Tag Archives: Indian Currency

বাজারে কেন বেশিরভাগ ১০ টাকার নোট ছেঁড়া, নোংরা? জানা গেল ‘বড়’ কারণ

হয় ছেঁড়া-ফাটা, না হলে ময়লা! বাজারে বেশিরভাগ ১০ টাকার নোটের অবস্থা একেবারেই ভাল নয়।
হয় ছেঁড়া-ফাটা, না হলে ময়লা! বাজারে বেশিরভাগ ১০ টাকার নোটের অবস্থা একেবারেই ভাল নয়।
১০ টাকার নোটের অবস্থা এতটাই খারাপ যে পকেটে ঢোকাতে গেলেই ছিঁড়ে যাওয়ার জোগাড়। অনেকেই ভেবে পাচ্ছেন না, দশ টাকার নোটের এমন করুণ অবস্থা কেন! কেনই বা বাজারে ১০ টাকার নোট সেভাবে পাওয়া যাচ্ছে না!
১০ টাকার নোটের অবস্থা এতটাই খারাপ যে পকেটে ঢোকাতে গেলেই ছিঁড়ে যাওয়ার জোগাড়। অনেকেই ভেবে পাচ্ছেন না, দশ টাকার নোটের এমন করুণ অবস্থা কেন! কেনই বা বাজারে ১০ টাকার নোট সেভাবে পাওয়া যাচ্ছে না!
জানা যাচ্ছে, রিজার্ভ ব্যাঙ্ক ১০ টাকার নোট ছাপানোয় রাশ টেনেছে।  ফলে নতুন নোট আর বাজারে আসছে না। পুরনো নোটই ভরসা।
জানা যাচ্ছে, রিজার্ভ ব্যাঙ্ক ১০ টাকার নোট ছাপানোয় রাশ টেনেছে। ফলে নতুন নোট আর বাজারে আসছে না। পুরনো নোটই ভরসা।
বাকি সব টাকার নোট থাকলেও ১০ টাকার নোটের বাজারে জোগান নেই। ফলে পুরনো নোটগুলি হাত ঘুরতে ঘুরতে ছেঁড়া-ফাটা হয়ে গিয়েছে।
বাকি সব টাকার নোট থাকলেও ১০ টাকার নোটের বাজারে জোগান নেই। ফলে পুরনো নোটগুলি হাত ঘুরতে ঘুরতে ছেঁড়া-ফাটা হয়ে গিয়েছে।
ভারতে নোট ছাপানোর ভার রয়েছে রিজার্ভ ব্যাঙ্ক নোট প্রিন্ট প্রাইভেট লিমিটেড এবং সিকিউরিটি প্রিন্টিং অ্যান্ড মিন্টিং কর্পোরেশন অব ইন্ডিয়ার উপর। ২০১৯-২০ অর্থবর্ষে ১৪৭ কোটি ১০ টাকার নোট ছাপানো হয়েছিল। তার পরের অর্থবর্ষে মাত্র ১২৮ কোটি ৪০ লক্ষ। ২০২১-২২ অর্থবর্ষে ৭৫ কোটি ১০ টাকার নোট ছাপানো হয়। ক্রমে ১০ টাকার নোটের সংখ্যা কমিয়ে আনা হচ্ছে।
ভারতে নোট ছাপানোর ভার রয়েছে রিজার্ভ ব্যাঙ্ক নোট প্রিন্ট প্রাইভেট লিমিটেড এবং সিকিউরিটি প্রিন্টিং অ্যান্ড মিন্টিং কর্পোরেশন অব ইন্ডিয়ার উপর। ২০১৯-২০ অর্থবর্ষে ১৪৭ কোটি ১০ টাকার নোট ছাপানো হয়েছিল। তার পরের অর্থবর্ষে মাত্র ১২৮ কোটি ৪০ লক্ষ। ২০২১-২২ অর্থবর্ষে ৭৫ কোটি ১০ টাকার নোট ছাপানো হয়। ক্রমে ১০ টাকার নোটের সংখ্যা কমিয়ে আনা হচ্ছে।
করোনার পর রিজার্ভ ব্যাঙ্ক ‘ক্লিন মানি’ প্রকল্প নেয়। তাতেও ছেঁড়া-ফাটা পুরনো নোট বাতিল হয়।
করোনার পর রিজার্ভ ব্যাঙ্ক ‘ক্লিন মানি’ প্রকল্প নেয়। তাতেও ছেঁড়া-ফাটা পুরনো নোট বাতিল হয়।
মানিকন্ট্রোলের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০ টাকার নোটের থেকে ১০ টাকার নোট তৈরিতে রিজার্ভ ব্যাঙ্কের বেশি খরচ হয়। সেটাও একটা কারণ বাজারে নতুন ১০ টাকার নোট না আসার পিছনে।
