দীপাবলি আলোর উৎসব। আর এই উৎসবের মধ্যে বাংলা ও বাঙালির শ্যামাপুজোর আরাধনা। প্রতি বছর এই সময়েই শীত শুরুর আগে হয় এই উৎসব। তাই বড়দিনের আগের বড় ছুটিও এটি। তবে এই ছুটির পরেই কিন্তু আবার বেশ কিছুদিন লম্বা সেশন। অর্থাৎ ছুটি ছাড়াই কাটাতে হবে শিক্ষার্থীদের।

Diwali 2024: খরচের হিসেব গুনছেন? এখনও সময় যায়নি, এই টিপস মানলেই দীপাবলি হবে সঞ্চয়ের উৎসব

আর ৭ দিন পরেই দীপাবলি। সবাই তার প্রস্তুতিতে ব্যস্ত। বাড়ি থেকে শুরু করে বাজার সবাই নিজের নিজের ভাবে স্বাগত জানাতে প্রস্তুত। দীপাবলি এবং ধনতেরসের সঙ্গে কেনাকাটার এক অদ্ভুত যোগ রয়েছে। সবাই সস্তায় কেনাকাটা করতে চায়। কিন্তু, তা আর হচ্ছে কই! চিন্তার কিছু নেই, আজ আমরা স্মার্ট কেনাকাটার কয়েকটা বিশেষ মন্ত্র বলছি। মেনে চললে লাভ আখেরে গ্রাহকদেরই।
আর ৭ দিন পরেই দীপাবলি। সবাই তার প্রস্তুতিতে ব্যস্ত। বাড়ি থেকে শুরু করে বাজার সবাই নিজের নিজের ভাবে স্বাগত জানাতে প্রস্তুত। দীপাবলি এবং ধনতেরসের সঙ্গে কেনাকাটার এক অদ্ভুত যোগ রয়েছে। সবাই সস্তায় কেনাকাটা করতে চায়। কিন্তু, তা আর হচ্ছে কই! চিন্তার কিছু নেই, আজ আমরা স্মার্ট কেনাকাটার কয়েকটা বিশেষ মন্ত্র বলছি। মেনে চললে লাভ আখেরে গ্রাহকদেরই।
বাজেট করলেই বাঁচবে টাকা: উৎসবের মরশুমে কেনাকাটার জন্য বাজেট তৈরি করা খুব জরুরি। কতটা খরচ করা যাবে এবং বিশেষ করে কোন জিনিসগুলোতে সেই খরচ করতে হবে, তা জানা খুবই গুরুত্বপূর্ণ। না হলে খরচ সামর্থ্য ছাড়িয়ে যাবে। তাই আগে থেকেই ঠিক করে নিতে হবে বাজেট। ঘরের প্রয়োজনীয় জিনিসের পেছনে কত টাকা খরচ হবে এবং উদযাপনে কত টাকা খরচ হবে। তাহলে টাকা বাঁচবে।
বাজেট করলেই বাঁচবে টাকা: উৎসবের মরশুমে কেনাকাটার জন্য বাজেট তৈরি করা খুব জরুরি। কতটা খরচ করা যাবে এবং বিশেষ করে কোন জিনিসগুলোতে সেই খরচ করতে হবে, তা জানা খুবই গুরুত্বপূর্ণ। না হলে খরচ সামর্থ্য ছাড়িয়ে যাবে। তাই আগে থেকেই ঠিক করে নিতে হবে বাজেট। ঘরের প্রয়োজনীয় জিনিসের পেছনে কত টাকা খরচ হবে এবং উদযাপনে কত টাকা খরচ হবে। তাহলে টাকা বাঁচবে।
মন নয়, শুনতে হবে মাথার কথা: দীপাবলির জন্য কেনাকাটা করার সময়, সব সময় প্রয়োজনীয় জিনিসগুলি কেনাকে অগ্রাধিকার দিতে হবে। যা নেওয়ার প্রয়োজন নেই কিন্তু মন চাইছে কিনতে, এই জাতীয় জিনিসগুলো দ্বিতীয় স্থানে রাখতে হবে। যখন সেটা ঠিক করা হয়ে যাবে, তখনই টাকা বাঁচতে শুরু করবে।
