Tag Archives: Bandh

Nadia News: জেলা জুড়ে মিশ্র প্রতিক্রিয়া বিজেপির ডাকা ১২ ঘন্টা বাংলা বন্‌ধে

নদিয়া: সম্প্রতি আরজি কর কাণ্ডের বিচার চেয়ে গতকাল নবান্ন অভিযানের ডাক দেয় পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ। এই অভিযানে পুলিশি নির্যাতনের প্রতিবাদে বিজেপি বুধবার ১২ ঘণ্টার বনধের ডাক দেয় রাজ‍্যজুড়ে।

একদিকে বনধ সর্বাত্মক করে তুলতে সকাল থেকেই বিজেপি সাংসদ জগন্নাথ সরকার এবং বিভিন্ন মণ্ডলের সভাপতিরা যেমন রেলস্টেশন, জাতীয় সড়ক, বিভিন্ন বাজার পথের পাশের দোকানদারদের অনুরোধ জানাতে গিয়েছিলেন। যদিও সর্বক্ষেত্রেই যে পরিস্থিতি অনুকূলে ছিল এমন নয়।

আরও পড়ুন: ছবিতে আছে ৪ জন লোক, ৩ জনকে দেখতে পাচ্ছেন, চতুর্থ জন কোথায় লুকিয়ে বলুন তো? জিনিয়াসরাই পারবে ১০ সেকেন্ডে খুঁজতে

সংসদের কথা অনুযায়ী রেলওয়ের যে সীমানার মধ্যে জিআরপি কিংবা আরপিএফ থাকার কথা সে জায়গায় পশ্চিমবঙ্গ পুলিশের জেলা আধিকারিকরা সমস্ত হাজির, তাকে রেল অবরোধ থেকে বিরত রাখার জন্য। সংসদের অভিযোগ, ‘‘তৃণমূল ছাত্র পরিষদের কলকাতায় মিটিং থাকার জন্যই শাসক দলকে খুশি করতে তৎপর পুলিশ প্রশাসন।’’

রেল অবরোধ চলাকালীন সুদীপ বিশ্বাস নামে এক ছাত্রনেতার অভিযোগ, তিনি কাজে যেতে পারছেন না বলে বনধের পালনকারীদের কাছে প্রশ্ন করতে গেলে রোষের মুখে পড়েন বিজেপি কর্মী সমর্থকদের। তাঁর দাবি সাংসদের নির্দেশেই তাকে মারধর করা হয়েছে। এ বিষয়ে তৃণমূল কংগ্রেস ঊর্ধ্বতন নেতৃত্বকে তিনি জানাবেন বলেই জানিয়েছেন। যদিও এ বিষয়ে বিজেপির পক্ষ থেকে দায় অস্বীকার করা হয়েছে।

আরও পড়ুন: উল্টো চাল শুরু হবে বৃহস্পতির! কপাল খুলে যাবে ৩ রাশির, ধনসম্পদে উপচে পড়বে ঘর, সৌভাগ‍্যের সেরা সময়

জানানো হয়েছে যেখানে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে এই বনধপালিত হচ্ছে সেখানে নিজেকে বিতর্কিত করে নিজের দল এবং বিরোধী দলের কাছে গুরুত্বপূর্ণ বাড়ানোর অপচেষ্টা করেছে সে, সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসন ব্যবস্থা নিয়েছে।

অন্যদিকে বেলঘড়িয়া দুই নম্বর পঞ্চায়েতের ঘোড়ালিয়াএলাকায় বিজেপি নেতৃত্ব নির্মল বিশ্বাস এবং প্রাক্তন উপপ্রধান বিপ্লব প্রামানিককে মারধর করা হয়েছে স্থানীয় তৃণমূল পঞ্চায়েত প্রধান বর্ণালী বর্মন এবং বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী উপস্থিত থাকা কালীন। তারা অভিযোগ করে বলেন মানুষ স্বতঃস্ফূর্ত বনধ পালন করলেও বাড়ি থেকে ডেকে নিয়ে এসে দোকান খোলার চেষ্টা করছে তৃণমূল প্রধান বর্ণালী বর্মন, আর সেই কথা বলতে গিয়েই তার ওপর চড়াও হয় তার দল বল।

