাট সুখবর! এবারে বেড়াতে গেলে মিস করবেন না

*পূর্ব মেদিনীপুর জেলার দিঘা পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। তবে বর্তমান সময়ে দিঘায় এসে শুধু সমুদ্র দর্শন নয়, সমুদ্রের প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি রাজ্য সরকারের উদ্যোগে একাধিক একাধিক পার্ক মেরিন ড্রাইভ, জগন্নাথ মন্দির-সহ একগুচ্ছ প্রকল্প দিঘায় মুকুটে বাড়তি শোভা এনে দিয়েছে। প্রতিবেদনঃ সৈকত শী। ফাইল ছবি। 
*পূর্ব মেদিনীপুর জেলার দিঘা পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। তবে বর্তমান সময়ে দিঘায় এসে শুধু সমুদ্র দর্শন নয়, সমুদ্রের প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি রাজ্য সরকারের উদ্যোগে একাধিক একাধিক পার্ক মেরিন ড্রাইভ, জগন্নাথ মন্দির-সহ একগুচ্ছ প্রকল্প দিঘায় মুকুটে বাড়তি শোভা এনে দিয়েছে। প্রতিবেদনঃ সৈকত শী। ফাইল ছবি।
*দিঘায় রয়েছে মেরিন অ্যাকোরিয়াম, দিঘা বিজ্ঞান কেন্দ্র। স্পেস থিয়েটার শো-সহ একাধিক নতুন আকর্ষণ রয়েছেদিঘা বিজ্ঞান কেন্দ্রে। দিঘা বিজ্ঞান কেন্দ্রের এই একাধিক নয়া আকর্ষণ পর্যটকদেরআকৃষ্ট করছে।পূর্ব মেদিনীপুর জেলার দিঘা পর্যটনকেন্দ্র বাঙালির গোয়া। ফাইল ছবি। 
*দিঘায় রয়েছে মেরিন অ্যাকোরিয়াম, দিঘা বিজ্ঞান কেন্দ্র। স্পেস থিয়েটার শো-সহ একাধিক নতুন আকর্ষণ রয়েছে দিঘা বিজ্ঞান কেন্দ্রে। দিঘা বিজ্ঞান কেন্দ্রের এই একাধিক নয়া আকর্ষণ পর্যটকদেরআকৃষ্ট করছে।পূর্ব মেদিনীপুর জেলার দিঘা পর্যটনকেন্দ্র বাঙালির গোয়া। ফাইল ছবি।
*কাজের ফাঁকে কম খরচে ক্লান্তি মেটানোর বাঙালির আদর্শ জায়গা। ফলে প্রতিটা উইকেন্ড-সহ ছুটির দিনগুলিতে দিঘা পর্যটন কেন্দ্রে পর্যটকদের ভিড় লেগেই থাকে। বর্তমান সময়ে দিন যত যাচ্ছে ততই দিঘায় পর্যটকের ভিড় বাড়ছে। ফাইল ছবি। 
*কাজের ফাঁকে কম খরচে ক্লান্তি মেটানোর বাঙালির আদর্শ জায়গা। ফলে প্রতিটা উইকেন্ড-সহ ছুটির দিনগুলিতে দিঘা পর্যটন কেন্দ্রে পর্যটকদের ভিড় লেগেই থাকে। বর্তমান সময়ে দিন যত যাচ্ছে ততই দিঘায় পর্যটকের ভিড় বাড়ছে। ফাইল ছবি।
*বর্তমানে দিঘা শুধু সমুদ্রের প্রাকৃতিক সৌন্দর্য নয়, পাশাপাশি সাজানো-গোছানো পার্ক-সহ মেরিন ড্রাইভ। অন্যদিকে নির্মীয়মান জগন্নাথ মন্দির সহ একাধিক প্রকল্পের বাস্তব রূপায়ণে দিঘার রূপ সৌন্দর্য আগের থেকে অনেকটাই বেড়েছে। ফাইল ছবি। 
*বর্তমানে দিঘা শুধু সমুদ্রের প্রাকৃতিক সৌন্দর্য নয়, পাশাপাশি সাজানো-গোছানো পার্ক-সহ মেরিন ড্রাইভ। অন্যদিকে নির্মীয়মান জগন্নাথ মন্দির সহ একাধিক প্রকল্পের বাস্তব রূপায়ণে দিঘার রূপ সৌন্দর্য আগের থেকে অনেকটাই বেড়েছে। ফাইল ছবি।
*বর্তমান সময়ে দিঘা হয়ে উঠেছে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র। দিঘায় সাধারণ পর্যটকদের পাশাপাশি শিক্ষামূলক ভ্রমণে স্কুল ছাত্র ছাত্রীরাও ভিড় জমায়। ছাত্রছাত্রীদের দিঘায় এসে সমুদ্র দর্শনের পাশাপাশি মেরিন অ্যাকোরিয়াম ও দিঘা বিজ্ঞান কেন্দ্র হয়ে ওঠে প্রধান গন্তব্য। ফাইল ছবি। 
