RG Kar murder case: আর জি করের গেটের সামনে ধুন্ধুমার! পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বিক্ষোভকারীদের, বিপাকে রোগীরা

কলকাতা:  রাজনীতির জায়গা নেই। “পলিটিকাল পার্টি গো ব্যাক” ‌স্লোগান দিয়ে গেট আটকে বিক্ষোভ আর জি করের ডাক্তারি পড়ুয়াদের। তুমুল বচসা এবং তর্কাতর্কিতে উত্তপ্ত মেডিক্যাল কলেজ চত্বর। পুলিশদের রুখে দিলেন পড়ুয়ারা। সব মিলিয়ে ব্যাপক উত্তেজনা আর জি করের সামনে।বিক্ষোভকারীদের মধ্যে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের মুক্তির দাবিতেও আর এক দফা বিক্ষোভ শুরু হয়েছে।

বিক্ষোভের ছবি শহরের অন্যান্য মেডিক্যাল কলেজ থেকে শুরু করে জেলার হাসপাতালগুলিতেও। এনআরএসের ডাক্তারি পড়ুয়ারা গ্রেফতার হওয়া ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি চান। ঘটনার সিবিআই তদন্ত চেয়ে মৌলালি মোড়ে অবস্থান বিক্ষোভ দেখাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। ৪৮ ঘন্টার জন্য কর্মবিরতির ডাক দিয়েছেন এনআরএস-এর ডাক্তারি পড়ুয়ারা। আপাতত জরুরি বিভাগ ছাড়া কোন পরিষেবা মিলবে না। আগামী সোমবারের মধ্যে গ্রেফতার হওয়া ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি এবং ক্যাম্পাসে নিরাপত্তার দাবি না মানা হয় তাহলে আরও বৃহত্তর আন্দোলনে নামার ডাক দিলেন এনআরএস ডাক্তারি পড়ুয়ারা।

অন্যদিকে, ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে আউটডোর পরিষেবা সম্পূর্ণ বন্ধ। নবীন চিকিৎসকরা রোগী দেখা বন্ধ করেজরুরি বিভাগের সামনে জমায়েত হয়েছেন। আরজি করের ঘটনার প্রতিবাদে সমস্ত অপারেশন বন্ধ ন্যাশনাল মেডিক্যাল কলেজেও।

আরও পড়ুন- স্বাদ বাড়ি বসেই! এই ভাবে বানিয়ে ফেলুন চিকেন রেজালা, হাত চাটবেন

শুধু শহর কলকাতায় নয়, জেলার বিভিন্ন মেডিক্যাল কলেজ এবং হাসপাতালেও শুরু হয়েছে বিক্ষোভ।  বর্ধমান মেডিক্যাল কলেজ থেকে শুরু করে বাঁকুড়া সম্মেলনী সর্বত্র দেখা যাচ্ছে প্রতিবাদের আঁচ।

ডাক্তারি ছাত্রীকে হাসপাতালের বিশ্রামকক্ষে ধর্ষণ করে খুন করা হয়েছে, এমনই অভিযোগ পরিবারের। ঘটনায় অভিযুক্ত সন্দেহে ২৪ ঘণ্টার মধ্যেই সঞ্জয় রায় নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। তবে সেই ব্যক্তিই খুন করেছে কিনা তা এখনও প্রমাণিত নয়। তদন্তের খাতিরে আরও অনেককেই জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।