আরও পড়ুন: জিন্স প‍্যান্টে কেন থাকে এই ‘ছোট্ট পকেট’? রোজই পরেন, তাও ৯৯% লোকজনই জানেন না, আসল কারণ শুনলে চমকে যাবেন

যদিও এ বিষয়ে বর্ণালী বর্মন বলেন, “সকালবেলাতেও বাজার করতে এসে দেখে গিয়েছি সমস্ত কিছু খোলা। কিন্তু হঠাৎই জোর করে বিজেপি কর্মী সমর্থকরা দোকানদারদের ভয় দেখিয়ে বনধ পালন করতে বাধ্য করছে। তাই তাদের অভয়দানের জন্য ঘটনাস্থলে উপস্থিত হয়েছি। মারধরের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।” সুতরাং বলা যেতে পারে গোটা জেলা জুড়ে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেল বিজেপির ডাকা বনধের।

Mainak Debnath

Helmet: বনধে মাথা বাঁচাতে ভরসা হেলমেট! ‘শিরস্ত্রাণ’ পড়েই বাস চালাচ্ছেন NBSTC-র চালকরা

উত্তর দিনাজপুর: আরজি কর কাণ্ডে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নবান্ন অভিযানে পুলিশি অত্যাচারের অভিযোগ। ১২ ঘণ্টার বাংলা বনধের ডাক বিজেপির। যদিও উত্তর দিনাজপুর জেলায় তেমন প্রভাব পড়েনি।

সকাল থেকেই ছোট বড় গাড়ি চলাচল করছে। তবে বনধ ধর্মঘটীদের হামলার হাত থেকে বাঁচতে অভিনব উদ্যোগ নিয়েছে রাজ্যের পরিবহন দফতর। বাস চালকদের দেওয়া হয়েছে হেলমেট। সকাল থেকে ইসলামপুর শহরের উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাসগুলি ড্রাইভারদের হেলমেট দেওয়া হচ্ছে।

আরও পড়ুনSandip Ghosh-CBI: সিবিআই-এর কাছে সন্দীপের ১২ দিন পার, তদন্ত কতদূর? চমকে দিয়ে আজ কার হবে পলিগ্রাফ টেস্ট?

ইসলামপুরে এনবিএসটিসির সমস্ত ড্রাইভারদের হেলমেট পড়েই বাস চালাতে দেখা যাচ্ছে। ড্রাইভার মিঠুন দাস বলেন, বিগতদিনে বহু খারাপ অভিজ্ঞতা সম্মুখীন হতে হয়েছে।বনধ মানেই বাস চালানোর ক্ষেত্রে সমস্যা। বন্ধের দিন প্রায় সময় পাথর দিয়ে গাড়ি ভাঙচুর করা হয়। তাই বাইরে থেকে কোন ঢিল পড়লে যাতে কোন রকম বিপদের সম্মুখীন না হতে হয় সেই জন্যই ডিপোর নির্দেশে তারা হেলমেট পড়ে গাড়ি চালাচ্ছেন

পিয়া গুপ্তা

State Government Employee Must Attendance: বুধবার অনুপস্থিত থাকলেই ‘শোকজ’! বিজেপির ডাকা বনধের পরে নির্দেশিকা অর্থ দফতরের

কলকাতা: আগামিকাল রাজ্যে বনধ হবে না, জানিয়ে দিয়েছেন আলাপন বন্দ্যোপাধ্যায়। এ বার রাজ্যের অর্থ দফতর থেকেও এল নির্দেশিকা। সরকারি কর্মীদের কেউ যদি বুধবার অনুপস্থিত থাকেন তাহলে তাঁকে শোকজ করা হবে। আজ যাঁরা ছুটিতে আছেন, কাল তাঁদের কাজে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই মর্মে এক বিবৃতি জারি করা হয়েছে রাজ্যের অর্থ দফতর থেকে।