*বর্তমান সময়ে দিঘা হয়ে উঠেছে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র। দিঘায় সাধারণ পর্যটকদের পাশাপাশি শিক্ষামূলক ভ্রমণে স্কুল ছাত্র ছাত্রীরাও ভিড় জমায়। ছাত্রছাত্রীদের দিঘায় এসে সমুদ্র দর্শনের পাশাপাশি মেরিন অ্যাকোরিয়াম ও দিঘা বিজ্ঞান কেন্দ্র হয়ে ওঠে প্রধান গন্তব্য। ফাইল ছবি।
*এবার দিঘা বিজ্ঞান কেন্দ্র পর্যটকদের আকর্ষিত করতে নতুন একগুচ্ছ প্রকল্প চালু করল। দিঘা বিজ্ঞান কেন্দ্রের মুকুটে যুক্ত হয়েছে আরও ৪ নতুন পালক। স্পেস থিয়েটারে নতুন আকর্ষণ হিসেবে সংযুক্ত হল 'দ্যা ইনক্রিডিয়েবল সান' স্পেস শো। চালু করা হয়েছে ল্যামিনার ওয়াটার করিডর, জিম পার্ক এবং বিজ্ঞান কেন্দ্রে আসা শিশুদের স্তনদুগ্ধ পানের জন্য মাদার্স হাউস। ফাইল ছবি। 
*এবার দিঘা বিজ্ঞান কেন্দ্র পর্যটকদের আকর্ষিত করতে নতুন একগুচ্ছ প্রকল্প চালু করল। দিঘা বিজ্ঞান কেন্দ্রের মুকুটে যুক্ত হয়েছে আরও ৪ নতুন পালক। স্পেস থিয়েটারে নতুন আকর্ষণ হিসেবে সংযুক্ত হল ‘দ্যা ইনক্রিডিয়েবল সান’ স্পেস শো। চালু করা হয়েছে ল্যামিনার ওয়াটার করিডর, জিম পার্ক এবং বিজ্ঞান কেন্দ্রে আসা শিশুদের স্তনদুগ্ধ পানের জন্য মাদার্স হাউস। ফাইল ছবি।
*দিঘা বিজ্ঞান কেন্দ্রের স্পেস থিয়েটারে 'দ্যা ইনক্রিডিয়েবল সান' স্পেস শো ছাত্র-ছাত্রীদের সৌরবিজ্ঞান সম্পর্কিত জ্ঞানকে আরও সমৃদ্ধ করবে। পাশাপাশি রাতে ল্যামিনার ওয়াটার করিডর দিঘা বিজ্ঞান কেন্দ্রের সৌন্দর্যকে বাড়িয়ে তুলেছে। সেইসঙ্গে জিমপার্ক পর্যটকদের স্বাস্থ্য সচেতনতার কথায় ভেবে শুরু করা হয়েছে। ফাইল ছবি। 
*দিঘা বিজ্ঞান কেন্দ্রের স্পেস থিয়েটারে ‘দ্যা ইনক্রিডিয়েবল সান’ স্পেস শো ছাত্র-ছাত্রীদের সৌরবিজ্ঞান সম্পর্কিত জ্ঞানকে আরও সমৃদ্ধ করবে। পাশাপাশি রাতে ল্যামিনার ওয়াটার করিডর দিঘা বিজ্ঞান কেন্দ্রের সৌন্দর্যকে বাড়িয়ে তুলেছে। সেইসঙ্গে জিমপার্ক পর্যটকদের স্বাস্থ্য সচেতনতার কথায় ভেবে শুরু করা হয়েছে। ফাইল ছবি।
*এ বিষয়ে দিঘা বিজ্ঞান কেন্দ্রের আধিকারিকরা জানান, দিঘায় বহু ধরনের পর্যটকেরা আসেন। বিভিন্ন জায়গা ঘুরে বেড়ানোর পাশাপাশি বিজ্ঞান কেন্দ্রে পর্যটকেরা ভিড় জমায়। পাশাপাশি শিক্ষামূলক ভ্রমণে স্কুল ছাত্র ছাত্রীরা দিঘা বিজ্ঞান কেন্দ্রে বেড়াতে আসে। তাদের গানের ভান্ডারকে আরো সমৃদ্ধ করতে স্পেস থিয়েটারে 'দ্যা ইনক্রিডিয়েবল সান' শো শুরু করা হয়েছে। দিঘা বিজ্ঞান কেন্দ্রের এই পদক্ষেপ পর্যটকদের দিঘায় বাড়তি আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। ফাইল ছবি।
*এ বিষয়ে দিঘা বিজ্ঞান কেন্দ্রের আধিকারিকরা জানান, দিঘায় বহু ধরনের পর্যটকেরা আসেন। বিভিন্ন জায়গা ঘুরে বেড়ানোর পাশাপাশি বিজ্ঞান কেন্দ্রে পর্যটকেরা ভিড় জমায়। পাশাপাশি শিক্ষামূলক ভ্রমণে স্কুল ছাত্র ছাত্রীরা দিঘা বিজ্ঞান কেন্দ্রে বেড়াতে আসে। তাদের গানের ভান্ডারকে আরো সমৃদ্ধ করতে স্পেস থিয়েটারে ‘দ্যা ইনক্রিডিয়েবল সান’ শো শুরু করা হয়েছে। দিঘা বিজ্ঞান কেন্দ্রের এই পদক্ষেপ পর্যটকদের দিঘায় বাড়তি আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। ফাইল ছবি।