মানিকন্ট্রোলের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০ টাকার নোটের থেকে ১০ টাকার নোট তৈরিতে রিজার্ভ ব্যাঙ্কের বেশি খরচ হয়। সেটাও একটা কারণ বাজারে নতুন ১০ টাকার নোট না আসার পিছনে।

Knowledge Story: জানেন, ভারতে প্রথম কত টাকার নোট ছাপা হয়? ৫০০, হাজার কিন্তু নয়, তাহলে? চমকে যাবেন

দেশের কারেন্সি জারি করার দায়িত্ব রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (Reserve Bank Of India)-র উপর ন্যস্ত রয়েছে। সংবিধানের ধারা ২২ অনুসারে ভারতে নোট জারি করার অধিকার রিজার্ভ ব্যাংকের কাছে রয়েছে। ধারা ২৫-এ উল্লেখ রয়েছে যে নোটের ডিজাইন স্বরূপ কী হবে। রিজার্ভ ব্যাংক এবং কেন্দ্রীয় বোর্ড এর অনুশংসার ওপর বিচার করে তারপরে কেন্দ্রীয় সরকারের অনুমোদন নিতে হবে।
দেশের কারেন্সি জারি করার দায়িত্ব রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (Reserve Bank Of India)-র উপর ন্যস্ত রয়েছে। সংবিধানের ধারা ২২ অনুসারে ভারতে নোট জারি করার অধিকার রিজার্ভ ব্যাংকের কাছে রয়েছে। ধারা ২৫-এ উল্লেখ রয়েছে যে নোটের ডিজাইন স্বরূপ কী হবে। রিজার্ভ ব্যাংক এবং কেন্দ্রীয় বোর্ড এর অনুশংসার ওপর বিচার করে তারপরে কেন্দ্রীয় সরকারের অনুমোদন নিতে হবে।
স্বাধীনতার পর ২ বছর বাদে ভারত নিজের প্রথম নোট জারি করে। রিজার্ভ ব্যাংক অনুসারে স্বাধীন ভারতের প্রথম নোট ১ টাকার ছিল। এটি ১৯৪৯ সালের ঘটনা।

স্বাধীনতার পর ২ বছর বাদে ভারত নিজের প্রথম নোট জারি করে। রিজার্ভ ব্যাংক অনুসারে স্বাধীন ভারতের প্রথম নোট ১ টাকার ছিল। এটি ১৯৪৯ সালের ঘটনা।
নোটের ওয়াটারমার্ক উইন্ডোতে কিং জর্জের ছবির জায়গায় সারনাথের অশোক স্তম্ভের লায়ন ক্যাপিটালকে প্রতীক হিসেবে জারি করা হয়।
নোটের ওয়াটারমার্ক উইন্ডোতে কিং জর্জের ছবির জায়গায় সারনাথের অশোক স্তম্ভের লায়ন ক্যাপিটালকে প্রতীক হিসেবে জারি করা হয়।
ভারতীয় রিজার্ভ ব্যাংক দ্বারা জারি সবচেয়ে উচ্চমূল্যের নোট ১০ হাজার টাকার ছিল। এটি ১৯৩৮ সালে জারি করা হয়েছিল। এরপর ১৯৪৬ সালে এটিই রিজার্ভ ব্যাংক ফেরত নিয়ে নেয়।
ভারতীয় রিজার্ভ ব্যাংক দ্বারা জারি সবচেয়ে উচ্চমূল্যের নোট ১০ হাজার টাকার ছিল। এটি ১৯৩৮ সালে জারি করা হয়েছিল। এরপর ১৯৪৬ সালে এটিই রিজার্ভ ব্যাংক ফেরত নিয়ে নেয়।
১৯৫৪ সালে দ্বিতীয়বার ১০ হাজার টাকার নোট জারি করা হয়। এরপর ১৯৭৮ সালের রিজার্ভ ব্যাংক এই নোট ফেরত নিয়ে নেয়।
