Tag Archives: Doctors Protest

RG Kar Junior Doctors Protest: সুপ্রিম নির্দেশনামায় ‘আশ্বাস’, কাজে ফিরছেন জুনিয়র চিকিৎসকেরা! কবে…? জিবি-তেই সিদ্ধান্ত!

নয়াদিল্লি: শীর্ষ আদালতকে আস্বস্ত করে কাজে ফিরছেন জুনিয়র ডাক্তারেরা। সুপ্রিম কোর্টে জানালেন ইন্দিরা জয়সিং। এই বিষয়ে জেনারেল বডি মিটিংয়েই হবে সিদ্ধান্ত এমনটাই জানানো হল শীর্ষ আদালতকে। অর্থাৎ কাজে যোগদানের সময় ও দিনক্ষণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে জিবি বৈঠকের পরেই।

জুনিয়র চিকিৎসকদের পক্ষ থেকে জানানো হয়েছে, জিবি বৈঠকের তারিখের ওপর কর্মবিরতি প্রত্যাহারের দিনক্ষণ নির্দিষ্ট হবে। সুপ্রিম নির্দেশনামায় ‘আশ্বাস’ থাকায় দ্রুত কাজে ফেরার বিষয়ে সদর্থক মনোভাব স্পষ্ট করেছেন জুনিয়র চিকিৎসকেরা।

আরও পড়ুন: ‘কর্মবিরতি’ চলবে…? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর বড় ঘোষণা জুনিয়র চিকিৎসকদের

ডাক্তারদের নিরাপত্তায় কী কী পদক্ষেপ আদালতকে এদিন জানান রাজ্যের আইনজীবী কপিল সিবাল। রাজ্য আদালতে জানিয়েছে, রাজ্যের সব হাসপাতালে ডাক্তারদের জন্য শৌচাগার, বিশ্রাম কক্ষ, সিসি ক্যামেরা লাগানো হবে। চিকিৎসকদের ডিউটি রুমে নিরাপত্তা দেওয়ার কথাও জানানো হয়েছে। হাসপাতালে চিকিৎসকদের নিরাপত্তায় কী কী পদক্ষেপ করা হয়েছে, সেই বিষয়ে রিপোর্ট দিয়েছেন রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম।

RG Kar Protest: তিলোত্তমার ‘বিচার’ চেয়ে মুষ্টিবদ্ধ হাতে স্টকহোমের রাস্তায় বাঙালিদের সঙ্গে স্থানীয়রাও