আরও পড়ুন- বনধ হবে না রাজ্যে, বাংলাকে সচল রাখতে হবে! সাফ জানালেন আলাপন

বুধবার ১২ ঘণ্টার বাংলা বনধের ডাক দিয়েছিল বিজেপি৷ এ দিন নবান্ন অভিযানের পর এই ঘোষণা করেছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার৷ বনধকে সর্বাত্মক করার আহবান জানিয়েছেন তিনি৷ যদিও সেই আহ্বান নস্যাৎ করে আলাপন জানালেন, সরকার এই বন্ধ মানবে না। আগামিকাল সারা রাজ্যে জনজীবন স্বাভাবিক থাকবে বলেই ঘোষণা আলাপনের।

আরও পড়ুন- মমতার কালীঘাটের বাড়ির পাহারায় বিশাল পুলিশবাহিনী! বন্ধ রাস্তা, আক্রমণের উপায় নেই

বুধবার সকাল ৬টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত বাংলা বনধের ডাক দিয়েছে বিজেপি৷ নবান্ন অভিযানে সাধারণ মানুষের উপর পুলিশের লাঠিচার্জ এবং বলপ্রয়োগের প্রতিবাদে এই বনধ। যদিও আলাপনের নির্দেশ, সরকারি কর্মীদের আগামিকাল অফিসে আসতেই হবে। দোকানপাটো থাকবে খোলা। তাঁর কথায়, “সরকার নিরাপত্তা, আইনানুগ ব্যবস্থা করবে। ক্ষতি হলে সরকার সেদিকটাও দেখবে।”

আজ মঙ্গলবার যেমন নেট পরীক্ষা ছিল, আগামিকালও সকাল ৯’টা থেকে ১২টা ও দুপুর ৩টে থেকে ৬টা দুটি ধাপে ইউজিসি নেট পরীক্ষা আছে। ইকোনমিকস সহ একাধিক বিষয়ের পরীক্ষা রয়েছে বুধবার। এ নিয়েও চিন্তা প্রকাশ করেন আলাপন।

আলাপন বলেন, “আজ সারাদিন ধরে রাজ্যে দফায় দফায় অশান্তির চেষ্টা হয়েছে। রাজ্য সরকারের তরফে ছাত্রদের প্রতি সহমর্মিতা আছে। সিবিআই-এর কাছে তদন্ত ভার আছে। কিন্তু আজ মহানগরকে ও কাল বাংলাকে স্তব্ধ করার যে চেষ্টা, তা অসমর্থন যোগ্য।” এর পরই তিনি জানিয়ে দেন, পশ্চিমবঙ্গ সরকার জানাচ্ছে যে আগামিকাল বনধ মানা হবে না।

আলাপন বলেন, “সকলকে অনুরোধ বনধ মেনে নেবেন না। বনধ তথা আন্দোলনের নামে সাধারণ মানুষের জনজীবন স্তব্ধ করা বেআইনি। রাজ্য সরকারের সব দফতর খোলা থাকবে। কারও কোনও ক্ষতি হলে সরকার দেখবে। প্রাইভেট বাস-সহ সবার প্রতি অনুরোধ থাকবে। বাংলা কে সচল রাখতে হবে। পুলিশ আজ যথা সাধ্য শান্ত থাকছে। কাল জনজীবন স্বাভাবিক থাকবে।”

Alapan Bandyopadhyay on BJP Bandh: বনধ হবে না রাজ্যে, বাংলাকে সচল রাখতে হবে! সাফ জানালেন আলাপন

কলকাতা: বনধ হবে না! সাফ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়। আগামিকাল, বুধবার ১২ ঘণ্টার বাংলা বনধের ডাক দিয়েছিল বিজেপি৷ এ দিন নবান্ন অভিযানের পর এই ঘোষণা করেছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার৷ বনধকে সর্বাত্মক করার আহবান জানিয়েছেন তিনি৷ যদিও সেই আহ্বান নস্যাৎ করে আলাপন জানালেন, সরকার এই বন্ধ মানবে না। আগামিকাল সারা রাজ্যে জনজীবন স্বাভাবিক থাকবে বলেই ঘোষণা আলাপনের।

