Digha Sea Beach 

Digha: বর্ষার দিঘা যেন গোয়া! বদলে গিয়েছে এই নিয়ম! মানলে দ্বিগুণ মজা! নচেৎ বিরাট সাজা

*দিঘা ঘুরে বেড়ানোর সময় নানান পর্যটকেরা নানা ধরনের বিপত্তির মুখোমুখি হয়। এবার বর্ষায় দিঘা এলে এই বিষয়গুলি মাথায় রাখুন তাহলে যে কোনও ধরনের বিপত্তি সহজে এড়িয়ে যেতে পারবেন। এখন সারা বছরই দিঘায় পর্যটকদের ভিড় জমে। শীত, গ্রীষ্ম, বর্ষা সব ঋতুতেই দিঘার সমুদ্র সৈকত পর্যটকদের ভিড়ে ঠাসা। সস্তায় সমুদ্র সৈকত ঘুরতে যাওয়ার কথা মনে পড়লেই প্রথমেই দিঘার কথা মনে আসে। প্রতিবেদনঃ সৈকত শী। 
*দিঘা ঘুরে বেড়ানোর সময় নানান পর্যটকেরা নানা ধরনের বিপত্তির মুখোমুখি হয়। এবার বর্ষায় দিঘা এলে এই বিষয়গুলি মাথায় রাখুন তাহলে যে কোনও ধরনের বিপত্তি সহজে এড়িয়ে যেতে পারবেন। এখন সারা বছরই দিঘায় পর্যটকদের ভিড় জমে। শীত, গ্রীষ্ম, বর্ষা সব ঋতুতেই দিঘার সমুদ্র সৈকত পর্যটকদের ভিড়ে ঠাসা। সস্তায় সমুদ্র সৈকত ঘুরতে যাওয়ার কথা মনে পড়লেই প্রথমেই দিঘার কথা মনে আসে। প্রতিবেদনঃ সৈকত শী।
*তবে ইদানিংকালে দিঘায় যেসব পর্যটকরা ঘুরতে যাচ্ছেন তাদের জন্য নতুন নতুন নিয়ম জারি করা হচ্ছে। যে কারণে এই সকল নিয়ম পর্যটকদের জেনে রাখা জরুরি।
*তবে ইদানিংকালে দিঘায় যেসব পর্যটকরা ঘুরতে যাচ্ছেন তাদের জন্য নতুন নতুন নিয়ম জারি করা হচ্ছে। যে কারণে এই সকল নিয়ম পর্যটকদের জেনে রাখা জরুরি।
*হোটেল বুকিং: দিঘায় অসামাজিক কাজকর্ম বৃদ্ধি পাওয়ার পাশাপাশি অন্যান্য অপ্রীতিকর ঘটনা ঘটে যাওয়ার কারণে। তাই পুলিশ প্রশাসনের তরফ থেকে বারবার বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। দিঘাকে অপরাধমুক্ত সুন্দর এক পর্যটন কেন্দ্রে পরিণত করার লক্ষ্যমাত্রা নিয়ে নেমেছে প্রশাসন।
*হোটেল বুকিং: দিঘায় অসামাজিক কাজকর্ম বৃদ্ধি পাওয়ার পাশাপাশি অন্যান্য অপ্রীতিকর ঘটনা ঘটে যাওয়ার কারণে। তাই পুলিশ প্রশাসনের তরফ থেকে বারবার বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। দিঘাকে অপরাধমুক্ত সুন্দর এক পর্যটন কেন্দ্রে পরিণত করার লক্ষ্যমাত্রা নিয়ে নেমেছে প্রশাসন।
*পুলিশের তরফ থেকে অতিথি নামে একটি পোর্টাল চালু করা হয়েছে আগে। যে পোর্টালে দিঘায় আগত পর্যটকদের নথি আপলোড করতে হবে হোটেল কর্তৃপক্ষকে। পর্যটকরা হোটেল বুকিং করার সঙ্গে সঙ্গেই হোটেল কর্তৃপক্ষকে এই কাজটি সেরে নিতে হবে। অন্যদিকে এই কাজের পাশাপাশি হোটেল কর্তৃপক্ষের তরফ থেকে পরিচয় পত্র নিয়ে এবার একটি পদক্ষেপ নেওয়া হল আর সেই পদক্ষেপে উপকৃত হবেন পর্যটকরা।
