রামপুরহাট স্টেশন তো আছেই আবার তারাপীঠ রোড রেল স্টেশনও রয়েছে, অর্থাৎ আপনি ট্রেনে গেলে এই দুই স্টেশনেই নামতে পারবেন।হাওড়া বা দক্ষিণবঙ্গের যে কোনও জেলা থেকে গেলে এই দুই স্টেশনে নামতে পারবেন।আবার যেতে পারেন বাসেও।কলকাতা থেকে গেলে আপনি ধর্মতলা থেকে বাস পাবেন।এছাড়াও দক্ষিণবঙ্গের যে কোনও জেলা থেকে আপনি বাস পেয়ে যাবেন৷

Kaushiki Amavasya 2024: তারাপীঠ মহাশ্মশানে কৌশিকী অমাবস্যার দিন-রাতে কেন হয় মহাযজ্ঞ? জানুন গা ছমছম করা অজানা সত্যি

*এ বছর ও কৌশিকী আমাবস্যা পালিত হবে বীরভূমের তারাপীঠে। কৌশিকী আমাবস্যা শুরু হচ্ছে বাংলার ১৫ ভাদ্র রবিবার ভোর ৫ঃ০৭ মিনিট থেকে ১৭ ভাদ্র মঙ্গলবার সকাল ৬ঃ৩১ মিনিট পর্যন্ত। ইংরেজির ২ সেপ্টেম্বর।
*এ বছর ও কৌশিকী আমাবস্যা পালিত হবে বীরভূমের তারাপীঠে। কৌশিকী আমাবস্যা শুরু হচ্ছে বাংলার ১৫ ভাদ্র রবিবার ভোর ৫ঃ০৭ মিনিট থেকে ১৭ ভাদ্র মঙ্গলবার সকাল ৬ঃ৩১ মিনিট পর্যন্ত। ইংরেজির ২ সেপ্টেম্বর।
*আর এই অমাবস্যায় লক্ষ লক্ষ মানুষ ভিড় করেন তারাপীঠ মন্দিরের পাশাপাশি তারাপীঠের মহাশ্মশানে। এ দিন রাতে যজ্ঞ করা হয় তারাপীঠ মহাশ্মশানে। তবে এ দিন যজ্ঞ করার গুরুত্ব রয়েছে। এই বিষয়ে আমাদের জানিয়েছেন গোলক মহারাজ।
*আর এই অমাবস্যায় লক্ষ লক্ষ মানুষ ভিড় করেন তারাপীঠ মন্দিরের পাশাপাশি তারাপীঠের মহাশ্মশানে। এ দিন রাতে যজ্ঞ করা হয় তারাপীঠ মহাশ্মশানে। তবে এ দিন যজ্ঞ করার গুরুত্ব রয়েছে। এই বিষয়ে আমাদের জানিয়েছেন গোলক মহারাজ।
*অমাবস্যার এত গুরুত্বের একটি কারণ হল, তন্ত্রমতে এই অমাবস্যায় সাধনা করলে আশাতীত ফল মেলে। যারা তন্ত্র সাধনার এই কঠিন পথ ধরে এগোতে পারবেন না, তাঁরাও যদি এই দিনে মাতৃ আরাধনা করেন, তাহলে সমস্ত বিপদ কেটে যায় বলে কথিত।
*অমাবস্যার এত গুরুত্বের একটি কারণ হল, তন্ত্রমতে এই অমাবস্যায় সাধনা করলে আশাতীত ফল মেলে। যারা তন্ত্র সাধনার এই কঠিন পথ ধরে এগোতে পারবেন না, তাঁরাও যদি এই দিনে মাতৃ আরাধনা করেন, তাহলে সমস্ত বিপদ কেটে যায় বলে কথিত।
*কৌশিকী অমাবস্যার দিন তারাপীঠ মহাশ্মশানে কাঠ, ঘি এবং বেলপাতা দিয়ে পুজো করলে নিজেদের মনস্কামনা পূর্ণ হয় বলে মনে করেন ভক্তরা।
*কৌশিকী অমাবস্যার দিন তারাপীঠ মহাশ্মশানে কাঠ, ঘি এবং বেলপাতা দিয়ে পুজো করলে নিজেদের মনস্কামনা পূর্ণ হয় বলে মনে করেন ভক্তরা।
*কৌশিকী অমাবস্যার দিন তারাপীঠ মহাশ্মশানে মহাযজ্ঞ করার আগে যদি দ্বারকা নদীতে পূর্ণ স্নান করে যজ্ঞে বসলে আরও ভাল ফল পাওয়া যায়।
*কৌশিকী অমাবস্যার দিন তারাপীঠ মহাশ্মশানে মহাযজ্ঞ করার আগে যদি দ্বারকা নদীতে পূর্ণ স্নান করে যজ্ঞে বসলে আরও ভাল ফল পাওয়া যায়।