Remal Cyclone Update: রিমলের তাণ্ডব পিছু ছাড়ছে না! রাক্ষুসে বৃষ্টিতে তোলপাড় কাণ্ড

পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলিতে ও উত্তর পূর্বের রাজ্যগুলিতে বন্যা পরিস্থিতি ক্রমে আরও ভয়াবহ হচ্ছে৷ ঘূর্ণিঝড় রেমাল শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার পরে বৃষ্টির দাপটে কার্যত ভাসিয়ে দিচ্ছে উত্তরের জেলা ও রাজ্যগুলি৷ আর তাই নিয়েই তীব্র শঙ্কটে পড়েছেন সাধারণ মানুষ৷ আবহাওয়া দফতরের কমলা সতর্কতা জারি করেছে জলপাইগুড়ি জেলায়। ভুটান পাহাড় ও সিকিম পাহাড়ে অবিরাম বৃষ্টি চলছে। আর যার জেরে হুহু করে জল বাড়তে শুরু করেছে ডুয়ার্সের বিভিন্ন নদীতে। এমনই ছবি ধরা পরল ধূপগুড়ি জলঢাকা নদীতে। ধুপগুড়ি ব্লকের গোদেয়ার কুটি এলাকায় জলঢাকা নদীতে প্রবল বর্ষণেৃর ফলে শুকনা নদীতে ও জল বাড়তে শুরু করেছে। আর তাতেই আতঙ্ক বাড়ছে৷