১৯৫৪ সালে দ্বিতীয়বার ১০ হাজার টাকার নোট জারি করা হয়। এরপর ১৯৭৮ সালের রিজার্ভ ব্যাংক এই নোট ফেরত নিয়ে নেয়।
রিজার্ভ ব্যাংক দ্বারা জারি ব্যাংক নোটের ভাষা প্যানেলে ১৫ টি ভাষা দেখা যায়। এছাড়া নোটের কেন্দ্রে প্রমুখ রূপে হিন্দি এবং ব্যাংক নোট এর পেছনে ইংরেজিতে লেখা থাকে। নোটের ভ্যালু ১৫ টি ভারতীয় ভাষায় লেখা রয়েছে।
রিজার্ভ ব্যাংক দ্বারা জারি ব্যাংক নোটের ভাষা প্যানেলে ১৫ টি ভাষা দেখা যায়। এছাড়া নোটের কেন্দ্রে প্রমুখ রূপে হিন্দি এবং ব্যাংক নোট এর পেছনে ইংরেজিতে লেখা থাকে। নোটের ভ্যালু ১৫ টি ভারতীয় ভাষায় লেখা রয়েছে।
৮ নভেম্বর ২০১৬ তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘোষণার পর ৫০০ এবং ১০০০ টাকার নোট বাতিল করে দেওয়া হয়। এর জায়গায় রিজার্ভ ব্যাংক ৫০০ এবং ২০০০  টাকার নোট জারি করেছিল। রিজার্ভ ব্যাংকের দাবি ছিল যে ২০০০ টাকার নোট ওই নোটের ভ্যালু খুব দ্রুত রিপ্লেস করে দেবে।
৮ নভেম্বর ২০১৬ তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘোষণার পর ৫০০ এবং ১০০০ টাকার নোট বাতিল করে দেওয়া হয়। এর জায়গায় রিজার্ভ ব্যাংক ৫০০ এবং ২০০০ টাকার নোট জারি করেছিল। রিজার্ভ ব্যাংকের দাবি ছিল যে ২০০০ টাকার নোট ওই নোটের ভ্যালু খুব দ্রুত রিপ্লেস করে দেবে।
যদিও রিজার্ভ ব্যাংক জানিয়েছিল যে ৩১ মার্চ ২০২৩ পর্যন্ত ৩.৬২ লাখ কোটি টাকা ভ্যালু দু হাজারের নোট সার্কুলেশনে ছিল। এই মোট নোটের circulation এর কেবল ১০.৮% অংশ ছিল।
যদিও রিজার্ভ ব্যাংক জানিয়েছিল যে ৩১ মার্চ ২০২৩ পর্যন্ত ৩.৬২ লাখ কোটি টাকা ভ্যালু দু হাজারের নোট সার্কুলেশনে ছিল। এই মোট নোটের circulation এর কেবল ১০.৮% অংশ ছিল।
দেশের ২০০০ টাকার নোট সবচেয়ে বেশি ২০১৭-১৮ সময়ে বাজারে ছিল। এই সময় বাজারে ২ হাজার টাকার ৩৩ হাজার ৬৩০ লক্ষ নোট চলছিল। এর মোট ভ্যালু ৬.৭২ লাখ কোটি টাকা ছিল।

দেশের ২০০০ টাকার নোট সবচেয়ে বেশি ২০১৭-১৮ সময়ে বাজারে ছিল। এই সময় বাজারে ২ হাজার টাকার ৩৩ হাজার ৬৩০ লক্ষ নোট চলছিল। এর মোট ভ্যালু ৬.৭২ লাখ কোটি টাকা ছিল।

Currency Rate: ডলারের থেকেও শক্তিশালী, টাকার দাম নামমাত্র! বিশ্বের সবচেয়ে দামি মুদ্রা কোন দেশের জানেন?

বাণিজ্যিক কর্মকাণ্ড এবং অর্থনৈতিক লেনদেনে সাবলীলতার দরুন মুদ্রা বিশ্ব অর্থনীতির একটি অপরিহার্য উপাদান। স্বভাবতই সবগুলো মুদ্রার মূল্যমান এক পাল্লায় পরিমাপ করা হয় না। এমনকী কিছু কিছু মুদ্রা অন্যগুলোকে ছাড়িয়ে আশ্চর্যজনক উচ্চতায় উঠে আসে। এই আকাশচুম্বী তারতম্যের কারণ কী! বর্তমান বিশ্বের সব থেকে দামি মুদ্রাই বা কোনটি জানেন?
