বাগানের ড্রাগন ফল ভাঙা হচ্ছে

Dragon Fruit Cultivation: নামে ড্রাগন! এই ফলে লুকিয়ে পুষ্টির ভাণ্ডার, বাজার ধরে নিচ্ছে তাই চাষ করে হন মালামাল

মালদহ: বন্ধুর কাছে চাষে অনুপ্রেরণা। এক বছরেই ড্রাগন চাষ করে লাভবান মালদহের কৃষক। সিজনে রোজগার করছেন প্রায় লক্ষাধিক টাকা। ভাল মানের ড্রাগন ফলিয়ে এখনও তিনি সফল ড্রাগন চাষী। শুধুমাত্র মালদহ নয়, তার বাগানের ড্রাগন কলকাতা শিলিগুড়ি সহ পার্শ্ববর্তী রাজ্য বিহারে যাচ্ছে। পাইকারি ২৫০ থেকে ৩০০ টাকা কেজি দরে বিক্রি করছেন ড্রাগন।

ড্রাগন চাষি পরিমল রাজবংশী বলেন, বন্ধুর কাছ থেকে ড্রাগন চাষের অনুপ্রেরণা পায়। এক বিঘা জমিতে চাষ করছি। গত বছর থেকে চাষ শুরু করেছি। গত বছর ভাল লাভ হয়েছিল। এবছর আরও বেশি ফলন হয়েছে।

আরও পড়ুন – IPL Big News: বদলে যাবে আইপিএলের খোলনলচে! বোর্ডের সঙ্গে দলের মেগা বৈঠকের আগেই সব ফাঁস, রইল লেটেস্ট আপডেট

মালদহের গাজোল ব্লকের বাসিন্দা পরিমল রাজবংশী। গাজোল ব্লকের পাশেই পুরাতন মালদহের তাঁর চাষের জমি রয়েছে। সেখানেই একবিঘা জমিতে গতবছর থেকে ড্রাগন চাষ শুরু করেন। প্রথম বছর ভাল লাভ হয়েছিল। এক বিঘা জমিতে প্রায় ৩২০০ ড্রাগন গাছ রয়েছে।গত বছরের তুলনায় এবার ফলন ভাল পাচ্ছেন। মরশুমের শুরুতেই বাজারে দাম ভাল পাচ্ছেন। এক বছর ড্রাগন চাষ করে তিনি স্বনির্ভর হয়েছেন। উন্নত প্রজাতির ড্রাগন চাষ করছেন তিনি, তাই ফলন ভাল মিলছে।

অধিক ফলনের ফলে বেশি লাভবান হচ্ছেন তিনি। এমনকি সম্পূর্ণ জৈব পদ্ধতিতে এই কাজ করছেন। যার ফলে ফলের গুণগত মান ভাল হচ্ছে। তার জমিতে চাষ করা ড্রাগনের বাজারে চাহিদা ভাল থাকছে। নিজে চাষ করার পাশাপাশি কেউ যদি ড্রাগন চাষে আগ্রহ প্রকাশ করেন তাদেরকেও সহযোগিতা করে থাকেন গাজলের এই ড্রাগন চাষী।