মন নয়, শুনতে হবে মাথার কথা: দীপাবলির জন্য কেনাকাটা করার সময়, সব সময় প্রয়োজনীয় জিনিসগুলি কেনাকে অগ্রাধিকার দিতে হবে। যা নেওয়ার প্রয়োজন নেই কিন্তু মন চাইছে কিনতে, এই জাতীয় জিনিসগুলো দ্বিতীয় স্থানে রাখতে হবে। যখন সেটা ঠিক করা হয়ে যাবে, তখনই টাকা বাঁচতে শুরু করবে।
অফার দেখে দিশেহারা নয়: দীপাবলি অফারে ভরা। বিশেষ করে অনলাইন শপিংয়ে এই সময় অনেক অফার থাকে। কিন্তু, কোনও অফারের সুবিধা নেওয়ার আগে, ভাল করে বিচার-বিবেচনা করে নিতে হবে। সাধারণত অফারগুলি যতটা আকর্ষণীয় মনে হয়, বাস্তবে ততটা নয়। ডেবিট বা ক্রেডিট কার্ডেও উৎসবের অফার পাওয়া যায়। সুতরাং, নিজের কার্ডে যে অফার চলছে সে সম্পর্কে ভুলে ওয়েব সাইটের অফারের ফাঁদে পা দেওয়া বুদ্ধিমানের কাজ নয়।
অফার দেখে দিশেহারা নয়: দীপাবলি অফারে ভরা। বিশেষ করে অনলাইন শপিংয়ে এই সময় অনেক অফার থাকে। কিন্তু, কোনও অফারের সুবিধা নেওয়ার আগে, ভাল করে বিচার-বিবেচনা করে নিতে হবে। সাধারণত অফারগুলি যতটা আকর্ষণীয় মনে হয়, বাস্তবে ততটা নয়। ডেবিট বা ক্রেডিট কার্ডেও উৎসবের অফার পাওয়া যায়। সুতরাং, নিজের কার্ডে যে অফার চলছে সে সম্পর্কে ভুলে ওয়েব সাইটের অফারের ফাঁদে পা দেওয়া বুদ্ধিমানের কাজ নয়।
অকারণ ঋণের বোঝা নয়: অনেক সময় লোকেরা বেশি দামের জিনিস কিনতে ব্যক্তিগত ঋণ নেয়। ব্যক্তিগত ঋণের সুদের হার অনেক বেশি। দীপাবলিতে ঋণ নিয়ে কিছু জিনিস কিনলে, খুব ভুল হবে। ঋণের সুদ এবং প্রক্রিয়াকরণ চার্জ দেখলে বোঝা যাবে বাড়তি কোনও সুবিধা একদম নেই। আর যদি ধর করতেই হয়, তবে ব্যক্তিগত ঋণ নেওয়ার পরিবর্তে ক্রেডিট কার্ড দিয়ে ইএমআই-এর মাধ্যমে কেনাকাটা করতে হবে।
অকারণ ঋণের বোঝা নয়: অনেক সময় লোকেরা বেশি দামের জিনিস কিনতে ব্যক্তিগত ঋণ নেয়। ব্যক্তিগত ঋণের সুদের হার অনেক বেশি। দীপাবলিতে ঋণ নিয়ে কিছু জিনিস কিনলে, খুব ভুল হবে। ঋণের সুদ এবং প্রক্রিয়াকরণ চার্জ দেখলে বোঝা যাবে বাড়তি কোনও সুবিধা একদম নেই। আর যদি ধর করতেই হয়, তবে ব্যক্তিগত ঋণ নেওয়ার পরিবর্তে ক্রেডিট কার্ড দিয়ে ইএমআই-এর মাধ্যমে কেনাকাটা করতে হবে।