সদ্য সাতচল্লিশে পা দিয়েছেন বি-টাউনের অন্যতম দক্ষ অভিনেত্রী দিব্যা দত্ত। অধিকাংশ ছবিতে পার্শ্ব চরিত্রেই অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে। আর এভাবেই বরাবর নজর কেড়েছেন তিনি। দিব্যা অভিনীত দুর্দান্ত কিছু ছবির মধ্যে অন্যতম হল ‘শাহিদ-ই-মহব্বত বুটা সিং’, ‘বীর জারা’, ‘ইশক মেঁ জিনা-ইশক মেঁ মরনা’, ‘রাম অওর শ্যাম’ প্রভৃতি। (Photo-instagram@divyadutta25)

প্রচুর লড়াই করে বি-টাউনে নাম-যশ পেয়েছেন দিব্যা দত্ত, অথচ ইন্ডাস্ট্রি থেকে তাঁকে গ্রামে ফিরে যেতে বলেছিলেন একজন সুপারস্টার! কিন্তু কেন?

সদ্য সাতচল্লিশে পা দিয়েছেন বি-টাউনের অন্যতম দক্ষ অভিনেত্রী দিব্যা দত্ত। অধিকাংশ ছবিতে পার্শ্ব চরিত্রেই অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে। আর এভাবেই বরাবর নজর কেড়েছেন তিনি। দিব্যা অভিনীত দুর্দান্ত কিছু ছবির মধ্যে অন্যতম হল ‘শাহিদ-ই-মহব্বত বুটা সিং’, ‘বীর জারা’, ‘ইশক মেঁ জিনা-ইশক মেঁ মরনা’, ‘রাম অওর শ্যাম’ প্রভৃতি। (Photo-instagram@divyadutta25)
সদ্য সাতচল্লিশে পা দিয়েছেন বি-টাউনের অন্যতম দক্ষ অভিনেত্রী দিব্যা দত্ত। অধিকাংশ ছবিতে পার্শ্ব চরিত্রেই অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে। আর এভাবেই বরাবর নজর কেড়েছেন তিনি। দিব্যা অভিনীত দুর্দান্ত কিছু ছবির মধ্যে অন্যতম হল ‘শাহিদ-ই-মহব্বত বুটা সিং’, ‘বীর জারা’, ‘ইশক মেঁ জিনা-ইশক মেঁ মরনা’, ‘রাম অওর শ্যাম’ প্রভৃতি। (Photo-instagram@divyadutta25)
বলাই বাহুল্য যে, এই সমস্ত ছবিতে দিব্যা দত্তের দক্ষ অভিনয় ভক্তদের মনে গভীর ছাপ ফেলেছে। (Photo-instagram@divyadutta25)
বলাই বাহুল্য যে, এই সমস্ত ছবিতে দিব্যা দত্তের দক্ষ অভিনয় ভক্তদের মনে গভীর ছাপ ফেলেছে।
(Photo-instagram@divyadutta25)
ইন্ডাস্ট্রির প্রত্যেক বহিরাগত শিল্পীর মতোই বি-টাউনে দিব্যা দত্তের প্রাথমিক সফরটা একেবারেই সহজ ছিল না। বলিউডে জমি পাকা করতে যথেষ্ট কাঠখড় পোড়াতে হয়েছিল তাঁকে। একটা সময় বি-টাউনে একজন সুপারস্টার ছিলেন, যিনি দিব্যা দত্তকে ছবিতে দেখতে চাননি। দিব্যা যেন নিজের গ্রামে ফিরে যান, এমনটাই চেয়েছিলেন ওই সুপারস্টার। (Photo-instagram@divyadutta25)
ইন্ডাস্ট্রির প্রত্যেক বহিরাগত শিল্পীর মতোই বি-টাউনে দিব্যা দত্তের প্রাথমিক সফরটা একেবারেই সহজ ছিল না। বলিউডে জমি পাকা করতে যথেষ্ট কাঠখড় পোড়াতে হয়েছিল তাঁকে। একটা সময় বি-টাউনে একজন সুপারস্টার ছিলেন, যিনি দিব্যা দত্তকে ছবিতে দেখতে চাননি। দিব্যা যেন নিজের গ্রামে ফিরে যান, এমনটাই চেয়েছিলেন ওই সুপারস্টার। (Photo-instagram@divyadutta25)
কিন্তু কে সেই সুপারস্টার? আসলে তিনি হলেন বলিউডের ‘হি-ম্যান’ ধর্মেন্দ্র। আসলে একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ধর্মেন্দ্রর হাত থেকে পুরস্কার নিয়েছিলেন দিব্যা দত্ত। আর তা অভিনেত্রীর হাতে তুলে দেওয়ার পরে ধর্মেন্দ্র নিজেই গোটা গল্পটা ব্যাখ্যা করেছিলেন। (Photo-instagram@divyadutta25)
