মাছের আঁশ

Make Money From Fish Scales: জানেন কী কী কাজে লাগে মাছের আঁশ ? ফেলে দেওয়া এই জিনিস থেকে পকেটে আসবে মোটা টাকা

এবার বিকল্প আয়ের পথ দেখাতে পারে মাছের আঁশ। মাছের আঁশ সাধারণত বর্জ্য হিসেবে বিবেচনা করে ফেলে দেওয়া হয়। সেই ফেলে দেওয়া আঁশ শুকিয়ে বাজারজাত করে লাভবান হতে পারেন আপনি।
এবার বিকল্প আয়ের পথ দেখাতে পারে মাছের আঁশ। মাছের আঁশ সাধারণত বর্জ্য হিসেবে বিবেচনা করে ফেলে দেওয়া হয়। সেই ফেলে দেওয়া আঁশ শুকিয়ে বাজারজাত করে লাভবান হতে পারেন আপনি।
এই মাছের আঁশ ঠিক কি কাজে লাগে, এ নিয়ে বিস্তারিত জানিয়েছেন জীববিদ্যার শিক্ষক তথা বিশেষজ্ঞ তপন নস্কর। তিনি জানিয়েছেন, মাছের আঁশ চিকিৎসাবিজ্ঞানে কাজে লাগে।
এই মাছের আঁশ ঠিক কি কাজে লাগে, এ নিয়ে বিস্তারিত জানিয়েছেন জীববিদ্যার শিক্ষক তথা বিশেষজ্ঞ তপন নস্কর। তিনি জানিয়েছেন, মাছের আঁশ চিকিৎসাবিজ্ঞানে কাজে লাগে।
মাছের আঁশে থাকে কোলাজেন যা খাদ্য, ওষুধ, ফুড সাপ্লিমেন্ট ও কসমেটিকস শিল্পে ব্যবহার হয়। এছাড়া মাছের আঁশ ব্যাটারি তৈরি, বৈদ্যুতিক পণ্য, কৃত্রিম কর্নিয়া, মাছ ও পোলট্রির খাদ্য, ক্যাপসুল তৈরিতেও ব্যবহার করা হয়। তবে ছোট আঁশযুক্ত মাছের আঁশ কাজে লাগেনা খুব একটা।
মাছের আঁশে থাকে কোলাজেন যা খাদ্য, ওষুধ, ফুড সাপ্লিমেন্ট ও কসমেটিকস শিল্পে ব্যবহার হয়। এছাড়া মাছের আঁশ ব্যাটারি তৈরি, বৈদ্যুতিক পণ্য, কৃত্রিম কর্নিয়া, মাছ ও পোলট্রির খাদ্য, ক্যাপসুল তৈরিতেও ব্যবহার করা হয়। তবে ছোট আঁশযুক্ত মাছের আঁশ কাজে লাগেনা খুব একটা।
রুই, কাতলা ইলিশ জাতীয় মাছের আঁশ কাজে লাগে। এই আঁশ বাজার থেকে সংগ্রহ করে সেগুলিকে জলে ধুয়ে পরিষ্কার করা হয়। এরপর সেই পরিষ্কার করা আঁশগুলিকে রোদে শুকিয়ে বাজারজাত করা হয়। এই শুকনো আঁশ বিক্রি হয় ৫০ টাকা কিলো দরে।
রুই, কাতলা ইলিশ জাতীয় মাছের আঁশ কাজে লাগে। এই আঁশ বাজার থেকে সংগ্রহ করে সেগুলিকে জলে ধুয়ে পরিষ্কার করা হয়। এরপর সেই পরিষ্কার করা আঁশগুলিকে রোদে শুকিয়ে বাজারজাত করা হয়। এই শুকনো আঁশ বিক্রি হয় ৫০ টাকা কিলো দরে।
এই কাজ করে মঙ্গলা সর্দার, শ্রেয়া সর্দারের মত মহিলারা স্বনির্ভর হয়েছেন। আকাশ পরিষ্কার থাকলে একদিনের মধ্যেই আঁশ শুকনো করা যায়। ফলে প্রতিদিনের টাকা প্রতিদিনেই পাওয়া যায়। সেজন্য বিকল্প আয়ের পথ হিসাবে এই মাছের আঁশ শুকনো করার ব্যবসা কাজে লাগতে পারে অনেকটাই।
এই কাজ করে মঙ্গলা সর্দার, শ্রেয়া সর্দারের মত মহিলারা স্বনির্ভর হয়েছেন। আকাশ পরিষ্কার থাকলে একদিনের মধ্যেই আঁশ শুকনো করা যায়। ফলে প্রতিদিনের টাকা প্রতিদিনেই পাওয়া যায়। সেজন্য বিকল্প আয়ের পথ হিসাবে এই মাছের আঁশ শুকনো করার ব্যবসা কাজে লাগতে পারে অনেকটাই।