জ্যোতিষকাহন Dhanteras Tithi Timing:আজ ধনতেরস কখন শুরু? এই তিথি থাকবে কতক্ষণ? কোন শুভ মুহূর্তে গয়না, বাসন কিনলে স্রোতের মতো আসবে টাকা ও সুখ? জানুন Gallery October 29, 2024 Bangla Digital Desk দীপাবলির ৫ দিন ব্যাপী উৎসব শুরু হয় ধনতেরস বা ধনত্রয়োদশী দিয়ে৷ কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে পালিত হয় এই পার্বণ৷ এ বছর ২৯ অক্টোবর, মঙ্গলবার শুরু হচ্ছে এই তিথি৷ দৃকসিদ্ধ পঞ্জিকা মতে মঙ্গলবার ত্রয়োদশী শুরু হচ্ছে সকাল ১০.৩২ মিনিটে৷ অন্য পঞ্জিকা অনুযায়ী ধনতেরস তিথি শুরু হচ্ছে সকাল ১০.৫৬ মিনিটে৷ দৃকসিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী ধনতেরস তিথি থাকবে বুধবার, ৩০ অক্টোবর দুপুর ১.১৫ মিনিট পর্যন্ত। উদয় তিথি অনুসারে ধনতেরস পালিত হবে ৩০ অক্টোবর, বুধবার। তবে মাঙ্গলিক উপকরণ কেনা যাবে এই তিথির যে কোনও মুহূর্তে। গয়না ও বাসনপত্র কেনার জন্য আদর্শ সময় বা মুহূর্ত বলা হয় প্রদোষকাল এবং বৃষভকালকেই। ২৯ অক্টোবর বিকেল ৫ টা ৩৮ মিনিট থেকে রাত ৮ টা ১৩ মিনিট পর্যন্ত রয়েছে প্রদোষকাল। ৩০ অক্টোবর সন্ধ্যা ৬.৩১ থেকে রাত ৮.১৭ পর্যন্ত আছে বৃষভকাল। ধনতেরস তিথির বিশেষ পুজোর জন্য শুভ মুহূর্ত ২৯ অক্টোবর সন্ধ্যায় ৬.৩১ থেকে শুরু করে ৮.১৩ মিনিট পর্যন্ত।