ফেরিঘাটে অপেক্ষায় যাত্রীরা 

East Bardhaman News: খারাপ আবহাওয়ার কারণে, ফেরিঘাটে আটকে রয়েছেন নদিয়ার যাত্রীরা 

পূর্ব বর্ধমান: পূর্ব বর্ধমান জেলার যে কাটোয়া ভাগীরথী ফেরীঘাট রয়েছে সেই ঘাট খারাপ আবহাওয়ার কারণে এখনও পর্যন্ত বন্ধ রয়েছে। কাটোয়া থেকে নদী পেরিয়ে বহু মানুষকে ওপারে যেতে হয়। আবার ওপার থেকেও বহু মানুষ চিকিৎসা পরিষেবা ছাড়াও আরও বিভিন্ন কাজে পূর্ব বর্ধমানের কাটোয়া শহরে এসে থাকেন।

এককথায় এই কাটোয়া ভাগীরথী ফেরীঘাট নদিয়া এবং পূর্ব বর্ধমান জেলার যোগাযোগের এক গুরুত্বপুর্ন মাধ্যম। কিন্তু পরিস্থিতি খারাপ হওয়ার কারণে এখনও পর্যন্ত বন্ধ রয়েছে এই ফেরীঘাটের পরিষেবা। এই প্রসঙ্গে ঘাট কর্তৃপক্ষের তরফে বিশ্বনাথ ঘোষ বলেন, “ব্যাপক ঝড় জল হচ্ছে সেই কারণে ঘাট পরিষেবা বন্ধ রেখেছি প্রশাসনের নির্দেশে। আমরা নিজেদের দায়িত্বে পারাপার করতে পারব না। যতক্ষণ না এই পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে ততক্ষণ পরিষেবা বন্ধ থাকবে। কোনওরকম জরুরি পরিষেবাও চালু নেই এই মুহূর্তে।”

আরও পড়ুন : কবি কুমুদ রঞ্জন মল্লিকের জন্মভিটেতে আসতে পারেন আপনিও, রয়েছে থাকার জায়গা

অন্যদিকে ঝড় জলের কারণে বিপাকে পড়েছেন নদিয়া জেলার একাধিক মানুষ। ফেরিঘাটে দীর্ঘক্ষণ ধরে অপেক্ষায় রয়েছেন বহু যাত্রী। এই প্রসঙ্গে যাত্রীদের সঙ্গে কথা বলা হলে তাঁরা জানান, “বিভিন্ন জন বিভিন্ন কাজে কাটোয়া এসেছিলেন। আবার অনেকে দূর দূরান্ত থেকে বাড়ি ফেরার জন্য অপেক্ষা করছেন বলেও জানিয়েছেন। যাত্রীরা বলেন , পরিস্থিতি খারাপ হওয়ার কারণেই পরিষেবা বন্ধ রয়েছে। যতক্ষণ না সব স্বাভাবিক হচ্ছে তাঁদের কিছুই করার নেই। এভাবেই তাঁদের অপেক্ষা করা ছাড়া বর্তমানে কোনও উপায় নেই।”

আরও পড়ুন : বিদেশ থেকে ভক্তরা ছুটে আসছেন মায়ের কাছে! বর্ধমানের এই মন্দিরে কী এমন ঘটছে? জানুন

আবহাওয়ার খারাপ অবস্থা। সকাল থেকেই বৃষ্টি , ঝড়ো হাওয়ার কারণে নাজেহাল বহু যাত্রী। বিভিন্ন কর্মসূত্রে যাঁরা নদীয়া জেলা থেকে কাটোয়া শহরে এসেছিলেন বর্তমানে তাঁরা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার জন্য অপেক্ষা করছেন।

আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

পরিস্থিতি স্বাভাবিক হলে তবেই নদী পেরিয়ে ঘরে ফিরতে পারবেন একাধিক যাত্রী।

বনোয়ারীলাল চৌধুরী