EURO 2020: খেলা চলাকালীন মাঠে দুটি বল! ডেনমার্কের বিরুদ্ধে ইংল্যান্ডের পেনাল্টি পাওয়া নিয়ে জোর বিতর্ক

লন্ডন: ডেনমার্ককে হারিয়ে প্রথমবার ইউরো কাপের ফাইনালে ইংল্যান্ড ৷ ৫৫ বছর পর কোনও বড় টুর্নামেন্টের ফাইনালে উঠেছে ব্রিটিশরা ৷ নিঃসন্দেহে ইংল্যান্ডের ফুটবলপ্রেমীদের জন্য এখন সেলিব্রেশনেরই সময় ৷ ট্রফি জয়ের থেকে আর মাত্র একধাপ দূরে রয়েছেন হ্যারি কেনরা ৷ ওয়েম্বলিতে ইতালিকে ফাইনালে হারাতে পারলেই ইতিহাস গড়বেন তাঁরা ৷ কিন্তু এ সবের মধ্যেও বিতর্ক পিছু ছাড়ছে না ইংল্যান্ডের ৷ ডেনমার্কের বিরুদ্ধে অতিরিক্ত সময়ে ইংল্যান্ডের পেনাল্টি পাওয়া নিয়ে শুরু হয়েছে বিতর্ক ! কাঠগড়ায় নেদারল্যান্ডসের রেফারিও ৷

সমস্যা তৈরি হয়েছে মাঠে খেলা চলাকালীন একইসঙ্গে দুটি বল থাকাকে ঘিরে ৷ ইংল্যান্ডের রহিম স্টার্লিং যখন বল নিয়ে ডেনমার্কের বক্সে ঢুকছিলেন, তখন মাঠে ছিল দুটি বল ৷ একটা স্টার্লিংয়ের পায়ে, অন্যটি কর্নার ফ্ল্যাগের কাছে ৷ নিয়ম অনুযায়ী মাঠে দুটি বল থাকলে খেলা থামানো উচিৎ রেফারির ৷ সেটা তো তিনি করেননি, পাশাপাশি ডেনমার্কের ডিফেন্ডার ফাউল করার পরেই পেনাল্টিও পেয়ে যায় ইংল্যান্ড ৷ অভিযোগ রয়েছে স্টার্লিংয়ের পেনাল্টি আদায় করা নিয়েও। অনেকেই দাবি করেছেন ইচ্ছে করে পড়ে গিয়েছেন ইংল্যান্ডের ফুটবলার। এরপর হ্যারি কেন যখন পেনাল্টি নিতে যান, সেইসময় ডেনমার্কের গোলকিপার স্কিমিচিলের দিকে সবুজ রংয়ের লেজার ফেলে তাঁর মনঃসংযোগ নষ্ট করার চেষ্টাও করা হয় বলে অভিযোগ ৷