কিন্তু কে সেই সুপারস্টার? আসলে তিনি হলেন বলিউডের ‘হি-ম্যান’ ধর্মেন্দ্র। আসলে একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ধর্মেন্দ্রর হাত থেকে পুরস্কার নিয়েছিলেন দিব্যা দত্ত। আর তা অভিনেত্রীর হাতে তুলে দেওয়ার পরে ধর্মেন্দ্র নিজেই গোটা গল্পটা ব্যাখ্যা করেছিলেন।
(Photo-instagram@divyadutta25)
বর্ষীয়ান অভিনেতা বলেছিলেন যে, “দিব্যা যখন ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলেন, তখন আমার তাতে সায় ছিল না। ও ছবিতে কাজ করুক, আমি একেবারেই সেটা চাইনি। আমি ওকে ফিরে যেতে বলেছিলাম। কিন্তু আজ আমি খুশি যে, ও আমার কথা শোনেনি।”
বর্ষীয়ান অভিনেতা বলেছিলেন যে, “দিব্যা যখন ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলেন, তখন আমার তাতে সায় ছিল না। ও ছবিতে কাজ করুক, আমি একেবারেই সেটা চাইনি। আমি ওকে ফিরে যেতে বলেছিলাম। কিন্তু আজ আমি খুশি যে, ও আমার কথা শোনেনি।”
কিন্তু কেন এমনটা বলেছিলেন ধর্মেন্দ্র? আর কেনই বা এমনটা চেয়েছিলেন তিনি? আসলে দিব্যা দত্ত এবং ধর্মেন্দ্র একই গ্রাম থেকে এসেছেন। এমনকী কিছু সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয় যে, দিব্যার মা-কে বোন হিসেবে দেখতেন ধর্মেন্দ্র। ফলে বোঝাই যাচ্ছে, দিব্যার জন্য ধর্মেন্দ্র উদ্বেগ স্বাভাবিকই ছিল। কারণ তিনি জানতেন, পিছনে কেউ না থাকলে বি-টাউনে নিজের পায়ের তলার জমি শক্ত করা কতটা কঠিন ছিল। আর সেই কারণেই অভিনেত্রীকে এমন পরামর্শ দিয়েছিলেন ধর্মেন্দ্র। (Photo-instagram@divyadutta25)
কিন্তু কেন এমনটা বলেছিলেন ধর্মেন্দ্র? আর কেনই বা এমনটা চেয়েছিলেন তিনি? আসলে দিব্যা দত্ত এবং ধর্মেন্দ্র একই গ্রাম থেকে এসেছেন। এমনকী কিছু সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয় যে, দিব্যার মা-কে বোন হিসেবে দেখতেন ধর্মেন্দ্র। ফলে বোঝাই যাচ্ছে, দিব্যার জন্য ধর্মেন্দ্র উদ্বেগ স্বাভাবিকই ছিল। কারণ তিনি জানতেন, পিছনে কেউ না থাকলে বি-টাউনে নিজের পায়ের তলার জমি শক্ত করা কতটা কঠিন ছিল। আর সেই কারণেই অভিনেত্রীকে এমন পরামর্শ দিয়েছিলেন ধর্মেন্দ্র। (Photo-instagram@divyadutta25)
প্রসঙ্গত, ১৯৯৪ সালে বি-টাউনে পদার্পণ করেছিলেন দিব্যা দত্ত। তাঁর প্রথম ছবির নাম ‘ইশক মেঁ জিনা ইশক মেঁ মরনা’। যে ছবিতেই তিনি অভিনয় করেছেন, তাতে নিজের ছাপ রেখেছেন তিনি। ‘বীর জারা’ কিংবা ‘আজা নাচ লে’ ছবিতে তাঁর অভিনয় অবিস্মরণীয় হয়ে থাকবে। (Photo-instagram@divyadutta25)
প্রসঙ্গত, ১৯৯৪ সালে বি-টাউনে পদার্পণ করেছিলেন দিব্যা দত্ত। তাঁর প্রথম ছবির নাম ‘ইশক মেঁ জিনা ইশক মেঁ মরনা’। যে ছবিতেই তিনি অভিনয় করেছেন, তাতে নিজের ছাপ রেখেছেন তিনি। ‘বীর জারা’ কিংবা ‘আজা নাচ লে’ ছবিতে তাঁর অভিনয় অবিস্মরণীয় হয়ে থাকবে। (Photo-instagram@divyadutta25)