'তিলোত্তমা'-কে ন্যায় বিচার পাইয়ে দিতে কলকাতার সঙ্গে এক এক‌ইরকম সরব স্টকহোম। সেখানেও উঠল প্রতিবাদের ঝড়।
‘তিলোত্তমা’-কে ন্যায় বিচার পাইয়ে দিতে কলকাতার সঙ্গে এক এক‌ইরকম সরব স্টকহোম। সেখানেও উঠল প্রতিবাদের ঝড়।
ইউরোপের সচ্ছল দেশ সুইডেনের রাজধানী স্টকহোম। সেই শীতের দেশেও মানুষকে নাড়িয়ে দিয়েছে কলকাতার আরজি কর হাসপাতালের অভ্যন্তরে কর্তব্যরত মহিলা চিকিৎসকের উপর নৃশংস অত্যাচার ও হত্যার ঘটনা। সেখানেও 'জাস্টিস' চেয়ে পথে নেমেছে মানুষ।
ইউরোপের সচ্ছল দেশ সুইডেনের রাজধানী স্টকহোম। সেই শীতের দেশেও মানুষকে নাড়িয়ে দিয়েছে কলকাতার আরজি কর হাসপাতালের অভ্যন্তরে কর্তব্যরত মহিলা চিকিৎসকের উপর নৃশংস অত্যাচার ও হত্যার ঘটনা। সেখানেও ‘জাস্টিস’ চেয়ে পথে নেমেছে মানুষ।
সুইডেনে বসবাসরত প্রবাসী বাঙালি ও ভারতীয়দের পাশাপাশি বহু স্থানীয় বাসিন্দাও এই প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন।
সুইডেনে বসবাসরত প্রবাসী বাঙালি ও ভারতীয়দের পাশাপাশি বহু স্থানীয় বাসিন্দাও এই প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন।
ইংরেজিতে লেখা পোস্টারের পাশাপাশি বাংলাতে লেখা ন্যায় বিচারের দাবিতে বেশ কিছু পোস্টার-প্ল্যাকার্ড দেখা যায়।
ইংরেজিতে লেখা পোস্টারের পাশাপাশি বাংলাতে লেখা ন্যায় বিচারের দাবিতে বেশ কিছু পোস্টার-প্ল্যাকার্ড দেখা যায়।
দ্রুত বিচার করে প্রকৃত অপরাধীদের ধরে কঠোর শাস্তি দেওয়ার দাবি উঠল সুদূর সুইডেনে। সেখানেও মানুষ আরজি কর কাণ্ডের প্রতিক্রিয়ায় কার্যত স্তম্ভিত হয়ে পড়েছে।
দ্রুত বিচার করে প্রকৃত অপরাধীদের ধরে কঠোর শাস্তি দেওয়ার দাবি উঠল সুদূর সুইডেনে। সেখানেও মানুষ আরজি কর কাণ্ডের প্রতিক্রিয়ায় কার্যত স্তম্ভিত হয়ে পড়েছে।
বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে আরজি করের মর্মান্তিক ঘটনা এবং তার প্রতিক্রিয়ায় বাংলাব্যাপী তীব্র জন-আন্দোলন। তাতে আন্দোলিত পৃথিবীর আরও বহু দেশ।
বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে আরজি করের মর্মান্তিক ঘটনা এবং তার প্রতিক্রিয়ায় বাংলাব্যাপী তীব্র জন-আন্দোলন। তাতে আন্দোলিত পৃথিবীর আরও বহু দেশ।

RG Kar Protest: মার্কিন মুলুকে জায়গায় জায়গায় বাংলায় প্ল্যাকার্ড! ‘জাস্টিস’ চেয়ে সরব প্রতিবাদ

ভারতের গণ্ডি ছাড়িয়ে ইউরোপ থেকে আমেরিকা সর্বত্র আরজি কর কাণ্ডে 'জাস্টিস' চেয়ে পথে নামল মানুষ।
ভারতের গণ্ডি ছাড়িয়ে ইউরোপ থেকে আমেরিকা সর্বত্র আরজি কর কাণ্ডে ‘জাস্টিস’ চেয়ে পথে নামল মানুষ।
আরজি কর কাণ্ডের প্রতিবাদে কল্লোলিনী কলকাতা গোটা বিশ্বের কাছে প্রতিবাদ নগরী হিসেবে আর‌ও একবার পরিচিত হয়ে উঠেছে। রাজ্যের পাশাপাশি দেশ তো বটেই, এমনকি বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব হয়েছেন। অনাবাসী বাঙালিদের পাশাপাশি তাঁরাও গ্লোবাল প্রটেস্ট ডে-তে ন্যায়বিচার চেয়ে পথে নেমেছেন।
আরজি কর কাণ্ডের প্রতিবাদে কল্লোলিনী কলকাতা গোটা বিশ্বের কাছে প্রতিবাদ নগরী হিসেবে আর‌ও একবার পরিচিত হয়ে উঠেছে। রাজ্যের পাশাপাশি দেশ তো বটেই, এমনকি বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব হয়েছেন। অনাবাসী বাঙালিদের পাশাপাশি তাঁরাও গ্লোবাল প্রটেস্ট ডে-তে ন্যায়বিচার চেয়ে পথে নেমেছেন।
মার্কিন মুলকের ফ্রিস্কো থেকে সুইজারল্যান্ডের জুরিখ, লন্ডন থেকে নিউইয়র্ক সর্বত্র প্ল্যাকার্ড, ছবি হাতে প্রতিবাদে সামিল হতে দেখা যায় আমজনতাকে।
মার্কিন মুলকের ফ্রিস্কো থেকে সুইজারল্যান্ডের জুরিখ, লন্ডন থেকে নিউইয়র্ক সর্বত্র প্ল্যাকার্ড, ছবি হাতে প্রতিবাদে সামিল হতে দেখা যায় আমজনতাকে।
শুধু বাঙালিরা নয়, আমেরিকা, ইউরোপ, আফ্রিকা সহ পৃথিবীর প্রায় ১০০ টি দেশের বিভিন্ন শহরে প্রতিবাদে সামিল হন জনগণ।
শুধু বাঙালিরা নয়, আমেরিকা, ইউরোপ, আফ্রিকা সহ পৃথিবীর প্রায় ১০০ টি দেশের বিভিন্ন শহরে প্রতিবাদে সামিল হন জনগণ।
ন্যায় বিচারের দাবিতে বিভিন্ন জায়গায় ইংরেজির পাশাপাশি মাতৃভাষা বাংলাতেও প্ল্যাকার্ড লিখে আরজি করের মৃত চিকিৎসকের ন্যায় বিচারের দাবি জানায় মানুষ।
ন্যায় বিচারের দাবিতে বিভিন্ন জায়গায় ইংরেজির পাশাপাশি মাতৃভাষা বাংলাতেও প্ল্যাকার্ড লিখে আরজি করের মৃত চিকিৎসকের ন্যায় বিচারের দাবি জানায় মানুষ।
আমেরিকার বিভিন্ন জায়গায় মোমবাতি জ্বেলে, প্ল্যাকার্ড তুলে ধরে গান শ্লোগানে সরব প্রতিবাদ জানিয়েছেন অনাবাসী বাঙালিরা। তাঁদের সেই প্রতিবাদে স্থানীয় মার্কিনীদের অনেকেও যোগ দেন।
আমেরিকার বিভিন্ন জায়গায় মোমবাতি জ্বেলে, প্ল্যাকার্ড তুলে ধরে গান শ্লোগানে সরব প্রতিবাদ জানিয়েছেন অনাবাসী বাঙালিরা। তাঁদের সেই প্রতিবাদে স্থানীয় মার্কিনীদের অনেকেও যোগ দেন।