আরও পড়ুন- মমতার কালীঘাটের বাড়ির পাহারায় বিশাল পুলিশবাহিনী! বন্ধ রাস্তা, আক্রমণের উপায় নেই

বুধবার সকাল ৬টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত বাংলা বনধের ডাক দিয়েছে বিজেপি৷ নবান্ন অভিযানে সাধারণ মানুষের উপর পুলিশের লাঠিচার্জ এবং বলপ্রয়োগের প্রতিবাদে এই বনধ। যদিও নবান্নের তরফে আলাপন জানান, সরকারি কর্মীদের আগামিকাল অফিসে আসতেই হবে। দোকানপাটও থাকবে খোলা। তাঁর কথায়, “সরকার নিরাপত্তা, আইনানুগ ব্যবস্থা করবে। ক্ষতি হলে সরকার সেদিকটাও দেখবে।”

আজ মঙ্গলবার যেমন নেট পরীক্ষা ছিল, আগামিকালও সকাল ৯টা থেকে ১২টা ও দুপুর ৩টে থেকে ৬টা দুটি ধাপে ইউজিসি নেট পরীক্ষা আছে। ইকোনমিকস সহ একাধিক বিষয়ের পরীক্ষা রয়েছে বুধবার। এ নিয়েও চিন্তা প্রকাশ করেন আলাপন।

আরও পড়ুন- ফিমেল ওয়ার্ডে শুয়ে-বসে আড্ডা পুরুষদের! নিরাপত্তা কোথায়? আতঙ্কে মহিলা রোগীরা

আলাপন বলেন, “আজ সারাদিন ধরে রাজ্যে দফায় দফায় অশান্তির চেষ্টা হয়েছে। রাজ্য সরকারের তরফে ছাত্রদের প্রতি সহমর্মিতা আছে। সিবিআই-এর কাছে তদন্ত ভার আছে। কিন্তু আজ মহানগরকে ও কাল বাংলাকে স্তব্ধ করার যে চেষ্টা, তা অসমর্থন যোগ্য।” এর পরই তিনি জানিয়ে দেন, পশ্চিমবঙ্গ সরকার জানাচ্ছে যে আগামিকাল বনধ মানা হবে না।

আলাপন আরও বলেন, “সকলকে অনুরোধ বনধ মেনে নেবেন না। বনধ তথা আন্দোলনের নামে সাধারণ মানুষের জনজীবন স্তব্ধ করা বেআইনি। রাজ্য সরকারের সব দফতর খোলা থাকবে। কারও কোনও ক্ষতি হলে সরকার দেখবে। প্রাইভেট বাস-সহ সবার প্রতি অনুরোধ থাকবে। বাংলাকে সচল রাখতে হবে। পুলিশ আজ যথা সাধ্য শান্ত থাকছে। কাল জনজীবন স্বাভাবিক থাকবে।”

West Bengal SUCI Bandh:অনুপস্থিত থাকলে শোকজ! SUCI-এর বনধের প্রভাব পড়ল না নবান্নে, কী ছবি রাজ্যের?

কলকাতা: SUCI-এর ডাকে ডাকে ১২ ঘণ্টার ধর্মঘট হলেও অন্যান্য দিনের মতোই স্বাভাবিক নবান্ন। শুক্রবার নবান্নে উপস্থিতির হার ৯৪% এরও বেশি। বিদ্যুৎ ভবন, বিকাশ ভবন-সহ বিভিন্ন দফতরে উপস্থিতির হার ৯৫ শতাংশেরও বেশি। এমনই রিপোর্ট বিভিন্ন দফতর থেকে এসেছে নবান্নে। এ দিন অনুপস্থিত থাকলে শোকজ করা হবে বলে কড়া নির্দেশিকা জারি করে নবান্ন।

আরও পড়ুন- সাবধান! সোশ্যাল মিডিয়ায় আরজি কর ধর্ষিতার ছবি-তথ্য পোস্ট করা যাবে না, কড়া নির্দেশ হাইকোর্টের

