থিম

Durga Puja 2024: নারী নির্যাতনের প্রতিবাদে সেজে উঠবে পুজোর মণ্ডপ! ‘অর্ধ আকাশের আর্তনাদ’ স্বাধীন ক্লাবের

দিনহাটা: কোচবিহারের দিনহাটা মহকুমায় প্রতি বছর নজরকাড়া  দুর্গাপুজো দেখতে পাওয়া যায়। চলতি বছরেও সেই প্রথার অন্যথায হচ্ছে না। এবারও আকর্ষণীয় বড় বাজেটের পুজো রয়েছে দিনহাটা মহকুমায়। দিনহাটা মহকুমার স্বাধীন ক্লাবের পুজো  ৭০ তম বর্ষে পদার্পণ করতে চলেছে। বিশেষ থিম ‘অর্ধ আকাশের আর্তনাদ’। মূলত নারী নির্যাতনের বিভিন্ন বিষয়গুলি ফুটিয়ে তোলা হবে পুজো মণ্ডপের মাধ্যমে। প্রতিবাদ জানানো হবে নারী নির্যাতনের বিরুদ্ধে।

দিনহাটা স্বাধীন ক্লাবের সম্পাদক বিপ্লব সাহা বলেন, “বর্তমান সময়ে সমাজের যা পরিস্থিতি, তাতে নারীরা সুরক্ষিত নয়। বিভিন্ন সময় বিভিন্ন রকম ভাবে  নারীদের নির্যাতনের শিকার হতে হয়। আর এই সমস্ত বিষয়গুলিকেই এবারে থিমের মাধ্যমে মণ্ডপে ফুটিয়ে তোলা হবে। সমাজের বুকে যাতে নারীদের আর নির্যাতনের শিকার না হতে হয় সেই বিষয়ে প্রতিবাদ জানানো হচ্ছে।” তিন মাসের বেশি সময় ধরে গোটা পুজো মণ্ডপ নির্মাণের কাজ চলছে। আনুমানিক প্রায় ৫০ লক্ষ টাকার বেশি খরচ হয়েছে এই পুজো মণ্ডপ নির্মাণ করতে। সম্পূর্ণ পরিবেশবান্ধব উপকরণ ব্যবহার করা হয়েছে।

পুজো মণ্ডপের থিমের শিল্পী রঘুনাথ জানা জানান, নারী নির্যাতনের বিভিন্ন বিষয়গুলিকে যে ভাবে পুজো মণ্ডপের বিভিন্ন অংশে ফুটিয়ে তোলা হয়েছে, তা সকলের পছন্দ হবে। মোট তিনটি অংশে বিভক্ত রয়েছে এই গোটা পুজো মণ্ডপ। তিনটি অংশে তিন রকমের বিষয় তুলে ধরা হয়েছে।

কোচবিহারে একাধিক বড় বাজেটের পুজো। যে চিন্তাভাবনা এই পুজোর মাধ্যমে ফুটিয়ে তোলা হচ্ছে , তা প্রত্যেকের নজর আকর্ষণ করবে বলে মনে করছেন উদ্যোক্তারা।

সার্থক পণ্ডিত