RG Kar Protest: বিচারে দেরি নিয়ে বিলেতেও পোস্টার! বাঙালির হাত ধরে গ্লোবাল প্রোটেস্টে নজির

বিলেতকে প্রতিবাদের নতুন ভাষা শেখাল বাঙালি। তা ছড়িয়ে পড়ল ইউরোপের দেশে দেশে
বিলেতকে প্রতিবাদের নতুন ভাষা শেখাল বাঙালি। তা ছড়িয়ে পড়ল ইউরোপের দেশে দেশে
আরজি কর কাণ্ডের প্রতিবাদে কল্লোলিনী কলকাতা গোটা বিশ্বের কাছে প্রতিবাদ নগরী হিসেবে আর‌ও একবার পরিচিত হয়ে উঠেছে। রাজ্যের পাশাপাশি দেশ তো বটেই, এমনকগ দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব হয়েছে বিশ্বের অন্যান্য দেশের মানুষও।
আরজি কর কাণ্ডের প্রতিবাদে কল্লোলিনী কলকাতা গোটা বিশ্বের কাছে প্রতিবাদ নগরী হিসেবে আর‌ও একবার পরিচিত হয়ে উঠেছে। রাজ্যের পাশাপাশি দেশ তো বটেই, এমনকগ দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব হয়েছে বিশ্বের অন্যান্য দেশের মানুষও।
সুইডেনের স্টকহোম, কানাডার মন্ট্রিল বা ব্রিটেনের পিটারবরো, সর্বত্রই গ্লোবাল প্রটেস্টে সামিল হন সেখানে বসবাসরত বাঙালিরা।
সুইডেনের স্টকহোম, কানাডার মন্ট্রিল বা ব্রিটেনের পিটারবরো, সর্বত্রই গ্লোবাল প্রটেস্টে সামিল হন সেখানে বসবাসরত বাঙালিরা।
শুধু বাঙালিরা নয়, সুইডেন, কানাডা, ব্রিটেনের বহু স্থানীয় বাসিন্দাও আরজি কর কাণ্ডে 'জাস্টিস' চেয়ে প্রতিবাদে যোগ দেন।
শুধু বাঙালিরা নয়, সুইডেন, কানাডা, ব্রিটেনের বহু স্থানীয় বাসিন্দাও আরজি কর কাণ্ডে ‘জাস্টিস’ চেয়ে প্রতিবাদে যোগ দেন।
ন্যায় বিচারের দাবিতে বিভিন্ন জায়গায় ইংরেজির পাশাপাশি মাতৃভাষা বাংলাতেও প্ল্যাকার্ড লিখে নিয়ে এসেছিলেন বহু অনাবাসী বাঙালি। সকলের একটাই দাবি, দ্রুত বিচার চাই।
ন্যায় বিচারের দাবিতে বিভিন্ন জায়গায় ইংরেজির পাশাপাশি মাতৃভাষা বাংলাতেও প্ল্যাকার্ড লিখে নিয়ে এসেছিলেন বহু অনাবাসী বাঙালি। সকলের একটাই দাবি, দ্রুত বিচার চাই।
বিলেতের পিটারবরোতে এক কিশোর প্ল্যাকার্ডে ইংরেজিতে লিখে এনেছিল, "ন্যায় বিচার বিলম্বিত হওয়া মানে বিচার থেকে বঞ্চিত হওয়া"!
বিলেতের পিটারবরোতে এক কিশোর প্ল্যাকার্ডে ইংরেজিতে লিখে এনেছিল, “ন্যায় বিচার বিলম্বিত হওয়া মানে বিচার থেকে বঞ্চিত হওয়া”!

