ডায়মন্ড হারবার আদালত

South 24 Parganas News: পছন্দ হয়নি রায়! ডায়মন্ড হারবারে বিচারকদের শিক্ষা দিতে আবাসনে দুষ্কৃতী দৌরাত্ম্য 

ডায়মন্ড হারবার: একটি শিশু নিগ্রহ মামলার রায় পছন্দ হয়নি! সেজন্য বিচারকদের ‘ক্ষতি’ করতে আবাসনে দুষ্কৃতী হামলার অভিযোগ তুললেন ডায়মন্ড হারবার আদালতের তিন বিচারক। ইতিমধ্যে আলিপুর জেলা জজকে নিজেদের নিরাপত্তার অভাব উল্লেখ করে সেই কথা জানিয়েছেন ওই তিন বিচারক। তার পরিপ্রেক্ষিতে হাই কোর্টের রেজিস্টারকে চিঠি দিয়েছেন জেলা জজ। অভিযোগ পেয়ে ডায়মন্ড হারবার অতিরিক্ত জেলা জজের আদালত থেকে ঘুরে গেলেন জেলা জজ। সঙ্গে ছিলেন, ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার, মহকুমা শাসক-সহ অন্যান্য আধিকারিকরা।

আরও পড়ুন: কাজ শেষ হলেও হচ্ছেনা মেরামত, জলের পাইপ ডেকে আনছে বিপদ

এর সঙ্গে একটি পুলিশ কর্মী জড়িত থাকার মত গুরুতর অভিযোগ উঠেছে। অভিযুক্ত পুলিশকর্মীকে শোকজ করা হয়েছে। তার পরিপ্রেক্ষিতে হাই কোর্টের রেজিস্টারকে চিঠি দিয়েছেন জেলা জজ। এই অভিযোগ পেয়ে ডায়মন্ড হারবার অতিরিক্ত জেলা জজের আদালত থেকে ঘুরে গেলেন জেলা জজ। সঙ্গে ছিলেন, ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার, মহকুমা শাসক-সহ অন্যান্য আধিকারিকরা। অভিযুক্ত পুলিশকর্মীকে শোকজ করা হয়েছে।

আরও পড়ুন:  সুন্দরবনকে বাঁচাতে প্রায় পঞ্চাশ হাজার গাছের বীজ রোপন সাংসদের

সূত্রের খবর ৮ সেপ্টেম্বর রাত সাড়ে ১১টার সময় আবাসনের গেটে পাহারায় থাকা এক হোমগার্ড জানান, এক পুলিশকর্মী এক বিচারকের আবাসনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে ২ ব্যক্তিকে পাঠিয়েছেন। তিনি ঢুকতে বাধা দিলে রাত দেড়টা নাগাদ মুখে কাপড় বাঁধা ২ দুষ্কৃতী আবাসন পাহারার দায়িত্বে থাকা হাউস গার্ডদের কাছে আবাসনের ভিতরে ঢোকার অনুমতি চায়। কিন্তু বিচারকের প্রাণের ঝুঁকি হতে পারে এই আশঙ্কায় হাউস গার্ডরা তাদের অনুমতি দেননি। এই ঘটনায় সঠিক পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন ডায়মন্ড হারবার পুলিশ জেলায় পুলিশ কর্মকর্তারা।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

নবাব মল্লিক