আরজি কর কাণ্ডের পর গত ১৪ অগাস্ট রাত দখলের লড়াইয়ে কিছু দুষ্কৃতী হামলা চালায় আরজিকর মেডিক্যাল কলেজে। এমার্জেন্সি বিভাগ,পুলিশ ব্যারাক বাদ পড়েনি মেডিসিন বিভাগ। এই নিন্দাজনক ঘটনায় ১৬ অগাস্ট বাম (SUCI) এবং বিজেপি যৌথভাবে বন্ধের ডাক দেয়। যদিও সেই বন্ধের প্রভাব কলকাতায় তেমন ভাবে পড়েনি। মেট্রো এবং বেসরকারি বাস পরিষেবাও স্বাভাবিক রয়েছে। দক্ষিণে শহরতলির ছবিও স্বাভাবিক। বারাসাতে খোলা স্কুল কলেজ, বন্ধের মধ্যে দিয়েই পড়ুয়া, অফিস যাত্রীরা পৌঁছচ্ছে নিজ নিজ গন্তব্যে।

তবে সরকারি বাসে দেখা গিয়েছে নিরাপত্তার ছবি, ড্রাইভার রীতিমতো হেলমেট পড়ে বাস চালাচ্ছেন। তিনি জানান, বনধ চলছে। তবে সরকারি নির্দেশ মোতাবেক বনধ সম্পূর্ণ অমান্যের নির্দেশ দিয়েছে মুখ্যমন্ত্রী। তার পরও কিছুটা হলেও নিরাপত্তাহীন। তাই হেলমেট পরে বাস চালাচ্ছেন।

আরও পড়ুন- মাফিয়ারাজ চালাতেন সন্দীপ! আরজি করের প্রাক্তন সহকর্মীর বিরুদ্ধে কী বললেন মুর্শিদাবাদ মেডিক্যাল সুপার?

আরজি করের ঘটনার প্রতিবাদে SUCI ডাকা ১২ ঘণ্টা বন্ধের মিশ্র প্রতিক্রিয়া কোচবিহারে। বেসরকারি পরিবহন রাস্তায় সেভাবে না থাকলেও উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার সরকারি বাস সকাল থেকেই সময় মতো চলছে। বনধকে কেন্দ্রে করে অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য বিভিন্ন জায়গায় মোতায়েন করা হয়েছে পুলিশ। হেলমেট পড়ে NBSTC-র চালকরা বাস চালাচ্ছেন। বন্ধের সমর্থনে মিছিল বের করাকে কেন্দ্রে করে উত্তেজনা ছড়ায় কোচবিহারে। শহরের পুলিশ মিছিল আটকে দেয়। আটক করে বনধ সমর্থনকারীদের।

আরজি কর হাসপাতালে দুষ্কৃতী তাণ্ডবের প্রতিবাদে ইউসিআই ১২ ঘণ্টার সারা বাংলা বন্ধের ডাক দিয়েছে,আর তারই সমর্থনে শুক্রবার সকাল থেকেই জয়নগরের বহুড়ু মোড় ও দক্ষিণ বারাসত কুল্পী রোডের দু’জাগায় রাস্তা অবরোধ এসইউসিআই সমর্থকদের। SUCI-র ডাকা বনধে মিশ্র প্রতিক্রিয়া শিলিগুড়িতে। বন্ধের সমর্থনে মিছিল শহরেও।

SUCI Bandh: আরজি কর কাণ্ডের প্রতিবাদ! SUCI-এর ডাকে রাজ্যজুড়ে ধর্মঘট, জনজীবন স্বাভাবিক রাখতে তৎপর নবান্ন

কলকাতা: আরজি কর কাণ্ডের প্রতিবাদেএস ইউ সি আই এর ডাকে আজ রাজ্যজুড়ে ধর্মঘট। এসইউসিআই এর ছাত্র সংগঠন এ আই ডি এস ও-র ডাকে ছাত্র ধর্মঘট সারা বাংলা জুড়ে। সকাল থেকেই যোগমায়া দেবী কলেজের গেটের সামনে এ আই ডি এস ও সমর্থকরা বিক্ষোভ স্লোগান দিতে শুরু করেন। কলেজের গেট বন্ধ করে পিকেটিং শুরু হয়েছে বনধ সমর্থকদের। উই ওয়ান্ট জাস্টিস এই স্লোগানকে সামনে রেখে সোচ্চার হন বনধ সমর্থকরা।