RG Kar case doctors protest: রহস্যের জট কাটবে কবে? চাপ বাড়াতে সিজিও থেকে স্বাস্থ্য ভবন অভিযানে চিকিৎসকরা

কলকাতা: আরজি কাণ্ডে এখনও দেশজুড়ে চলছে প্রতিবাদ। তদন্ত কলকাতা পুলিশের হাত থেকে গিয়েছে সিবিআইয়ের হাতে। সিবিআই সেই অনুযায়ী আরজি করের প্রাক্তন অধ্যক্ষকে টানা জিজ্ঞাসাবাদও করছে। চিকিৎসকরা এবার তাঁদের আন্দোলন নিয়ে গেলেন সিজিও কমপ্লেক্সে।

মঙ্গলবারই আরজি কর কাণ্ডের প্রতিবাদে সিজিও কমপ্লেক্সে অভিযানের কর্মসূচি ছিল চিকিৎসকদের। কিন্তু একই দিনে এবিভিপির কর্মসূচি থাকায় ডাক্তারদের প্রতিবাদ অনুষ্ঠিত হয়েছে বুধবার। বুধবার সেই মতো চিকিৎসকরা সিজিও কমপ্লেক্স থেকে স্বাস্থ্য ভবন অভিযান করেন। দ্রুত বিচারের দাবি এবং প্রকৃত অপরাধীদের গ্রেফতারের দাবিতে এই দিন প্রতিবাদে অংশ নিয়েছিলেন চিকিৎসকরা।

আরও পড়ুন: মেট্রোয় স্বল্পবসনা নারীর ভিডিও করছিলেন যুবক! নজরে পড়তেই শাস্তি দিলেন মহিলা, দেখুন ভিডিও

চিকিৎসকদের আরজি কর অভিযানকে কেন্দ্র করেই কড়া নিরাপত্তায় ঘিরে ফেলা হয় সিজিও কমপ্লেক্স চত্বর। এদিন এই প্রতিবাদ কর্মসূচী আয়োজিত হয়েছিল ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তারস ফ্রন্টের উদ্যোগে। বিচারের পাশাপাশি প্রতিবাদীদের অভিযোগ গত দু’দিন ধরে আরজি করে আসছেন না বর্তমান অধ্যক্ষ। আরজি কর কাণ্ডের রেশ যে এত সহজে কাটবে না এবং চিকিৎসকরা যে বিচার না পাওয়া পর্যন্ত হাল ছাড়বেন না তা বোঝাই যাচ্ছে। অন্যদিকে, বৃহস্পতিবার আরজি কর কাণ্ড নিয়ে সুপ্রিম কোর্টে তদন্ত রিপোর্ট জমা দিতে হবে সিবিআইকে।