*পুলিশের তরফ থেকে অতিথি নামে একটি পোর্টাল চালু করা হয়েছে আগে। যে পোর্টালে দিঘায় আগত পর্যটকদের নথি আপলোড করতে হবে হোটেল কর্তৃপক্ষকে। পর্যটকরা হোটেল বুকিং করার সঙ্গে সঙ্গেই হোটেল কর্তৃপক্ষকে এই কাজটি সেরে নিতে হবে। অন্যদিকে এই কাজের পাশাপাশি হোটেল কর্তৃপক্ষের তরফ থেকে পরিচয় পত্র নিয়ে এবার একটি পদক্ষেপ নেওয়া হল আর সেই পদক্ষেপে উপকৃত হবেন পর্যটকরা।
*প্রশাসনের সতর্কতা: বর্ষাকালে দিঘার রূপ সৌন্দর্য আরওবেশি করে পর্যটকদের আকর্ষিত করে। বর্ষাকালে দিঘার সমুদ্র উত্তাল থাকে। আর উত্তাল সমুদ্রের রূপে মোজে বহু পর্যটক দিঘায় আসেন। তবে এবার দিঘায় বর্ষাকালে এলে সতর্ক থাকুন। কারণ বিভিন্ন সময়ে উত্তাল সমুদ্রের স্নান করতে নেমে পর্যটকেরা বিপদের মুখে পড়েছেন। কোনও কোনও সময় উত্তাল সমুদ্র পর্যটকদের প্রাণও কেড়ে নিয়েছে।
*প্রশাসনের সতর্কতা: বর্ষাকালে দিঘার রূপ সৌন্দর্য আরওবেশি করে পর্যটকদের আকর্ষিত করে। বর্ষাকালে দিঘার সমুদ্র উত্তাল থাকে। আর উত্তাল সমুদ্রের রূপে মোজে বহু পর্যটক দিঘায় আসেন। তবে এবার দিঘায় বর্ষাকালে এলে সতর্ক থাকুন। কারণ বিভিন্ন সময়ে উত্তাল সমুদ্রের স্নান করতে নেমে পর্যটকেরা বিপদের মুখে পড়েছেন। কোনও কোনও সময় উত্তাল সমুদ্র পর্যটকদের প্রাণও কেড়ে নিয়েছে।
*বর্ষাকালে দিঘায় এলে অবশ্যই প্রশাসনের নির্দেশিকা মেনে চলুন। বিশেষ করে সমুদ্র স্নানের ক্ষেত্রে। সমুদ্র উত্তল থাকলে সমুদ্রস্নানের ঝুঁকি না নেওয়াই ভাল। প্রশাসনের নিয়ম মেনে সমুদ্র স্নান করলে বিপদে পড়তে হবে না পর্যটকদের।
*বর্ষাকালে দিঘায় এলে অবশ্যই প্রশাসনের নির্দেশিকা মেনে চলুন। বিশেষ করে সমুদ্র স্নানের ক্ষেত্রে। সমুদ্র উত্তল থাকলে সমুদ্রস্নানের ঝুঁকি না নেওয়াই ভাল। প্রশাসনের নিয়ম মেনে সমুদ্র স্নান করলে বিপদে পড়তে হবে না পর্যটকদের।
*মুশকিল আসান এই নম্বর: উত্তরোত্তর দিঘায় পর্যটকের সংখ্যা বাড়ছে, পর্যটকের ভিড় যত বাড়ছে বিভিন্ন বিষয়ে পর্যটকদের নানান সমস্যার সম্মুখীন হতে হয়েছে। সমস্যায় পড়া পর্যটকদের জন্য দিঘা শংকরপুর উন্নয়ন পর্ষদ আগেই একটি whatsapp নাম্বার চালু করেছে। পর্যটকরা কোনও সমস্যার সম্মুখীন বা তাদের কোনও অভাব অভিযোগ থাকলে এই নম্বরে প্রশাসনকে সরাসরি জানাতে পারেন। পর্যটকদের অভিযোগের ভিত্তিতে দ্রুতই ব্যবস্থা নিতে শুরু করেছে প্রশাসন।
*মুশকিল আসান এই নম্বর: উত্তরোত্তর দিঘায় পর্যটকের সংখ্যা বাড়ছে, পর্যটকের ভিড় যত বাড়ছে বিভিন্ন বিষয়ে পর্যটকদের নানান সমস্যার সম্মুখীন হতে হয়েছে। সমস্যায় পড়া পর্যটকদের জন্য দিঘা শংকরপুর উন্নয়ন পর্ষদ আগেই একটি whatsapp নাম্বার চালু করেছে। পর্যটকরা কোনও সমস্যার সম্মুখীন বা তাদের কোনও অভাব অভিযোগ থাকলে এই নম্বরে প্রশাসনকে সরাসরি জানাতে পারেন। পর্যটকদের অভিযোগের ভিত্তিতে দ্রুতই ব্যবস্থা নিতে শুরু করেছে প্রশাসন।