বাণিজ্যিক কর্মকাণ্ড এবং অর্থনৈতিক লেনদেনে সাবলীলতার দরুন মুদ্রা বিশ্ব অর্থনীতির একটি অপরিহার্য উপাদান। স্বভাবতই সবগুলো মুদ্রার মূল্যমান এক পাল্লায় পরিমাপ করা হয় না। এমনকী কিছু কিছু মুদ্রা অন্যগুলোকে ছাড়িয়ে আশ্চর্যজনক উচ্চতায় উঠে আসে। এই আকাশচুম্বী তারতম্যের কারণ কী! বর্তমান বিশ্বের সব থেকে দামি মুদ্রাই বা কোনটি জানেন?
কুয়েতি দিনার: আমেরিকার এক ডলার ভারতীয় মুদ্রায় আজকের দিনে ৮২.৯৩ টাকা। এক ইউরোর মূল্য ভারতীয় মুদ্রায় প্রায় ৮৯.৯৫ টাকা এবং সেঞ্চুরি হাঁকিয়েছে পাউন্ড। বৃহস্পতিবার এক পাউন্ডের বিনিময় মূল্য ভারতীয় মুদ্রায় প্রায় ১০৫ টাকা! কিন্তু জানেন কি অধিক প্রচলিত বিদেশি মুদ্রার থেকেও অনেক বেশি দামি কোন দেশের মুদ্রা?
কুয়েতি দিনার: আমেরিকার এক ডলার ভারতীয় মুদ্রায় আজকের দিনে ৮২.৯৩ টাকা। এক ইউরোর মূল্য ভারতীয় মুদ্রায় প্রায় ৮৯.৯৫ টাকা এবং সেঞ্চুরি হাঁকিয়েছে পাউন্ড। বৃহস্পতিবার এক পাউন্ডের বিনিময় মূল্য ভারতীয় মুদ্রায় প্রায় ১০৫ টাকা! কিন্তু জানেন কি অধিক প্রচলিত বিদেশি মুদ্রার থেকেও অনেক বেশি দামি কোন দেশের মুদ্রা?
বর্তমানে বিশ্বের সবচেয়ে দামি মুদ্রা হল কুয়েতের দিনার। এই প্রতিবেদন লেখার সময় এক দিনারের মূল্য ভারতীয় মুদ্রার প্রায় ২৬৯.৫৭ টাকা। বিশ্ব জুড়ে সবচেয়ে বেশি প্রচলিত মুদ্রা আমেরিকার ডলার। কিন্তু সেই ডলারের থেকেও কয়েক গুণ দামি এই দিনার।
বর্তমানে বিশ্বের সবচেয়ে দামি মুদ্রা হল কুয়েতের দিনার। এই প্রতিবেদন লেখার সময় এক দিনারের মূল্য ভারতীয় মুদ্রার প্রায় ২৬৯.৫৭ টাকা। বিশ্ব জুড়ে সবচেয়ে বেশি প্রচলিত মুদ্রা আমেরিকার ডলার। কিন্তু সেই ডলারের থেকেও কয়েক গুণ দামি এই দিনার।
অবাক করা বিষয় হল, কুয়েতই এক সময় ভারতের টাকায় নির্ভরশীল ছিল। তখন আলাদা করে কুয়েতি দিনার ছিল না। ভারতীয় টাকাতেই সে দেশে যাবতীয় আদানপ্রদান চলত! পরবর্তীকালে ভারত সরকার অনুমোদিত গাল্ফ রুপি চালু হয়েছিল কুয়েতে। তারও অনেক পর কুয়েতি দিনার চালু হয়।
অবাক করা বিষয় হল, কুয়েতই এক সময় ভারতের টাকায় নির্ভরশীল ছিল। তখন আলাদা করে কুয়েতি দিনার ছিল না। ভারতীয় টাকাতেই সে দেশে যাবতীয় আদানপ্রদান চলত! পরবর্তীকালে ভারত সরকার অনুমোদিত গাল্ফ রুপি চালু হয়েছিল কুয়েতে। তারও অনেক পর কুয়েতি দিনার চালু হয়।