আরও পড়ুন: তিনতলা থেকে মাথায় ভেঙে পড়ল এসির ইউনিট! মৃত্যু কিশোরের, দেখুন ভয়ঙ্কর ভিডিও

পাশাপাশি বুধবার থেকেই আরজি কর নিয়ে শ্যামবাজারে ধরনায় বসতে চলেছে বিজেপি। পাশাপাশি বৃহস্পতিবার  স্বাস্থ্য ভবন অভিযানে নামবে বঙ্গ বিজেপি।

RG Kar Doctor Murder Impact: গানে-নাটকে আরজি কর কাণ্ডে ‘জাস্টিস’ চাইলেন ওঁরা, দেখুন ভিডিও

বীরভূম: এই মুহূর্তে সাধারণ মানুষের কন্ঠে একটাই কথা শোনা যাচ্ছে, ‘আরজি কর কান্ডের সঠিক বিচার’। আরজি কর কাণ্ডের প্রতিবাদে লাগাতার বিভিন্ন প্রতিবাদ কর্মসূচি পালিত হচ্ছে। জারি রয়েছে বিক্ষোভ এবং মিছিল। বাড়ি ছেড়ে পথে নেমে এসেছে সাধারণ মানুষ। আসল দোষীদের শাস্তির দাবিতে রাত দখলের লড়াইয়ের জন্য পথে নেমেছেন শহর থেকে শুরু করে গ্রামগঞ্জের মহিলারা। রাত্রিতে মহিলাদের সুরক্ষা দিতে হবে, এই দাবি নিয়ে কখনও মশাল মিছিল, কখনও আবার মৌন মিছিল হচ্ছে। অনেকেই মোমবাতি নিয়েও মিছিল করছেন।

আরজিকর কাণ্ডের প্রভাব পড়েছে বীরভূম জেলাতেও। এখানকার মল্লারপুরে এক অন্য ধরনের প্রতিবাদ মিছিল দেখা গেল। মল্লারপুরের বাহিনা মোড়ে নাটক এবং গানের মধ্য দিয়ে প্রতিবাদে সরব হলেন এলাকার যুবক এবং যুবতীরা। কেউ হাতে গিটার নিয়ে প্রতিবাদ মূলক গান গাইলেন, আবার অন্যদিকে মহিলারা পথ নাটকের মধ্য দিয়ে প্রতিবাদ জানান। এই প্রতিবাদ মিছিলে প্রায় কয়েক হাজার মানুষ অংশ নিয়েছিলেন।

আরও পড়ুন: নিরাপত্তার বালাই নেই, জেলার এই হাসপাতালের অবস্থা জানলে শিউরে উঠবেন!

বাহিনা মোড়ের প্রতিবাদ মিছিলের মাধ্যমে বার্তা দেওয়া হয় সকল পুরুষ ধর্ষক হয় না। অন্যদিকে নাটকের মাধ্যমে দেখানো হয় কীভাবে নারীদের উপর অত্যাচার করা হয়। সংবাদ মাধ্যমে নাম প্রকাশে অনিচ্ছুক এক মহিলা জানান, স্বাধীন ভারতেও নারীরা আজ সুরক্ষিত নয়। সন্ধের পরে কার্যত ঘর থেকে বেরোতে ভয় পাচ্ছেন বাড়ির মহিলারা। বাড়ির মেয়ে যতক্ষন বাড়ি না ফিরছেন ততক্ষণ চিন্তায় থাকছেন বাড়ির সদস্যরা। তাই অবিলম্বে আসল দোষীদের গ্রেফতার করে নারীদের সুরক্ষিত করতে হবে। আর এমন শাস্তি দিতে হবে যেন আর কেউ এমন কাজ করার সাহস না পায়।

সৌভিক রায়

Malda Medical College: চিকিৎসকদের পর কর্মবিরতিতে অস্থায়ী কর্মীরা, চরম অচলাবস্থা মালদহ মেডিকেলে

