ডিজিটাল ক্লাস 

East Bardhaman News: সরকারি বিদ্যালয়ে ডিজিটাল ব্যবস্থা, অভিনব উদ্যোগ প্রধান শিক্ষকের 

পূর্ব বর্ধমান : পড়ুয়াদের বিদ্যালয়ে উপস্থিতির খবর বাড়িতে বসেই জানতে পারবেন অভিভাবকরা। বিশেষ অ্যাপের মাধ্যমে হবে এই কাজ। আবার কোনও কারণে যদি কোনও পড়ুয়া বিদ্যালয়ে না আসতে পারে। তাহলে সেই পড়ুয়া পরবর্তীতে এই অ্যাপের মধ্যেই দেখতে পাবে নির্দিষ্ট দিনের ক্লাসের রেকর্ড করা ভিডিও। এমনই আরও বিভিন্ন ধরনের ডিজিটাল ব্যবস্থা চালু করা হয়েছে বর্ধমানের এই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। পূর্ব বর্ধমান জেলার এই বিদ্যালয় যেন ডিজিটাল প্রাথমিক বিদ্যালয়।

বর্ধমান শহরের শ্যামসায়রের পাড়ে অবস্থিত রামকৃষ্ণ সারদাপীঠ প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক পলাশ চৌধুরীর উদ্যোগে এহেন অভিনব ব্যবস্থাপনা শুরু হয়েছে এই বিদ্যালয়ে। যদিও এই কাজে তাঁকে সাহায্য করেছেন বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক শিক্ষিকারা। প্রধান শিক্ষক পলাশ চৌধুরী জানিয়েছেন, “এটা আমার দীর্ঘদিনের ইচ্ছা ছিল। বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক শিক্ষিকারাও আমাকে সাহায্য করেছেন। পুরোপুরি ডিজিটাল ভাবে পড়ানহচ্ছে পড়ুয়াদের।”

আরও পড়ুন : বিএড করতে চান? দুর্দান্ত সুযোগ রয়েছে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে, আজই আবেদন করুন

বর্ধমান শহরের এই বিদ্যালয়ে ডিজিটাল ক্লাস রুমের ব্যবস্থাও করা হয়েছে। প্রাক-প্রাথমিক বিভাগ থেকে চতুর্থ শ্রেণীর প্রতিটি শ্রেণীকক্ষেই প্রোজেক্টর দিয়ে অঙ্ক, ইংরেজি থেকে শুরু করে বিভিন্ন বিষয় পড়ানহচ্ছে পড়ুয়াদের। এছাড়াও শ্রেণীকক্ষে প্রবেশের আগে বায়োমেট্রিক স্ক্যান করে উপস্থিতি নিশ্চিত করে শ্রেণীকক্ষে প্রবেশ করতে হচ্ছে পড়ুয়াদের। তবে শুধু পড়ুয়া নয়, শিক্ষকদের জন্যও এই বায়োমেট্রিক স্ক্যানের ব্যবস্থা রয়েছে। স্ক্যান করে পড়ুয়া বিদ্যালয়ে হাজিরা দিলেই অভিভাবকের মোবাইলে চলে যাবে মেসেজ। এমনকি যদি কোনও পড়ুয়া বিদ্যালয়ে আসতে না পারে, তাহলে ওই অ্যাপের মাধ্যমে অভিভাবকরা স্কুলে না আসার কারণ জানাতে পারবেন শিক্ষককে।

আরও পড়ুন : এই প্রথম বর্ধমানের সেপাই ঘোড়া সাজাবে কলকাতার পুজো প্যান্ডেল, দেখুন

প্রধান শিক্ষক পলাশ চৌধুরী আরও জানিয়েছেন, “শুধু পড়ুয়ারা নয়, শিক্ষকরাও যদি বিদ্যালয়ে না আসেন তাহলে তার কারণ জানাতে পারবেন অ্যাপের মাধ্যমে। বিদ্যালয়ে আসার কোনও প্রয়োজন পড়বে না। এছাড়াও এআই প্রযুক্তির মাধ্যমে পড়ু়ুয়দের পরবর্তী ধাপে নিয়ে যেতে কার্যকরী হবে এই ব্যবস্থা।”পড়ুয়াদের ভবিষ্যতের কথা মাথায় রেখে এবং পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াতে এহেন উদ্যোগ নেওয়া হয়েছে।

আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F 

আগামী দিনে এই ডিজিটাল ব্যবস্থার আরও উন্নতিকরণ করা হবে।

বনোয়ারীলাল চৌধুরী