iPhone কিনবেন না কি কোটিপতি হবেন? সিদ্ধান্ত আপনার, রইল এর সম্পূর্ণ হিসাব

আগামী ৯ সেপ্টেম্বর নতুন iPhone মডেল লঞ্চ করতে চলেছে অ্যাপল। এটি কোম্পানির ১৬-তম সিরিজ হতে চলেছে। অর্থাৎ বাজারে আসতে চলেছে iPhone 16। যদিও সংশ্লিষ্ট কোম্পানি এই মডেলের সব ভ্যারিয়েন্টের দাম এখনও প্রকাশ করেনি। তবে এটুকু নিশ্চিত যে, এর দাম আগের মডেলের তুলনায় বেশি হতে চলেছে।
আগামী ৯ সেপ্টেম্বর নতুন iPhone মডেল লঞ্চ করতে চলেছে অ্যাপল। এটি কোম্পানির ১৬-তম সিরিজ হতে চলেছে। অর্থাৎ বাজারে আসতে চলেছে iPhone 16। যদিও সংশ্লিষ্ট কোম্পানি এই মডেলের সব ভ্যারিয়েন্টের দাম এখনও প্রকাশ করেনি। তবে এটুকু নিশ্চিত যে, এর দাম আগের মডেলের তুলনায় বেশি হতে চলেছে।
iPhone 16 নিয়ে এই যুগের তরুণ-তরুণীদের মধ্যে এক ধরনের উন্মাদনা কাজ করছে। ফলে প্রথম চাকরি পাওয়ার সঙ্গে সঙ্গেই তরুণ সম্প্রদায় নিজেদের iPhone কেনার স্বপ্ন পূরণ করেন। তবে আজকের প্রতিবেদনে আমরা একটি আশ্চর্যজনক বিষয় নিয়ে কথা বলছি।
iPhone 16 নিয়ে এই যুগের তরুণ-তরুণীদের মধ্যে এক ধরনের উন্মাদনা কাজ করছে। ফলে প্রথম চাকরি পাওয়ার সঙ্গে সঙ্গেই তরুণ সম্প্রদায় নিজেদের iPhone কেনার স্বপ্ন পূরণ করেন। তবে আজকের প্রতিবেদনে আমরা একটি আশ্চর্যজনক বিষয় নিয়ে কথা বলছি।
আসলে কেউ যদি আইফোন কেনার পরিবর্তে এই অর্থ বিনিয়োগ করেন, তাহলে আর তাঁকে কোটিপতি হওয়া থেকে কেউ আটকাতে পারবেন না।ভারতে iPhone বিক্রির দিকে নজর দিলে পুরো বিষয়টিই পরিষ্কার হয়ে যাবে।
আসলে কেউ যদি আইফোন কেনার পরিবর্তে এই অর্থ বিনিয়োগ করেন, তাহলে আর তাঁকে কোটিপতি হওয়া থেকে কেউ আটকাতে পারবেন না।
ভারতে iPhone বিক্রির দিকে নজর দিলে পুরো বিষয়টিই পরিষ্কার হয়ে যাবে।
২০২৩-২৪ সালে শুধুমাত্র ভারতেই অ্যাপলের বিক্রি ৩৩ শতাংশ বেড়ে গিয়েছে। যার পরিমাণ দাঁড়িয়েছিল ৬৭ হাজার কোটি টাকায়। এর মধ্যে অর্ধেকেরও বেশি পরিমাণ হচ্ছে iPhone বিক্রির হিসাব।
২০২৩-২৪ সালে শুধুমাত্র ভারতেই অ্যাপলের বিক্রি ৩৩ শতাংশ বেড়ে গিয়েছে। যার পরিমাণ দাঁড়িয়েছিল ৬৭ হাজার কোটি টাকায়। এর মধ্যে অর্ধেকেরও বেশি পরিমাণ হচ্ছে iPhone বিক্রির হিসাব।
উদাহরণস্বরূপ, যদি আমরা এই পরিসংখ্যানের দিকে তাকাই, তাহলে ধরতে হবে যে, গত বছর ৩৩.৫ হাজার কোটি টাকার iPhone কেনা হয়েছিল। স্পষ্টতই তরুণদের মধ্যে iPhone-এর উন্মাদনা ক্রমাগত বাড়ছে।
উদাহরণস্বরূপ, যদি আমরা এই পরিসংখ্যানের দিকে তাকাই, তাহলে ধরতে হবে যে, গত বছর ৩৩.৫ হাজার কোটি টাকার iPhone কেনা হয়েছিল। স্পষ্টতই তরুণদের মধ্যে iPhone-এর উন্মাদনা ক্রমাগত বাড়ছে।
বর্তমানে, বাজারে উপলব্ধ iPhone 15-এর সেরা মডেল iPhone 15 Pro Max (1 TB)-এর দাম ১,৮৯,৪০০ টাকা।যেখানে iPhone 15 Pro-এর দাম ১,৭৯, ৯০০ টাকা।

বর্তমানে, বাজারে উপলব্ধ iPhone 15-এর সেরা মডেল iPhone 15 Pro Max (1 TB)-এর দাম ১,৮৯,৪০০ টাকা।যেখানে iPhone 15 Pro-এর দাম ১,৭৯, ৯০০ টাকা।
টাকা কোথায় বিনিয়োগ করতে হবে?ধরা যাক, একজন যুবক ২৫ বছর বয়সে চাকরি পেয়েছেন এবং তিনি iPhone-এর শীর্ষ মডেলটি কিনতে চান। কিন্তু তিনি আপাতত একটি সস্তা ফোন দিয়ে কাজ চালানোর সিদ্ধান্ত নিলেন এবং iPhone কেনার টাকা মিউচুয়াল ফান্ডে একগুচ্ছ স্কিমে বিনিয়োগ করে দিলেন। তাহলে ৬০ বছর বয়সে অবসর নেওয়ার সময় এই অর্থেই তিনি কোটিপতি হয়ে উঠবেন।
টাকা কোথায় বিনিয়োগ করতে হবে?