মালদহ: গত প্রায় দেড় মাস ধরে হচ্ছে না বেতন।‌ এদিকে ঠিকা সংস্থা পরিবর্তন হতেই কাজ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। বিষয়টি বহুবার হাসপাতাল কর্তৃপক্ষকে জানিয়েও সুরাহা মেলেনি। শেষে একপ্রকার বাধ্য হয়ে কর্ম বিরতি পথে হাঁটলেন মালদহ মেডিকেল কলেজের চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মীরা। ফলে চিকিৎসা পরিষেবা নিয়ে অচলাবস্থা তৈরি হয়েছে।

মালদহ মেডিকেল কলেজ হাসপাতালের ট্রমা সেন্টার ভবনের চুক্তিভিত্তিক অস্থায়ী স্বাস্থ্য কর্মীরা কর্মবিরতির মধ্য দিয়ে বেতনের দাবিতে আন্দোলন শুরু করেছেন। এমনিতেই আরজি কর কাণ্ডের প্রতিবাদে রাজ্য জুড়ে চলছে জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি। তার ওপর অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মীদের এই কর্মবিরতি জেরে চিকিৎসা পরিষেবা কার্যত লাটে ওঠার যোগাড়।

আরও পড়ুন: স্বাস্থ্য ক্ষেত্রের এই টালমাটাল পরিস্থিতিতে টোটোপাড়ার ভরসা বিজ্ঞান সুব্বা

মালদহ মেডিকেল কলেজের আন্দোলনকারী অস্থায়ী কর্মী সুমন দাস বলেন, প্রায় দেড় মাস ধরে আমরা বেতন পাচ্ছি না। পুরনো ঠিকা সংস্থা টেন্ডার ছেড়ে দিয়েছে। নতুন ঠিকা সংস্থা কাজ দেওয়ার জন্য টাকা চাইছে। বিষয়টি আমরা হাসপাতাল কর্তৃপক্ষকে জানিয়েছি। তারপরও সমস্যার সমাধান না হওয়ায় আমরা আন্দোলন শুরু করেছি।

মালদহ মেডিকেল কলেজের ট্রমা কেয়ার ইউনিটে প্রায় ১৪৮ জন চুক্তি ভিত্তিক অস্থায়ী কর্মী রয়েছেন। সাফাই কর্মী থেকে শুরু করে নিরাপত্তারক্ষী ও ওয়ার্ড বয় হিসাবে তাঁরা কর্মরত। প্রায় দেড় মাস আগে পূর্ববর্তী ঠিক সংস্থার চুক্তি শেষ হয়। এরপর নতুন একটি সংস্থা টেন্ডার পায়। নতুন ঠিকা সংস্থার পক্ষ থেকে পুরাতন কর্তব্যরত কর্মীদের কাছ থেকে কাজ দেওয়ার জন্য অতিরিক্ত টাকা চাওয়া হচ্ছে বলে অভিযোগ।

হরষিত সিংহ

RG Kar Protest: আরজি করের নৃশংসতার বিরুদ্ধে আগুন হাতে মহিলারা! দেখুন ভিডিও

বীরভূম: গত ১৪ অগস্ট নারীদের উদ্যোগে ‘রাত্রি দখল’ কর্মসূচির মধ্য দিয়ে যেন দাবানলের জ্বালামুখ খুলে গিয়েছে। তারপর থেকে বাংলার প্রতিটি জেলাতেই আরজি কর কাণ্ডের ন্যায়বিচার চেয়ে একের পর এক প্রতিবাদ কর্মসূচি পালিত হচ্ছে। সেই প্রতিবাদের দ্বিতীয় পর্যায়ের কর্মসূচিতে এবার মশাল নিয়ে সামিল হলেন বীরভূমের তারাপীঠ এবং রামপুরহাট সংলগ্ন এলাকার বাসিন্দারা।

রবিবার রাতে বৃষ্টিকে উপেক্ষা করে আরজি কর কাণ্ডের দোষীদের শাস্তির দাবিতে প্রতিটি নারী মিছিলে পা মেলান। এছাড়াও তারাপীঠ সাগর মোড় থেকে একটি মিছিলের আয়োজন করা হয়। শহর ছাড়িয়ে গ্রামগঞ্জের মহিলারাও এই মিছিলে যোগদান করেন। মিছিলে অংশগ্রহণ করা হাজার হাজার সাধারণ মানুষের একটাই স্লোগান, ‘মেয়েরা রাতের দখল নাও’। আর এই প্রতিবাদে একই স্লোগান দিয়ে এদিন পথে নামেন রাজগ্রাম ও নলহাটি এলাকার অনেকেই।

আর‌ও পড়ুন: দৃষ্টিহীনদের রাখিতেও আরজি কর!

