ব্যবসা-বাণিজ্য ছেঁড়া-ফাটা নোট কীভাবে বদলাতে হয়? পুরো টাকা দেয় ব্যাঙ্ক? অনেকেই জানেন না Gallery October 29, 2024 Bangla Digital Desk অনেক সময় আমাদের কাছে ছেঁড়া-ফাটা নোট চলে আসে। তখন সেই নোট নিয়ে বিপদে পড়তে হয়। অনেকেই জানেন না, আপনি চাইলেই সেই নোট ব্যাঙ্কে গিয়ে বদলে নিতে পারবেন। অনেকেই ছেঁড়া-ফাটা নোট ঘরেই রেখে দেন। কিন্তু সেই টাকা আপনি ব্যাঙ্কে গিয়ে বদলে নিতে পারেন। আরবিআই গাইডলাইন বলছে, আপনি যে কোনও ব্যাঙ্কে গিয়ে বদলাতে পারেন সেই নোট। এক্ষেত্রে কিছু নিয়ম আছে। যেমন ৫০ টাকার নোট হলে আপনি ব্যাঙ্কে তা বদলালে পুরোটাকাই পাবেন। কিন্তু ৫০ টাকার বেশি অঙ্কের নোট হলে ব্যাঙ্কের কিছু নোট আছে। তখন তা ব্যাঙ্কের তরফে আপনাকে বলে দেওয়া হবে। বেশিরভাগ ক্ষেত্রেই ৫০ টাকার অঙ্কের বেশি নোট হলে আপনি ছেঁড়া-ফাটা নোটের বদলে অর্ধেক টাকা পেতে পারেন ব্যাঙ্কের তরফে। কিছু ক্ষেত্রে নোট কতটা ছেঁড়া বা ফাটা তা বিচার করা হয়। তার পর আপনি কত টাকা বিনিময়ে পেতে পারেন তা বিচার করে ব্যাঙ্ক।