১৬ অগাস্ট সকাল ৬টা থেকে ১২ ঘণ্টা রাজ্য়ের সমস্ত জনসাধারণকে আরজি করে ঘটনার প্রতিবাদে সাধারণ ধর্মঘট পালন করার আহ্বান জানায় SUCI। চিকিৎসককে ধর্ষণ ও খুন। আরজি করে ভাঙচুর। এসবের প্রতিবাদে আগেই বাংলা বনধের ডাক দেয় এসইউসিআই। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও এই বনধকে সমর্থনের ডাক দিয়েছেন। বনধের পাশাপাশি জায়গায় জায়গায় বিজেপির নেতৃত্বে অবরোধেরও আশঙ্কা।

আরও পড়ুন: ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা…! শুক্র-শনি-রবি নামবে দুর্যোগ? ভাসবে কোন কোন জেলা? কী পূর্বাভাস কলকাতায়? জানিয়ে দিল IMD

এদিকে এসইউসিআই বাংলা বনধের ডাক দিলেও নবান্ন থেকে কড়া নোটিশ জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে এসইউসির ডাকা ১২ ঘণ্টার বনধ ও বিজেপির ২ ঘণ্টার কর্মবিরতির আবেদন মোকাবিলা করা হবে। নবান্নের তরফ থেকে জানানো হয়েছে শুক্রবার জনজীবন স্বাভাবিক থাকবে। বৃহস্পতিবার প্রেস বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে শুক্রবার ১২ ঘণ্টার বাংলা বনধের কোনও প্রভাব পড়বে না।

 

Metro Rail: শুক্রবার বনধের ডাক! মেট্রো চলবে তো? জানিয়ে দিল রেল কতৃপক্ষ, এখনই দেখে নিন

কলকাতা: শুক্রবার ১২ ঘণ্টা বনধের ডাক দিয়েছে এসইউসিআই। ২ ঘণ্টা কর্মবিরতির ডাক বিজেপির। আরজিকরের ঘটনার প্রতিবাদেই এই বনধ এবং কর্মবিরতির ডাক। ধর্মঘট নিয়ে ইতিমধ‍্যেই কড়া প্রতিক্রিয়া জানিয়েছে নবান্ন। এবার মেট্রো চলবে কিনা স্পষ্টবার্তায় জানিয়ে দিল রেল কতৃপক্ষ।

মেট্রে রেল কতৃপক্ষের পক্ষ থেকে একটি বিশেষ বার্তায় জানান হয়েছে, আগামীকাল, শুক্রবার সম্পূর্ণ স্বাভাবিক থাকবে মেট্রো রেল পরিষেবা। ব্লু লাইন, গ্রিন লাইন, অরেঞ্জ লাইন এবং পার্পল লাইন। সব লাইনেই অন‍্যান‍্য দিনের মতো চলবে মেট্রো। ১২ ঘণ্টার বনধের প্রভাবে বিঘ্নিত হবে না সকাল ৬.০০ থেকে সন্ধ‍্যে ৬.০০ পর্যন্ত মেট্রো রেল পরিষেবা।

আরও পড়ুন: চিকিত্‍সকের পর এবার নার্স! ফের ধর্ষণ করে নৃশংস খুন, আরজি করের ছায়া নৈনিতালে

মেট্রো পরিষেবার স্বাভাবিক রাখতে স্টেশনগুলিতে পর্যাপ্ত কর্মী মোতায়েন করা হবে। যেকোনও জরুরি পরিস্থিতি সামাল দিতে এবং যাত্রীদের সাহায্য করতে মেট্রো স্টেশনগুলিতে পর্যাপ্ত নিরাপত্তা কর্মীও মোতায়েন করা হবে। মেট্রো আধিকারিকরা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন‍্য কেন্দ্রীয় মেট্রো রেল ভবন থেকে পরিস্থিতির দিকে কড়া নজর রাখবেন।