আবার সেদিন বিকেলেই ‘মেয়েরা রাতের দখল নাও’ এই কর্মসূচিতে রামপুরহাট শহরের পাঁচমাথা মোড়ে একত্রিত হন শহরের বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের পড়ুয়ারা। প্রায় কয়েকশো পড়ুয়া এই মিছিলে অংশগ্রহণ করেন এবং একত্রিত হয়ে জনসমক্ষে পথসভা করেন, বক্তব্য রাখেন আন্দোলনকারীরা। আন্দোলনে অংশগ্রহণকারী পর্ণলতা হাজরা, প্রিয়াঙ্কা কুন্ডু, শ্রেয়সী মুখার্জি এবং শ্রেয়া দে জানান আরজি করের ঘটনার পরে তাঁরা প্রত্যেকে নিজ নিজ ক্ষেত্রে নিরাপত্তার অভাববোধ করছেন। তাই এই পরিস্থিতিতে তাঁরা দ্রুত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সৌভিক রায়

RG Kar Case – doctors transfer: রাজ্যে বহু চিকিৎসককে বদলির নির্দেশ! আরজি কর কাণ্ডের আবহে বদলি ঘিরে প্রশ্ন ডাক্তারদের একাংশের

কলকাতা: আরজি কর কাণ্ডের আবহেই এবার চিকিৎসকদের বদলির নির্দেশ স্বাস্থ্য দফতরের। কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন মেডিকেল কলেজগুলি থেকে মোট ৪৩ জন চিকিৎসকের বদলির নির্দেশিকা জারি করা হয়েছে।

আরজি করে চিকিৎসক ধর্ষণ এবং খুনের অভিযোগে উত্তাল গোটা দেশ। টানা আন্দোলন করছেন রাজ্যের চিকিৎসকরাও। এই আবহেই একসঙ্গে ৪৩ জন চিকিসকের বদলি নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন চিকিৎসকদেক একাংশ। চিকিৎসক স্বাতী ভট্টাচার্য, প্রণীতা তরফদার, অনিরুদ্ধ সেনগুপ্তের মতো বেশ কিছু চিকিৎসক আন্দোলনকারী চিকিৎসকদের প্রতি সহমর্মিতা জ্ঞাপন করায় তাদের ক্ষেত্রে প্রতিহিংসার বশবর্তী হয়েই বদলি করা হয়েছে বলে একাংশের অভিযোগ।

আরও পড়ুন: সাপের বিষে প্রাণ যায় বহু প্রাণীর, কিন্তু উটকে খাওয়ানো হয় বিষাক্ত সাপ, কারণ জানলে চমকে উঠবেন

বদলি হওয়া চিকিৎসকদের মধ্যে, কলকাতার বিভিন্ন মেডিক্যাল কলেজের ১১ জন চিকিৎসককে উত্তরবঙ্গ-সহ অন্যত্র বদলি করা হয়েছে। মোট ৪৩ জন চিকিৎসককে বদলির নির্দেশিকা রাজ্যের বিভিন্ন জায়গায়। চিকিৎসকদের বদলি নিয়ে বিস্ফোরক ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাকশান কমিটির পশ্চিমবঙ্গ শাখার চেয়ারম্যান চিকিৎসক সৌরভ দত্ত।

আরও পড়ুন: ভারতের ১ টাকা মানে এই দেশের ৫০০, ইতিহাস সমৃদ্ধ এই দেশে ঘুরতে গেলে বিপুল লাভ

