Digha Tour: শনিবারই দিঘায় এই কান্ড, রবিবার নাকি আরও বাড়বে, কোনও ভুলচুক না হয়ে যায় প্রশাসনও এক ইঞ্চি ফাঁকও দিচ্ছে না

: পুজোর আগেই দিঘায় পর্যটকদের ঢল। শনিবার আর সেই কারণে পর্যটকদের ঢল নেমেছে দিঘায়। শুধু দিঘা নয়, মন্দারমণি,শঙ্করপুরেও চিত্রটা অনেকটা একই।
: পুজোর আগেই দিঘায় পর্যটকদের ঢল। শনিবার আর সেই কারণে পর্যটকদের ঢল নেমেছে দিঘায়। শুধু দিঘা নয়, মন্দারমণি,শঙ্করপুরেও চিত্রটা অনেকটা একই।
রবিবার থেকে ভিড় আরও কিছুটা বাড়ার আশঙ্কা করছেন দিঘার হোটেল ব্যবসায়ীরা। শনিবার অনেক সরকারি ও বেসরকারি অফিস বন্ধ।
রবিবার থেকে ভিড় আরও কিছুটা বাড়ার আশঙ্কা করছেন দিঘার হোটেল ব্যবসায়ীরা। শনিবার অনেক সরকারি ও বেসরকারি অফিস বন্ধ।
শনিবার ও  রবিবার উইকএন্ডের ছুটি কাটাতে দিঘা-মন্দারমনিতে জনতার ঢল৷ আসলে সামনের সপ্তাহেই শারদীয়া উৎসব। তার আগের উইকএন্ডে একটু বাড়তি এনজয় করতেই এত মানুষের ভিড়৷
শনিবার ও  রবিবার উইকএন্ডের ছুটি কাটাতে দিঘা-মন্দারমনিতে জনতার ঢল৷ আসলে সামনের সপ্তাহেই শারদীয়া উৎসব। তার আগের উইকএন্ডে একটু বাড়তি এনজয় করতেই এত মানুষের ভিড়৷
পর্যটকদের ঢল যেমন বাড়ছে তেমনিই কড়া প্রশাসন৷  ভিড় বাড়ার সঙ্গে সঙ্গে নজরদারিও জোরদার করা হয়েছে। যাতে কোনওরকম অঘটন ঘটে৷
পর্যটকদের ঢল যেমন বাড়ছে তেমনিই কড়া প্রশাসন৷  ভিড় বাড়ার সঙ্গে সঙ্গে নজরদারিও জোরদার করা হয়েছে। যাতে কোনওরকম অঘটন ঘটে৷
এদিকে উৎসবের গোটা মাসেই এখন প্রচুর পর্যটক সমাগম হবে এমনটাই মনে করছে প্রশাসন ও হোটেল মালিকরা৷ সব মিলিয়ে দুর্গোৎসবের আগের উইকএন্ড থেকেই জমজমাট দিঘার চিত্র৷ Input- Pankaj Dasrathi
এদিকে উৎসবের গোটা মাসেই এখন প্রচুর পর্যটক সমাগম হবে এমনটাই মনে করছে প্রশাসন ও হোটেল মালিকরা৷ সব মিলিয়ে দুর্গোৎসবের আগের উইকএন্ড থেকেই জমজমাট দিঘার চিত্র৷ Input- Pankaj Dasrathi