ধরা যাক, একজন যুবক ২৫ বছর বয়সে চাকরি পেয়েছেন এবং তিনি iPhone-এর শীর্ষ মডেলটি কিনতে চান। কিন্তু তিনি আপাতত একটি সস্তা ফোন দিয়ে কাজ চালানোর সিদ্ধান্ত নিলেন এবং iPhone কেনার টাকা মিউচুয়াল ফান্ডে একগুচ্ছ স্কিমে বিনিয়োগ করে দিলেন। তাহলে ৬০ বছর বয়সে অবসর নেওয়ার সময় এই অর্থেই তিনি কোটিপতি হয়ে উঠবেন।
কীভাবে কোটিপতি হওয়া যাবে?ধরা যাক, ২৫ বছর বয়সে কেউ একটি মিউচুয়াল ফান্ডে একক ভাবে ১,৮৯,৪০০ টাকা বিনিয়োগ করছেন। এর উপর চক্রবৃদ্ধি সুদের সুবিধা মিলবে। অতএব, ১০ বছরেরও বেশি সময়ের মধ্যে এই জাতীয় স্কিমগুলি সহজেই ১২ শতাংশ বার্ষিক রিটার্ন এনে দেবে। এইভাবে অবসর গ্রহণ পর্যন্ত ৩৫ বছর ধরে এই অর্থের উপর সুদ পেতে থাকবেন। এই সময়ের মধ্যে সুদের পরিমাণ হবে ৯৮,১০,৮৪৮ টাকা এবং আপনার ১,৮৯,৪০০ টাকার বিনিয়োগ বেড়ে হয়ে যাবে ১ কোটি ২৪৮ টাকা।
কীভাবে কোটিপতি হওয়া যাবে?
ধরা যাক, ২৫ বছর বয়সে কেউ একটি মিউচুয়াল ফান্ডে একক ভাবে ১,৮৯,৪০০ টাকা বিনিয়োগ করছেন। এর উপর চক্রবৃদ্ধি সুদের সুবিধা মিলবে। অতএব, ১০ বছরেরও বেশি সময়ের মধ্যে এই জাতীয় স্কিমগুলি সহজেই ১২ শতাংশ বার্ষিক রিটার্ন এনে দেবে। এইভাবে অবসর গ্রহণ পর্যন্ত ৩৫ বছর ধরে এই অর্থের উপর সুদ পেতে থাকবেন। এই সময়ের মধ্যে সুদের পরিমাণ হবে ৯৮,১০,৮৪৮ টাকা এবং আপনার ১,৮৯,৪০০ টাকার বিনিয়োগ বেড়ে হয়ে যাবে ১ কোটি ২৪৮ টাকা।
এখন আমরা ধরে নিই যে, কেউ টপ মডেলের পরিবর্তে iPhone-এর দ্বিতীয় টপ মডেলের অর্থ অর্থাৎ ১,৭৯, ৯০০ টাকা বিনিয়োগ করছেন। তাহলে ৩৫ বছর বয়সে তিনি ৯৩১৮৭৫২ টাকা সুদ হিসেবে পাবেন এবং তাঁর মোট বিনিয়োগের পরিমাণ বেড়ে পৌঁছে যাবে প্রায় ৯৫ লক্ষ টাকার কাছাকাছি।
এখন আমরা ধরে নিই যে, কেউ টপ মডেলের পরিবর্তে iPhone-এর দ্বিতীয় টপ মডেলের অর্থ অর্থাৎ ১,৭৯, ৯০০ টাকা বিনিয়োগ করছেন। তাহলে ৩৫ বছর বয়সে তিনি ৯৩১৮৭৫২ টাকা সুদ হিসেবে পাবেন এবং তাঁর মোট বিনিয়োগের পরিমাণ বেড়ে পৌঁছে যাবে প্রায় ৯৫ লক্ষ টাকার কাছাকাছি।