: সাপের কামড়ে প্রথমেই কি করবেন জানালেন চিকিৎসক। বর্ষার সময় সাপের উপদ্রব দেখা যায়। এই ঋতুতে সাপে কামড়ানোর মতো ঘটনা প্রায়ই শোনা যায়। বিশেষ করে গ্রাম অঞ্চলে রাতের আঁধারে ঘুমের মধ্যে অথবা খেতে খামারে কাজের মধ্যে সাপের কামড়ের ঘটনা ঘটে।

Snake Bite: সাপের ছোবল, রক্তে দ্রুত মিশে যাচ্ছে চরম বিষ, কী করবেন প্রথমেই, রইল পরামর্শ

: সাপের কামড়ে প্রথমেই কি করবেন জানালেন চিকিৎসক। বর্ষার সময় সাপের উপদ্রব দেখা যায়। এই ঋতুতে সাপে কামড়ানোর মতো ঘটনা প্রায়ই শোনা যায়। বিশেষ করে গ্রাম অঞ্চলে রাতের আঁধারে ঘুমের মধ্যে অথবা খেতে খামারে কাজের মধ্যে সাপের কামড়ের ঘটনা ঘটে।
: সাপের কামড়ে প্রথমেই কি করবেন জানালেন চিকিৎসক। বর্ষার সময় সাপের উপদ্রব দেখা যায়। এই ঋতুতে সাপে কামড়ানোর মতো ঘটনা প্রায়ই শোনা যায়। বিশেষ করে গ্রাম অঞ্চলে রাতের আঁধারে ঘুমের মধ্যে অথবা খেতে খামারে কাজের মধ্যে সাপের কামড়ের ঘটনা ঘটে।
বেশ কিছু জায়গায় আজও সাপের কামড়ে সময় মত সঠিক চিকিৎসা না পাওয়া যাওয়ার প্রতিবছর অনেক মানুষ মারাও যায়। সাপ দেখলে অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন। তবে সব সাপের কামড়ে মানুষের প্রাণনাশের সম্ভাবনা কম। ভারতবর্ষের বেশিরভাগ সাপই বিষাক্ত নয়।
বেশ কিছু জায়গায় আজও সাপের কামড়ে সময় মত সঠিক চিকিৎসা না পাওয়া যাওয়ার প্রতিবছর অনেক মানুষ মারাও যায়। সাপ দেখলে অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন। তবে সব সাপের কামড়ে মানুষের প্রাণনাশের সম্ভাবনা কম। ভারতবর্ষের বেশিরভাগ সাপই বিষাক্ত নয়।
তাই সময়মতো সাপের কামড়ের চিকিৎসা করলে অল্প সময়েই সুস্থ হওয়া সম্ভব। তবে সাপ কখনোই নিজে থেকে কামড়ায় না। এরা একটু নিরীহ প্রকৃতির প্রাণী। মূলত আত্মরক্ষার তাগিদে এরা শত্রুকে দমন এর উদ্দেশ্যে কামড়ায়। সেজন্য একটু সাবধানতা অবলম্বন করলে কিন্তু সাপের কামড় থেকে রক্ষা পাওয়া যায়।
তাই সময়মতো সাপের কামড়ের চিকিৎসা করলে অল্প সময়েই সুস্থ হওয়া সম্ভব। তবে সাপ কখনোই নিজে থেকে কামড়ায় না। এরা একটু নিরীহ প্রকৃতির প্রাণী। মূলত আত্মরক্ষার তাগিদে এরা শত্রুকে দমন এর উদ্দেশ্যে কামড়ায়। সেজন্য একটু সাবধানতা অবলম্বন করলে কিন্তু সাপের কামড় থেকে রক্ষা পাওয়া যায়।
কীভাবে সাবধানতা অবলম্বন করলে সাপের কামড় থেকে রক্ষা পাওয়া যায়। এ বিষয়ে বিশেষ পরামর্শ দিলেন চিকিৎসক এম এ সামাদ।
কীভাবে সাবধানতা অবলম্বন করলে সাপের কামড় থেকে রক্ষা পাওয়া যায়। এ বিষয়ে বিশেষ পরামর্শ দিলেন চিকিৎসক এম এ সামাদ।
