Helmet: বনধে মাথা বাঁচাতে ভরসা হেলমেট! ‘শিরস্ত্রাণ’ পড়েই বাস চালাচ্ছেন NBSTC-র চালকরা

উত্তর দিনাজপুর: আরজি কর কাণ্ডে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নবান্ন অভিযানে পুলিশি অত্যাচারের অভিযোগ। ১২ ঘণ্টার বাংলা বনধের ডাক বিজেপির। যদিও উত্তর দিনাজপুর জেলায় তেমন প্রভাব পড়েনি।

সকাল থেকেই ছোট বড় গাড়ি চলাচল করছে। তবে বনধ ধর্মঘটীদের হামলার হাত থেকে বাঁচতে অভিনব উদ্যোগ নিয়েছে রাজ্যের পরিবহন দফতর। বাস চালকদের দেওয়া হয়েছে হেলমেট। সকাল থেকে ইসলামপুর শহরের উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাসগুলি ড্রাইভারদের হেলমেট দেওয়া হচ্ছে।

আরও পড়ুনSandip Ghosh-CBI: সিবিআই-এর কাছে সন্দীপের ১২ দিন পার, তদন্ত কতদূর? চমকে দিয়ে আজ কার হবে পলিগ্রাফ টেস্ট?

ইসলামপুরে এনবিএসটিসির সমস্ত ড্রাইভারদের হেলমেট পড়েই বাস চালাতে দেখা যাচ্ছে। ড্রাইভার মিঠুন দাস বলেন, বিগতদিনে বহু খারাপ অভিজ্ঞতা সম্মুখীন হতে হয়েছে।বনধ মানেই বাস চালানোর ক্ষেত্রে সমস্যা। বন্ধের দিন প্রায় সময় পাথর দিয়ে গাড়ি ভাঙচুর করা হয়। তাই বাইরে থেকে কোন ঢিল পড়লে যাতে কোন রকম বিপদের সম্মুখীন না হতে হয় সেই জন্যই ডিপোর নির্দেশে তারা হেলমেট পড়ে গাড়ি চালাচ্ছেন

পিয়া গুপ্তা