বাহারিনি দিনার: বাহারিনি দিনারের মুদ্রার দামও কিন্তু অনেক বেশি। বাহারিন একটি ছোট দেশ হলেও এটি বিশ্বের দ্বিতীয় শক্তিশালী মুদ্রা। মূলত তেল রফতানি করেই বাহারিন মুদ্রার দিক থেকে এত শক্তিশালী। দিনারের মুদ্রার কোড হল BHD। বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ মুদ্রা হওয়ার কারণে বাহারিন সারা বিশ্বের লোকেদের কাছেই অন্যতম গন্তব্য। টাকার নিরিখে এক কুয়েতি দিনারের দাম প্রায় ২২০.১০ টাকা।
বাহারিনি দিনার: বাহারিনি দিনারের মুদ্রার দামও কিন্তু অনেক বেশি। বাহারিন একটি ছোট দেশ হলেও এটি বিশ্বের দ্বিতীয় শক্তিশালী মুদ্রা। মূলত তেল রফতানি করেই বাহারিন মুদ্রার দিক থেকে এত শক্তিশালী। দিনারের মুদ্রার কোড হল BHD। বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ মুদ্রা হওয়ার কারণে বাহারিন সারা বিশ্বের লোকেদের কাছেই অন্যতম গন্তব্য। টাকার নিরিখে এক কুয়েতি দিনারের দাম প্রায় ২২০.১০ টাকা।
ওমানি রিয়াল: ওমানি রিয়াল দেশের এক্সচেঞ্জে অত্যন্ত জনপ্রিয় একটি মুদ্রা। ১৯৪০ সাল থেকে ওমান এই মুদ্রার ব্যবহার শুরু করে। তার আগে এই দেশের মুদ্রা ছিল রুপি। আর সেই কারণেই দেশের এক্সচেঞ্জে এটি অত্যন্ত জনপ্রিয়। টাকার নিরিখে এক ওমানি রিয়ালের দাম প্রায় ২১৫.৪২ টাকা।
ওমানি রিয়াল: ওমানি রিয়াল দেশের এক্সচেঞ্জে অত্যন্ত জনপ্রিয় একটি মুদ্রা। ১৯৪০ সাল থেকে ওমান এই মুদ্রার ব্যবহার শুরু করে। তার আগে এই দেশের মুদ্রা ছিল রুপি। আর সেই কারণেই দেশের এক্সচেঞ্জে এটি অত্যন্ত জনপ্রিয়। টাকার নিরিখে এক ওমানি রিয়ালের দাম প্রায় ২১৫.৪২ টাকা।
জর্দানিয়ান দিনার: জর্দানের কারেন্সি হল জর্দানিয়ান দিনার। এই দেশ কিন্তু তেল রফতানিতে খুব বেশি নির্ভর করে না। টাকার নিরিখে এক জর্দানিয়ান দিনারের দাম প্রায় ১১৬.৯৬ টাকা।
জর্দানিয়ান দিনার: জর্দানের কারেন্সি হল জর্দানিয়ান দিনার। এই দেশ কিন্তু তেল রফতানিতে খুব বেশি নির্ভর করে না। টাকার নিরিখে এক জর্দানিয়ান দিনারের দাম প্রায় ১১৬.৯৬ টাকা।
ব্রিটিশ পাউন্ড: পাউন্ড স্টার্লিং (£) বা GBP গ্রেট ব্রিটেনের মুদ্রা। এটি জার্সি, গার্নসি, আইল অফ ম্যান, দক্ষিণ জর্জিয়া এবং দক্ষিণ স্যান্ডউইচ দ্বীপপুঞ্জ, ব্রিটিশ অ্যান্টার্কটিক টেরিটরি এবং ত্রিস্তান দা কুনহারের সরকারি মুদ্রা। এটি একটি অন্যতম প্রাচীনতম মুদ্রা। বর্তমানে এক GBP -এর দাম প্রায় ১০৫.০৯ টাকা।
ব্রিটিশ পাউন্ড: পাউন্ড স্টার্লিং (£) বা GBP গ্রেট ব্রিটেনের মুদ্রা। এটি জার্সি, গার্নসি, আইল অফ ম্যান, দক্ষিণ জর্জিয়া এবং দক্ষিণ স্যান্ডউইচ দ্বীপপুঞ্জ, ব্রিটিশ অ্যান্টার্কটিক টেরিটরি এবং ত্রিস্তান দা কুনহারের সরকারি মুদ্রা। এটি একটি অন্যতম প্রাচীনতম মুদ্রা। বর্তমানে এক GBP -এর দাম প্রায় ১০৫.০৯ টাকা।