সাপে কামড়ালে অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন। তবে মনে রাখতে হবে সব বিষধর সাপ সমসময়ই বাইটে বিষ ছাড়েনা। আবার কোন ব্যক্তিকে সাপে কাটলে, কোন সাপে কেটেছে চিকিৎসার ক্ষেত্রে তা জানা জরুরি নয় রং তাকে সাহস যুগিয়ে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা উচিত।
সাপে কামড়ালে অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন। তবে মনে রাখতে হবে সব বিষধর সাপ সমসময়ই বাইটে বিষ ছাড়েনা। আবার কোন ব্যক্তিকে সাপে কাটলে, কোন সাপে কেটেছে চিকিৎসার ক্ষেত্রে তা জানা জরুরি নয় রং তাকে সাহস যুগিয়ে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা উচিত।
সাধারণত গোখরো, চন্দ্রবোড়া, শঙ্খচূড়ের মতো সাপ বিষাক্ত হয়। বিষহীনদের তালিকায় রয়েছে জলঢোড়া, দাঁড়াশ।
সাধারণত গোখরো, চন্দ্রবোড়া, শঙ্খচূড়ের মতো সাপ বিষাক্ত হয়। বিষহীনদের তালিকায় রয়েছে জলঢোড়া, দাঁড়াশ।
দেশের বেশিরভাগ সাপই নির্বিষ। বিষধর সাপের প্রজাতির পরিমাণ কম। সব কামরের সাপ বিষ ঢালে না। কোন কোন সাপ ছোবল দিলে তা মারাত্মক হতে পারে বা সঠিক সময়ে চিকিৎসা না করালে প্রাণনাশও হতে পারে। একইসঙ্গে কী করণীয় এই সাপ কামড়ালে তাও জানান।
দেশের বেশিরভাগ সাপই নির্বিষ। বিষধর সাপের প্রজাতির পরিমাণ কম। সব কামরের সাপ বিষ ঢালে না। কোন কোন সাপ ছোবল দিলে তা মারাত্মক হতে পারে বা সঠিক সময়ে চিকিৎসা না করালে প্রাণনাশও হতে পারে। একইসঙ্গে কী করণীয় এই সাপ কামড়ালে তাও জানান।
গোখরো বা কেউটের কামড় বুঝতে সাধারণত কোনও অসুবিধা হয় না। প্রচণ্ড জ্বালা যন্ত্রণা, ফুলে যাওয়ার মতো উপসর্গ হয়। তবে কালাচের কামড় বোঝা যায় না। কালাচ অজান্তে বিষ ঢালে। গলা ব্যথা বা পেটে ব্যাথা, শরীর ঝিমঝিম করার মতো উপসর্গ হয়।
গোখরো বা কেউটের কামড় বুঝতে সাধারণত কোনও অসুবিধা হয় না। প্রচণ্ড জ্বালা যন্ত্রণা, ফুলে যাওয়ার মতো উপসর্গ হয়। তবে কালাচের কামড় বোঝা যায় না। কালাচ অজান্তে বিষ ঢালে। গলা ব্যথা বা পেটে ব্যাথা, শরীর ঝিমঝিম করার মতো উপসর্গ হয়।
চন্দ্রবোড়া সাপ কামড়ালে মনে হয়, কাঁটা ফুটেছে। কিন্তু সেই জায়গায় জ্বালা বা ফুলে আসার অনুভূতি হয়।
চন্দ্রবোড়া সাপ কামড়ালে মনে হয়, কাঁটা ফুটেছে। কিন্তু সেই জায়গায় জ্বালা বা ফুলে আসার অনুভূতি হয়।
চন্দ্রবোড়া সাপের কামড়ে নাক বা দাঁতের মাড়ি দিয়ে রক্ত পড়ে। সাপে কামড়ালে কোন ধরনের সাপ কামড়েছে, চিকিৎসার ক্ষেত্রে তা জানা জরুরি নয় রং তাকে সাহস যুগিয়ে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা উচিত। Input- Julfikar Molla
চন্দ্রবোড়া সাপের কামড়ে নাক বা দাঁতের মাড়ি দিয়ে রক্ত পড়ে। সাপে কামড়ালে কোন ধরনের সাপ কামড়েছে, চিকিৎসার ক্ষেত্রে তা জানা জরুরি নয় রং তাকে সাহস যুগিয়ে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা উচিত। Input- Julfikar Molla