ফাইল ছবি

Digha: আসছে ঘূর্ণিঝড় রিমল, দিঘার সমুদ্রে ঘটে গেল ভয়ঙ্কর ঘটনা! পর্যটকরা ১০০% সতর্ক থাকুন

দিঘা: রিমল দুর্যোগের কথা মাথায় রেখে দিঘায় যখন প্রশাসনের তোড়জোড় চলছে, তখন দিঘার সমুদ্রে তলিয়ে নিখোঁজ হলেন সোদপুরের বাসিন্দা এক পর্যটক। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে সৈকতে।

জানা গিয়েছে, শনিবার ভোর পাঁচটা-সাড়ে পাঁচটা নাগাদ নিউ দিঘার ক্ষণিকা ঘাটে দুই বন্ধু মিলে স্নান করতে গিয়ে তলিয়ে যায় এক যুবক। এক বন্ধুকে উদ্ধার করা গেলেও আরেকজনের খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে প্রশাসন। প্রসঙ্গত, শনিবার দিঘা সহ পূর্ব মেদিনীপুরে চলছে লোকসভা ভোট। সেই কারণে দিঘা ফাঁকা করে দেওয়ার নির্দেশ জারি করেছিল প্রশাসন। সেই সূত্রেই দু’দিন পাওয়া যাবে না দিঘায় হোটেল, প্রশাসনের কড়া নির্দেশ ছিল এমনই। তা সত্ত্বেও কীভাবে সেখানে পর্যটক হাজির হলেন, তা নিয়েও উঠছে প্রশ্ন।

আরও পড়ুন: সেই নন্দীগ্রাম, ভোট কেন্দ্রের মধ্যে কী ঘটছে? বিস্ফোরক অভিযোগ তুললেন দেবাংশু ভট্টাচার্য

ভ্রমণপ্রিয় বাঙালির পছন্দের অন্যতম জায়গা দিঘা। তাই তো কাজের ফাঁকে সুযোগ পেলেই দিঘার সমুদ্রে প্রিয়জনকে নিয়ে আনন্দ উপভোগ করতে দেখা যায় বাঙালি পর্যটকদের। এটাই প্রতি উইকএন্ডে দিঘার চেনা ছবি। কিন্তু চলতি সপ্তাহে এই চেনা ছবিটাই বদলে গিয়েছে। ভোটের জন্য প্রশাসনের কড়া নির্দেশ রয়েছে দিঘা-মন্দারমণির মতো জায়গায়।

শনিবার পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি ও তমলুক লোকসভা কেন্দ্রের ভোট গ্রহণ চলছে। রাজ্য তথা জেলার জনপ্রিয় পর্যটন নগরী দিঘা কাঁথি লোকসভা কেন্দ্রের অন্তর্গত। নির্বাচন কমিশনের আচরণ বিধি মেনেই দিঘার হোটেল খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। তা সত্ত্বেও দিঘায় ভোটের দিন পর্যটকের তলিয়ে যাওয়ার ঘটনায় প্রশ্ন উঠছে প্রশাসনের ভূমিকা নিয়েও।