মুখোমুখি দিলীপ-কীর্তি৷

Dilip Ghosh: কথার লড়াই শেষ, প্রথমবার মুখোমুখি হয়েই অবাক করলেন দিলীপ-কীর্তি

মন্তেশ্বর: এ যেন উলটপূরাণ। গত একমাস ধরে দু জনের কথার লড়াই দেখেছে রাজ্যবাসী৷ ভোটের দিন অবশ্য সৌজন্যের ছবিই দেখল বর্ধমান-দুর্গাপুর৷ পরস্পরকে দেখে জড়িয়ে ধরলেন তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ ও  বিজেপির দিলীপ ঘোষ।

বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা ভারতীয় বিশ্বকাপ জয়ী ক্রিকেট দলের প্রাক্তণ সদস্য কীর্তি আজাদ ও এই কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের বাকযুদ্ধ এবারের নির্বাচনে আলাদা মাত্রা যোগ করেছে। গত একমাস ধরে দুজনেই পরস্পরের বিরুদ্ধে সমানে বাক্যবাণ বর্ষণ করে গিয়েছেন। ভোটের ময়দানে বাকযুদ্ধ কোন পর্যায়ে যেতে পারে তা দেখিয়েছেন এই দুই প্রার্থী। সেই তাঁরাই মুখোমুখি হলেন ভোটের দিন, হল করমর্দন। চলল সৌজন্য বিনিময়।

আরও পড়ুন: বহরমপুরে ডবল হ্যাটট্রিক হবে? ভোটের দিন সকালেই হুঙ্কার অধীরের

এ দিন সকাল থেকেই নিজের লোকসভা কেন্দ্র জুড়ে ছুটে বেড়ালেন দুই প্রার্থী। ভোটার ও দলীয় ভোট কর্মীদের সঙ্গে কথা বলে খোঁজ খবর নিলেন ভোটের গতি প্রকৃতির। আর এরই ফাঁকে মন্তেশ্বরের কুসুমগ্রামে সামনা সামনি দেখা হয়ে গেল যুযুধান দুই পক্ষের। তবে এই সাক্ষাৎ সম্পূর্ণ রাজনৈতিক সৌজন্যের নজির বলেই জানিয়েছেন দুই প্রার্থী। গাড়ি থেকে রাস্তায় নেমে পরস্পরকে আলিঙ্গন করার পাশাপাশি কুশল বিনিময় করেন তাঁরা। পরে হাত জোর করে দুজন দুজনকে নমস্কারও জানান। আর রাজনৈতিক এই সৌজন্য আগামীদিনেও যাতে বজায় থাকে সেই প্রত্যাশাই করছেন বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের সাধারণ ভোট দাতারা।

এদিন সকালে দুর্গাপুরে ছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী কীর্তি আজাদ। বেলার দিকে তিনি ঢোকেন পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বরে। অন্যদিকে এ দিন সকালে বর্ধমান দক্ষিণের একের পর এক বুথে ঘোরেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। বেলার দিকে তিনিও যান মন্তেশ্বরে। কুসুমগ্রামের একটি বুথের কাছে মুখোমুখি হন দুজনে। তখনই পরস্পর সৌজন্য বিনিময় করেন।