জেলা প্রশাসনিক কার্যালয়

East Medinipur News: ‘ডানা’-র ঝাপটা পড়ার আগে সতর্ক জেলা প্রশাসন!

তমলুক: আলোর উৎসব দীপাবলীর আগে বাংলার আকাশে দুর্যোগের আশঙ্কা। এবার দুর্যোগের নাম ‘ডানা।’ বঙ্গোপসাগরে ঘূর্ণবাত নিম্নচাপে পরিণত হয়েছে। আবহাওয়াবিদের মতে এই নিম্নচাপ শক্তি বাড়িয়ে অতি শক্তিশালী নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই ঘূর্ণিঝড়ের নাম ডানা। নামকরণ করেছে কাতার। এই ঘূর্ণিঝড় বুধবারের মধ্যেই স্থলভাগে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদদের অনুমান এই ঘূর্ণিঝড়ের সম্ভাব্য গতিপথ ওড়িশা ও বাংলার উপকূল। এখন থেকেই তৎপর- প্রশাসন। পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন ঘূর্ণিঝড় ডানার ঝাপটা পড়ার আগেই বাড়তি সতর্কতা অবলম্বন করেছে।

আরও পড়ুনঃ বাঁকুড়ার বুকে শুরু বিপ্লব! শীতের আগে এ কী চাষ শুরু করলেন চাষিরা…ভাবনাতীত!

পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন সূত্রে জানা যায়, পূর্ব মেদিনীপুর জেলার উপকূলবর্তী পাঁচটি ব্লকে বিশেষ সতর্কতা অবলম্বন করা হয়েছে। রামনগর ১ ও ২, খেজুরি ২, দেশপ্রাণ, এবং কাঁথি এক নম্বর ব্লকের বিশেষ সর্তকতা অবলম্বন করেছে প্রশাসন। জেলা জুড়ে ৪৩ টি ঘূর্ণিঝড় মোকাবিলা কেন্দ্র এবং আরও পাঁচটি মাল্টিপারপাস বিপর্যয় মোকাবিলা কেন্দ্র। ১৭ টি ফ্লাড রিলিফ সেন্টার প্রস্তুত রাখা হয়েছে। এর পাশাপাশি প্রয়োজনে আরও ৪৫০ টি স্কুল রেসকিউ সেন্টার হিসাবে কাজ করবে বলে জানা যায়। পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন সূত্রে জানা যায় নিচু এলাকার জমা জল সরাতে পাম্প রেডি রাখা হয়েছে। সমুদ্রবাঁধ ও নদী বাঁধগুলিতে নজরদারির ব্যবস্থা করা হয়েছে।

ঘূর্ণিঝড় ডানার মোকাবিলায় পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের তৎপরতা নিয়ে জেলাশাসক পূর্ণেন্দু কুমার মাজী জানান, ‘ঘূর্ণিঝড় মোকাবিলায় আগাম সর্তকতা অবলম্বন করা হয়েছে। ঝড়ের পাশাপাশি ভারী বৃষ্টির ও পূর্বাভাস রয়েছে। সেইমত প্রস্তুতি নেওয়া হয়েছে। সমস্ত রেসকিউ সেন্টার পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে। শুকনো খাবার মজুদ রাখা হয়েছে। এর পাশাপাশি মৎস্যজীবীদের ফিরে আসার নির্দেশিকা দেওয়া হয়েছে। চাষবাসের ক্ষেত্রে বিশেষ সর্তকতা অবলম্বন করা হয়েছে। সব মিলিয়ে এই দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত প্রশাসন।’

ঘূর্ণিঝড় ডানার ঝাপটা সরাসরি পূর্ব মেদিনীপুর জেলায় পড়ছে কিনা তা এখনও হাওয়া অফিস থেকে জানা যায়নি। তবে এর প্রভাবে পূর্ব মেদিনীপুর জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি ও ঝড়ো হাওয়া বয়ে চলার সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। বাতাসের গতিবেগ ঘন্টায় ১০০ থেকে ১১০ কিলোমিটার হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা যায় হাওয়া অফিসের রিপোর্ট। সেই মতপ্রস্তুতি নিয়েছে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন।

সৈকত শী