*দিঘায় সমুদ্র স্নানের মজা উপভোগ করার পাশাপাশি ঘুরে বেড়ানোর আনন্দ উপভোগ করতে পর্যটকদের কোনও সমস্যার সম্মুখীন যদি হতে হয় তাহলে ৭৫০১২৯৫০০১ নম্বরে হোয়াটসঅ্যাপ মেসেজ ছবি বা ভিডিও পাঠানোর অনুরোধ করা হয়েছে।
*দিঘায় সমুদ্র স্নানের মজা উপভোগ করার পাশাপাশি ঘুরে বেড়ানোর আনন্দ উপভোগ করতে পর্যটকদের কোনও সমস্যার সম্মুখীন যদি হতে হয় তাহলে ৭৫০১২৯৫০০১ নম্বরে হোয়াটসঅ্যাপ মেসেজ ছবি বা ভিডিও পাঠানোর অনুরোধ করা হয়েছে।
*প্রশাসন সূত্রে জানা যায় হোয়াটসঅ্যাপ নম্বর ৭৫০১২৯৫০০১ সবসময় পর্যটকদের সাহায্যে করতে প্রস্তুত। এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে জানা যায়, ওই whatsapp নাম্বারে অভিযোগ আসার পরে তা খতিয়ে দেখা হয়। অভিযোগ খতিয়ে দেখার পর উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে প্রশাসন। কিছু কিছু ক্ষেত্রে পুলিশি সহায়তাও বা পুলিশি পদক্ষেপ গ্রহণ করা হয়।
*প্রশাসন সূত্রে জানা যায় হোয়াটসঅ্যাপ নম্বর ৭৫০১২৯৫০০১ সবসময় পর্যটকদের সাহায্যে করতে প্রস্তুত। এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে জানা যায়, ওই whatsapp নাম্বারে অভিযোগ আসার পরে তা খতিয়ে দেখা হয়। অভিযোগ খতিয়ে দেখার পর উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে প্রশাসন। কিছু কিছু ক্ষেত্রে পুলিশি সহায়তাও বা পুলিশি পদক্ষেপ গ্রহণ করা হয়।
*প্রসঙ্গত, দিঘা পর্যটনকেন্দ্র জনপ্রিয়তা নিরিখে ভারতবর্ষের অন্যতম সমুদ্র সৈকত গোয়ার কাছাকাছি। মেরিন ড্রাইভ, বিশ্ববাংলা পার্ক, কফি হাউস, ঝাঁ চকচকে সৈকত সরণি-সহ একগুচ্ছ প্রকল্প রূপায়ণে দিগার ব্র্যান্ড ভ্যালু এখন বিশ্বমানের।
*প্রসঙ্গত, দিঘা পর্যটনকেন্দ্র জনপ্রিয়তা নিরিখে ভারতবর্ষের অন্যতম সমুদ্র সৈকত গোয়ার কাছাকাছি। মেরিন ড্রাইভ, বিশ্ববাংলা পার্ক, কফি হাউস, ঝাঁ চকচকে সৈকত সরণি-সহ একগুচ্ছ প্রকল্প রূপায়ণে দিগার ব্র্যান্ড ভ্যালু এখন বিশ্বমানের।
*ইয়াস পরবর্তী সময়ে দিঘা আগের থেকেও আরো রূপসী হয়ে উঠেছে। মোহময়ী রূপসী দিঘার রূপ সৌন্দর্য উপভোগ করতে ছুটির দিন বা উইকন্ডে পর্যটকদের ঢল নামছে। ফলে দিঘার দিকে বাড়তি নজর রয়েছে প্রশাসনের। ফলে বর্ষাকালে দিঘায় এতে প্রশাসনের নির্দেশ মেনে চলুন তাহলে সহজেই দিঘা ঘোরাবে ঘুরে বেড়ানোর মজা আরও দ্বিগুণ হবে।
*ইয়াস পরবর্তী সময়ে দিঘা আগের থেকেও আরো রূপসী হয়ে উঠেছে। মোহময়ী রূপসী দিঘার রূপ সৌন্দর্য উপভোগ করতে ছুটির দিন বা উইকন্ডে পর্যটকদের ঢল নামছে। ফলে দিঘার দিকে বাড়তি নজর রয়েছে প্রশাসনের। ফলে বর্ষাকালে দিঘায় এতে প্রশাসনের নির্দেশ মেনে চলুন তাহলে সহজেই দিঘা ঘোরাবে ঘুরে বেড়ানোর মজা আরও দ্বিগুণ হবে।