গরুমারা জাতীয় উদ্যান

Dooars Trip: নববর্ষ বা গরমের ছুটিতে ডুয়ার্স যাচ্ছেন? রইল সেরা ৫ অফবিট জায়গার খোঁজ, মুগ্ধ হবেন সৌন্দর্যে

*নিউ জলপাইগুড়িতে ট্রেন থেকে নেমে গাড়ি ধরে চলে যেতে পারবেন গাজলডোবা পর্যটনকেন্দ্রে। সুন্দর থাকার ব্যবস্থা রয়েছে সেখানে। বিভিন্ন ধরনের তিস্তার মাছের স্বাদে মন ভরে যাবে। তারপর থেকেই ডুয়ার্স ভ্রমণ শুরু।
*নিউ জলপাইগুড়িতে ট্রেন থেকে নেমে গাড়ি ধরে চলে যেতে পারবেন গাজলডোবা পর্যটনকেন্দ্রে। সুন্দর থাকার ব্যবস্থা রয়েছে সেখানে। বিভিন্ন ধরনের তিস্তার মাছের স্বাদে মন ভরে যাবে। তারপর থেকেই ডুয়ার্স ভ্রমণ শুরু।/caption]

বসন্তের হালকা বৃষ্টিতে ডুয়ার্স এখন ঘন সবুজে ঢেকে গিয়েছে! কচি সবুজ পাতা ভরা গাছগাছালি সহ মনমুগ্ধ করা পরিবেশ রয়েছে লাটাগুড়ির। ‌যেতে পারেন এখানেও। করতে পারেন জঙ্গল সাফারি। বসন্তের হালকা বৃষ্টিতে ডুয়ার্স এখন ঘন সবুজে ঢেকে গিয়েছে! কচি সবুজ পাতা ভরা গাছগাছালি সহ মনমুগ্ধ করা পরিবেশ রয়েছে লাটাগুড়ির। ‌যেতে পারেন এখানেও। করতে পারেন জঙ্গল সাফারি।

*লাটাগুড়িতে একরাত্রি থাকার পর আপনি ঘুরতে চলে যেতে পারেন রামসাই এলাকায় । দেখা মিলতে পারে এক শৃঙ্গ গন্ডারের।
*লাটাগুড়িতে একরাত্রি থাকার পর আপনি ঘুরতে চলে যেতে পারেন রামসাই এলাকায় । দেখা মিলতে পারে এক শৃঙ্গ গন্ডারের।
*উত্তরে এসে ডুয়ার্সের মাটি, জঙ্গলের ঘ্রাণের সঙ্গে পাহাড়ের ঢাল বেয়ে উঠে চা বাগান ছুঁয়ে পৌছে যান মেটেলি হয়ে সামসিং।
*উত্তরে এসে ডুয়ার্সের মাটি, জঙ্গলের ঘ্রাণের সঙ্গে পাহাড়ের ঢাল বেয়ে উঠে চা বাগান ছুঁয়ে পৌছে যান মেটেলি হয়ে সামসিং।
*ডুয়ার্সের মাটিতে এসে অবশ্যই পা রাখুন উত্তর-পূর্ব ভারতের অন্যতম প্রাচীন শৈবতীর্থ জল্পেশ মন্দির। ঘুরে দেখতে পারেন এই শৈবতীর্থ।
*ডুয়ার্সের মাটিতে এসে অবশ্যই পা রাখুন উত্তর-পূর্ব ভারতের অন্যতম প্রাচীন শৈবতীর্থ জল্পেশ মন্দির। ঘুরে দেখতে পারেন এই শৈবতীর্থ।
*জাতীয় সড়কের পাশে ডুয়ার্সের জঙ্গলের মধ্যে অবস্থিত পানবাড়ি। বনবস্তির বাসিন্দাদের সঙ্গে দেখা করে, চাপরামারি ওয়াইল্ড লাইফ সাংচুয়ারিতে গণ্ডারের জলপান দেখে, নির্মীয়মাণ চিন সীমান্ত পর্যন্ত যাওয়ার পথ ধরে ঘুরে আসুন এক অন্য জগতে।
*জাতীয় সড়কের পাশে ডুয়ার্সের জঙ্গলের মধ্যে অবস্থিত পানবাড়ি। বনবস্তির বাসিন্দাদের সঙ্গে দেখা করে, চাপরামারি ওয়াইল্ড লাইফ সাংচুয়ারিতে গণ্ডারের জলপান দেখে, নির্মীয়মাণ চিন সীমান্ত পর্যন্ত যাওয়ার পথ ধরে ঘুরে আসুন এক অন্য জগতে।