শৌচালয়

Purulia News: বাথরুমের মধ্যেই…! পুরুলিয়ার মেডিক্যাল কলেজে এ কী ঘটে গেল! প্রশ্নের মুখে নিরাপত্তা

পুরুলিয়া: পুরুলিয়া মেডিক্যাল কলেজের শৌচালয়ে এক বেসরকারি কর্মীর মদ্যপানের দৃশ্য সামনে আসতেই শৌচালয়টি বন্ধ করে দিল মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ। বেসরকারি কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে গিয়ে শৌচালয়টি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্তকে ঘিরে বিতর্ক শুরু হয়েছে বিভিন্ন মহলে।

সেই সঙ্গে ভোগান্তির শিকার হচ্ছেন রোগীর আত্মীয়রা। চিকিৎসা করাতে আসা এক রোগীর পরিবারের সদস্য রাজকুমার বলেন, “খুব অসুবিধা। ভোর চারটের সময় বাথরুম খোলে। ছোট ছোট বাথরুম। শৌচক্রিয়া করতে অসুবিধা হয়।” শৌচালয় বন্ধ রাখার ফলে একদিকে যেমন সমস্যায় পড়ছেন রোগীর বাড়ির লোকজন, তেমনই হাসপাতাল চত্বরে থাকা বিভিন্ন ক্ষুদ্র ব্যবসায়ীরাও পড়েছেন বিপাকে।

সম্প্রতি পুরুলিয়া মেডিক্যাল কলেজের আইসোলেশন ওয়ার্ড সংলগ্ন একটি সুলভ শৌচালয়ের বেসরকারি সংস্থার কর্মীকে শৌচালয়ের ভিতরে মদ্যপান করতে দেখা যায়। মহিলা শৌচালয়ের পাশে ওই কর্মীর ঘটনাকে ঘিরে হাসপাতাল চত্বরে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বড়সড় প্রশ্ন চিহ্ন দেখা দেয়। বিষয়টি প্রকাশ্যে আসতেই বেসরকারি সংস্থার কর্মীকে শোকোজ করার পাশাপাশি ওই সংস্থার কর্মীকে আপাতত বসিয়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। তবে ঘটনা প্রকাশ্যে আসার পর থেকেই শৌচালয়টি বন্ধ করে দেওয়ায় সমস্যায় পড়েছেন রোগীর আত্মীয়রা।

সরকারি হাসপাতালের পরিষেবা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই। পরিষেবার মধ্যে গলদ, অপরিষ্কার বাথরুম,এই কথাগুলো প্রত্যেকেরই কম বেশি জানা। তবে বাথরুমের পরিষেবা সম্পূর্ণরূপে বন্ধ হওয়ার নজির খুব একটা দেখা যায় না, যেটা দেখা গেল পুরুলিয়ায়।

শর্মিষ্ঠা বন্দ্যোপাধ্যায়