Digha: ১৫ অগাস্টের ছুটিতে দিঘা যাওয়ার প্ল্যান? বদলে যাচ্ছে অনেক নিয়ম, না জানলে বড় বিপদে পড়বেন

দিঘাঃ বাঙালির প্রিয় বেড়ানোর জায়গা দিঘায় বদলে যাচ্ছে অনেক নিয়ম। জেলা পুলিশের ‘অতিথি’ পোর্টাল বদলে এবার থেকে ‘স্বাগত’ হচ্ছে শুরু। দরকারে ভোটার ও আধার কার্ড পরীক্ষার ব্যবস্থা শুরু করবে পুলিশ। দিঘা ভ্রমন প্রিয় বাঙালির সপ্তাহান্তের ছুটি কাটানোর সবথেকে পছন্দের জায়গা। চট প্ল্যানিং, ফট বুকিং! কিন্তু এই দিঘাতে শেষ দু’বছর ধরে বেশ অপরাধের প্রবণতাও বাড়ছে। পুলিশ রেকর্ড অনুযায়ী অপরাধের সংখ্যা বাড়ছে দিঘায়। আবার অন্য জায়গায় অপরাধ সংগঠিত করে দিঘায় গা ঢাকা দিচ্ছে অপরাধীরা। ফলে দিঘাকে সুন্দর ও অপরাধ মুক্ত রাখতে কড়া পদক্ষেপ প্রশাসনের। বদলে যাচ্ছে বেশ কিছু নিয়ম।

যত দিন যাচ্ছে বাঙালি দিঘার প্রেমে পড়ছে বেশি বেশি করে। অন্যান্য পর্যটন কেন্দ্রের থেকে কম খরচে চুটিয়ে আনন্দ হুল্লোড় করার জন্য দিঘা বেস্ট চয়েস ভ্রমণপ্রিয় বাঙালির কাছে। আর এ সবের মধ্যে দিঘা শংকরপুর উন্নয়ন পর্ষদ ও পুলিশের কাছে নিরাপত্তা হল বাড়তি গুরুত্ব। বিগত দিনে বাংলায় ভিন জেলায় অপরাধ করা লোকজন দিঘায় এসে ধরা পড়েছে। আবার বেশ কিছুদিন আগে জঙ্গি ধরা পড়ার বিষয়ে জেলা প্রশাসনকে নাড়িয়ে দিয়েছে। আর তাই পর্ষদ পর্যটক স্বাচ্ছন্দ্য, হয়রানি মুক্ত পরিষেবার কথা মাথায় রাখার পাশাপাশি নিরাপত্তার বিষয়টা সুনিশ্চিত করতে চায়।

আরও পড়ুনঃ জনপ্রিয় সিনেমায় দেখে মুগ্ধ হয়েছেন, দুর্গাপুজোয় ঘুরে আসুন দার্জিলিংয়ের কাছেই এই অফবিট গ্রামে

অগাস্ট থেকে জেলা পুলিশের ‘অতিথি’ পোর্টালের পরিবর্তন ঘটিয়ে ‘স্বাগত’ পোর্টাল শুরু হল পরীক্ষামূলক ভাবে। এতে দিঘায় এলে কি কি পরিষেবা মিলবে, কোথায় কত রুম রয়েছে, কোথায় কোথায় ঘুরতে পারবেন, কি দেখবেন তার ও উল্লেখ রয়েছে বলে জানান মহকুমা শাসক ও উন্নয়ন পর্ষদ আধিকারিক শৌভিক ভট্টাচার্য। বাড়তি হিসেবে দিঘায় এলে হোটেলের মাধ্যমে এই পোর্টালে নিজের নাগরিক তথ্য দিলে তা চলে যাবে পুলিশের কাছে। পুলিশ সেই তথ্য যাচাই করবে বলেই জানা গিয়েছে। যদি কেউ কোনও অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত থাকে, তাহলে সে পুলিশের জালে ধরা পড়বে তা আর বলার অপেক্ষা রাখে না।

রাজ্য সরকারের একাধিক কর্মযজ্ঞের ছোঁয়ায় দিঘা বর্তমানে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র। তাই দিঘাকে অপরাধ মুক্ত রাখা প্রশাসনের কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ। ফলে প্রশাসন দিঘাকে অপরাধমুক্ত ও সুন্দরভাবে পর্যটকদের কাছে তুলে ধরতে এই বদল এনেছে। আগামী দিনে পর্যটকেরা যাতে স্বাচ্ছন্দে ঘুরে দিঘায় ঘুরে বেড়ানোর মজা উপভোগ করতে পারে তার জন্য প্রশাসনের এই পদক্ষেপ।

সৈকত শী