ভয়াবহ দুর্ঘটনা। এসি মেশিনের বিস্ফোরণে চলে গেল তরতাজা একটি প্রাণ। রেস্তোরাঁয় এসি সারানোর সময়ে ভয়াবহ এই ঘটনাটি ঘটে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি অপর ব্যক্তি।

রাতে এসি চালান? ‘এই’ ছোট্ট টিপস জেনে রাখুন, বাঁচবে হাজার হাজার টাকা

কলকাতা: বর্ষার মরশুমে আর্দ্রতা মানুষকে বিপাকে ফেলেছে। এর মধ্যে এয়ার কন্ডিশনার মানুষকে স্বস্তি দিচ্ছে। কিন্তু সবসময় এসি চালিয়ে রাখলে বিদ্যুৎ খরচ বেড়ে যায়।

এর সবচেয়ে বড় সমস্যা রাতে হতে পারে। কারণ অনেক সময় মানুষ ঘুম থেকে উঠে মাঝে মাঝে এসির সুইচ অন করে, আবার এসির সুইচ অফ করে। অনেক সময় ঘর ঠান্ডা হলেই আমরা ঘুমিয়ে পড়ি এবং একটানা এসি চলতে থাকে।

আরও পড়ুন- জলের দরে স্বপ্নের আইফোন! খুচরো টাকায় কিনে নিন iPhone 14Plus, অনলাইন বিরাট অফার

এমনটা হলে এসি অনেক বিদ্যুৎ খরচ করে। তাই কেউ যদি বেশি বিদ্যুতের বিল এড়াতে চান, তবে এখন থেকেই কিছু জিনিস অভ্যাস করতে হবে।

কেউ যদি রাতে বারবার এয়ার কন্ডিশনার চালু এবং বন্ধ করতে থাকেন বা এটি বন্ধ করতে ভুলে যান, তবে একটি টাইমার সেট করা উচিত। এতে সময়মতো এসি বন্ধ হয়ে যাবে এবং ঘুমের ব্যাঘাত ঘটবে না। ১ বা দুই ঘন্টার জন্য এসিতে টাইমার সেট করা উচিত।

AC-র তাপমাত্রা ২৪ ডিগ্রি বা তার উপরে সেট করা উচিত। এই তাপমাত্রায় খুব বেশি গরম অনুভব করা যাবে না এবং ঘরটিও দ্রুত ঠান্ডা হয়ে যাবে। কেউ যদি কম তাপমাত্রায় এসি চালায়, তবে বিদ্যুৎ খরচ বেশি হবে।

আবহাওয়া অনুযায়ী এসির মোড সেট করতে হবে। বাইরে খুব রোদ থাকলে কুল মোডে এসি চালাতে হবে। যদি বৃষ্টি এবং আর্দ্র আবহাওয়া হয় তাহলে ড্রাই মোডে এসি চালাতে হবে। এটি দ্রুত স্বস্তি দেবে।

১ নম্বরে ফ্যান রাখতে হবে –

এসি চালানোর পাশাপাশি পাখাও এক গতিতে চালাতে থাকতে হবে। এতে করে এসির ঠান্ডা বাতাস ঘরের প্রতিটি কোণে পৌঁছে যাবে। এটি দ্রুত রুম ঠান্ডা করবে এবং দ্রুত এসি বন্ধ করা সক্ষম হবে।

আরও পড়ুন- এই টিপস অনুসরণ করলে বৃষ্টিতে গাড়ি কখনই নষ্ট হবে না; মেরামতির খরচও বাঁচবে

দরজা বন্ধ রাখতে হবে –

কেউ যদি এসি চালান, তাহলে ঘরের জানালা-দরজা বন্ধ করতে হবে। এর কারণে ঘরে ঠান্ডা বাতাস থাকবে। দরজা বা জানালা খুললে এসি বেশি লোড নেবে এবং ঘর ঠান্ডা হতে সময় লাগবে।