চিকিৎসক সৌরভ দত্ত বলেন, “এটা হতে পারে রুটিন বদলি, আবার হতে পারে এটা সত্যিই প্রতিহিংসার কারণে। বিগত কয়েক বছর ধরে কিছু মানুষের স্বার্থসিদ্ধির জন্য এই ঘটনা ঘটেছে, তাই প্রশ্ন উঠছে। বারবার যখন ডাক্তারদের মনে সন্দেহের অবকাশ হচ্ছে সেটা স্বাস্থ্য প্রশাসনের সর্বোচ্চ স্তরে বিশ্লেষণ করা উচিত”।

RG Kar Incident Impact: অষ্টম দিনেও আন্দোলন জারি, হাসপাতালে এসে ফিরে যাচ্ছেন রোগীরা! দেখুন ভিডিও

বীরভূম: আরজি কর কাণ্ডের বিচার চেয়ে রাজ্যজুড়ে লাগাতার আন্দোলন চলছে। আন্দোলন জারি রেখেছেন সরকারি হাসপাতালের জুনিয়ার চিকিৎসকরা’ও। আরজি করের মহিলা চিকিৎসকের মর্মান্তিক মৃত্যুর ঘটনাকে সামনে রেখে অষ্টম দিনে পড়ল রামপুরহাট মেডিকেল কলেজের চিকিৎসকদের কর্মবিরতি।

চিকিৎসকদের এই টানা কর্মবিরতির ফলে চরম বিপাকে পড়েছেন চিকিৎসা করাতে আসা রোগীরা। ইনডোরের চিকিৎসা পরিষেবা কার্যত নেই বলেই অভিযোগ রোগীদের। আউটডোর পরিষেবা আন্দোলনের চারদিন পর খুলে দেওয়া হলেও জুনিয়ার চিকিৎসকদের অবস্থান বিক্ষোভের ফলে ঠিকভাবে চিকিৎসা পরিষেবা মিলছে না বলে দাবি করছেন রোগীরা।

আর‌ও পড়ুন: ফেলে দেওয়া বীজ, রঙিন কাগজ দিয়ে কী সব বানাচ্ছে পড়ুয়ারা! জানলে চমকে উঠবেন

প্রসঙ্গত, আরজিকর কাণ্ডের প্রতিবাদে চার দিন ধরে বন্ধ করে রাখা হয়েছিল রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের আউটডোর পরিষেবা। পঞ্চম দিন থেকে এই পরিষেবা চালু করে দেওয়া হয়। যদিও হাসপাতালের আউটডোরে পরিষেবা চালু করে দেওয়া হলেও রামপুরহাট মেডিকেল কলেজের ডাক্তারি পড়ুয়ারা কিন্তু কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন। তাঁরা জানিয়েছেন, দোষীদের শাস্তি না হওয়া পর্যন্ত তাঁরা কর্মবিরতি পালন করে যাবেন। তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি মনে করে তাহলে হাসপাতালের আউটডোর পরিষেবা চালু রাখতেই পারে এবং ডাক্তারি পড়ুয়াদের দাবি না মানা হলে তাঁরা কর্মবিরতি পালন করবেন।

এদিন অষ্টম দিন আন্দোলন জারি রেখেছেন জুনিয়ার চিকিৎসকরা। সকালের দিকে কিছুক্ষণ খোলা হলেও পরে বন্ধ করে দেওয়া হয় বহির্বিভাগ। যদিও রামপুরহাট হাসপাতালের এক চিকিৎসক জানান, এমন কোনও ঘটনা ঘটেনি। সকাল থেকে ঠিকভাবেই আউটডোর পরিষেবা এবং তার সঙ্গে এমারজেন্সি পরিষেবা চালু রয়েছে। যেহেতু আজকে শনিবার, সেই কারণে ধাপে ধাপে চিকিৎসা চলছে।

অন্যদিকে মল্লারপূর থেকে চিকিৎসা করাতে আসা এক রোগী জানান, সকাল থেকে আউটডোর কিছুক্ষণ চালু থাকলেও হঠাৎ টিকিট দেওয়া বন্ধ করে দেয়। পাঁচ দিন আগেও তিনি চিকিৎসা করাতে এসে এমনই সমস্যার সম্মুখীন হয়েছিলেন।

সৌভিক রায়