মালদহ: এবার কালী পুজোয় হুইসেল বাজিয়ে আলোর রোশনাই ছড়িয়ে ছুটবে ফোর হুইলার। নানান আলোর বাহার থাকবে বিশেষ এই গাড়িতে। অবাক হলেও সত্যি এবার এমনই আতসবাজি বাজারে এসেছে। একেবারেই অন্য রকমের এই আতসবাজি। খুদে বা শিশুদের কাছে এবার মূল আকর্ষণ অভিনব এই ফোর হুইলার আতসবাজি। বিভিন্ন ধরনের তুবড়ি বা ফুলঝুরি পুরনো হয়েছে। এই ধরনের আতসবাজি এখন কালী পুজো হলেই সকলের হাতেই দেখা যায়।
আরও পড়ুনঃ রান্নার আগে শুধু করুন ‘১৫ মিনিটের’ এই কাজ! ভাত খেলেও বাড়বে না ব্লাড সুগার! পাবেন প্রচুর পুষ্টি
তবে, এবার নিত্যনতুন আতসবাজি এসেছে মালদহ শহরের বাজি বাজারে। সম্পূর্ণ পরিবেশ বান্ধব এই আতসবাজি। বিলাসবহুল ফোর হুইলার গাড়ির আদলে তৈরি এই বাজি। একেবারেই খেলনা গাড়ির মতো দেখতে। তবে এই গাড়ির মধ্যেই রয়েছে বিশেষ আতসবাজি। গাড়ির পেছনদিকে রয়েছে আগুন দেওয়ার জায়গা। সেখানে আগুন দিলেই বিভিন্ন রকমের আলোর রোশনাই ছড়িয়ে সামনের দিকে ছুটবে গাড়িটি। সঙ্গে হুইসেল বাঁচতে বাঁচতে প্রচন্ড গতিতে ছুটে চলবে। চারিদিক ভরে যাবে বিভিন্ন রঙের আলোয়। যা খুদেদের কাছে আকর্ষণীয় হয়ে উঠবে। আতসবাজি শেষ হলেও গাড়িটি নিয়ে পরবর্তীতে খুদেরা খেলতে পারবে। আতসবাজি বিক্রেতা অমিত সাহা বলেন, ‘এবার একেবারে নতুন এই আতসবাজি। ফোর হুইলার গাড়ির আদলে তৈরি। গাড়ির পেছনদিকে আগুন দেওয়ার জায়গা আছে। আগুন দিলেই গাড়ি সামনের দিকে ছুটবে সঙ্গে হুইসেল বাজবে আলোর রোশনাই ছড়িয়ে পড়বে। বাজারে ব্যাপক চাহিদা রয়েছে।’
এবার আতসবাজি বাজারে অন্যান্য আতসবাজির থেকে এই বাজি ব্যাপক বাজার করে নিচ্ছে। মালদহের বাজারে ৩০০ টাকা থেকে ৫০০ টাকা পিস হিসাবে বিক্রি হচ্ছে এই আধুনিক অভিনব আতশবাজি। অনেকেই ভিড় করে কিনছেন। কারণ অভিনব এই আতসবাজি দেখতে সম্পূর্ণ অন্যরকম। এমনকী এটি পরিবেশবান্ধব এতে কোন শব্দ হবে না পরিবেশ কোনও রকম ভাবেই দূষিত হবে না।
হরষিত সিংহ