আরও পড়ুন: হোটেলে থাকছেন? বিছানার নীচে জলের বোতল ফেলতে ভুলবেন না! ৯৯% শতাংশ লোকজনই জানেন না কারণ

প্রসঙ্গত, বৃহস্পতিবার নবান্নের তরফে প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘‘শুক্রবার ১২ ঘণ্টার সাধারণ ধর্মঘটে কোনও প্রভাব পড়বে না।’’ রাজ্যের মুখ্যসচিবের ওই প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘‘পরিবহণ পরিষেবা অন্য দিনগুলির মতোই শুক্রবারও স্বাভাবিক থাকবে। যান চলাচল যাতে কোনও ভাবেই ব্যাহত না নয়, স্টেট ট্রান্সপোর্ট অথরিটি সচিবকে তা নিশ্চিত করতে সমস্ত বেসরকারি পরিবহণ অপারেটর এবং সমিতিগুলির সঙ্গে সমন্বয় করতে বলা হয়েছে। সমস্ত অপারেটরকে পরিবহণ বিভাগের নির্দেশ যথাযথ ভাবে মেনে চলতে হবে।’’

24 Hours Business Strike: লোকসভা নির্বাচনের মধ্যেই চলছে ২৪ ঘণ্টার বনধ! পড়ল ব্যাপক প্রভাব

কোচবিহার: অষ্টাদশ লোকসভা নির্বাচনের প্রথম দফাতেই ভোট হয়েছে কোচবিহারে। তবে গোটা নির্বাচন প্রক্রিয়া এখনও শেষ হয়নি। তারই মধ্যে ২৪ ঘণ্টার বন্ধের ডাক শহর কোচবিহারে। এলাকার ব্যবসায়ীরা পুরসভার বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তুলে শুক্রবার বনধের পথে হেঁটেছেন। ব্যবসায়ী সমিতির ডাকা এই ২৪ ঘণ্টার বনধের জেরে হয়রানীর মুখে পড়েছে সাধারণ মানুষ।

কোচবিহার পুরসভার বিরুদ্ধে একরাশ অভিযোগ জানিয়ে ক্ষোভ উগরে দেন শহরের ব্যবসায়ীরা। তাঁদের থেকে মোটা টাকার কর আদায় করা হলেও পুরসভা কোনরকম প্রতিশ্রুতি রাখছে না বলে ব্যবসায়ীদের অভিযোগ। এই কারণেই ১৭ মে, অর্থাৎ শুক্রবার সকাল থে শুক্রবার কোচবিহার শহরে ২৪ ঘণ্টার ব্যবসা বনধের ডাক দেওয়া হয়। এদিন সকাল থেকেই বনধের কারণে নাজেহাল হতে হয় সাধারণ মানুষকে। সকাল থেকেই ব্যবসায়ী সমিতির সদস্যরা সমস্ত পেট্রোল পাম্প ও দোকানপাট বন্ধ করে দেন।

আরও পড়ুন: আর হিমঘরে আলু রাখতে চাইছেন না কৃষকরা

ব্যবসায়ী সমিতির সভাপতি মতিলাল জৈন জানান, সমস্যার সমাধানের কথা বলে কোচবিহার পুরসভাকে স্মারকলিপি দেওয়া হয়েছিল। কিন্তু তারপর অনেকটা সময় চলে গেলেও কাজের কাজ কিছুই হয়নি। তাই এই ২৪ ঘণ্টার বনধের ডাক। তবে ওষুধ দোকানের মত জরুরি পরিষেবাকে বনধের আওতা থেকে ছাড় দেওয়া হয়েছে।

জায়গার নাম পরিবর্তন, নতুন নির্দেশিকা প্রত্যাহার, বাজার সংস্কার, বর্ধিত ট্রেড লাইসেন্স ফি কমানোর মটর সাতটি বিষয় উল্লেখ করে বনধের পথে হেঁটেছেন ব্যবসায়ী সমিতি। এদিকে সকাল থেকেই শহরের পেট্রোল পাম্প বন্ধ থাকায় সমস্যায় পড়ে আমজনতা। অনেকেই দরকার থাকা সত্ত্বেও বাজার করতে পারেননি।

সার্থক পণ্ডিত