ইন্দ্রজিৎ গুহ

North 24 Parganas News: ৬০ বছরে অবসর নিয়ে ছেলের কলেজেই ইঞ্জিনিয়ারিং পড়ছেন বাবা

উত্তর ২৪ পরগনা: ৬০ বছর বয়সে চাকরি থেকে অবসরের পরও, ইঞ্জিনিয়ারিং এ ভর্তি‌ হয়ে পড়াশোনার মধ্যে দিয়েই স্বপ্ন পূরণে এগিয়ে চলেছেন এক বাবা। ‌কথায় বলে, বয়স কেবল মাত্র একটি সংখ্যা। আর তাই পড়াশোনা বা জানার কোনও বয়স হয় না। মন চাইলে যে কোনও বয়সেই এগিয়ে যাওয়া যায় নির্দিষ্ট লক্ষ্যে।

তারই যেন উদাহরণ হয়ে উঠেছেন মধ্যমগ্রামের এক বাবা। উত্তর ২৪ পরগনা জেলার মধ্যমগ্রামের বাসিন্দা ইন্দ্রজিৎ গুহ, তাই কর্মজীবন থেকে অবসর গ্রহণের পর আবারও ফের উচ্চশিক্ষার জন্য বেসরকারি এক ইঞ্জিনিয়ারিং কলেজে নিলেন অ্যাডমিশন। ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ার জন্য ছেলেকে এক সময় যে কলেজে ভর্তি করেছিলেন, বর্তমানে বাবার এই উচ্চশিক্ষার স্বপ্ন পূরণ করতে ছেলেও বাবাকে ভর্তি করিয়েছে সেই একই কলেজে। এখন জোরকদমে চলছে ইঞ্জিনিয়ারিং-এর ক্লাস।

অন্যান্য ছাত্রদের মতোই নিয়ম করে এখন কলেজ যান ইন্দ্রজিৎ বাবু। ৬০ পেরিয়ে এই বয়সেও যে আবারও পড়াশোনা শুরু করা যায়, তা যেন আরও একবার প্রমাণ করে দিলেন এই বাবা। করোনায় স্ত্রীকে হারিয়েছেন ইন্দ্রজিৎ বাবু। ছেলে ও ৮২ বছরের বৃদ্ধ মা-কে নিয়েই তার সংসার। কলেজ পাশ করে ছেলে চাকরি শুরু করছেন একটি বেসরকারি কোম্পানিতে। ফলে সংসারে রান্না থেকে শুরু করে যাবতীয় কাজ সামলাতে হয় ইন্দ্রজিৎ বাবুকেই। বয়সের ভারে শরীরও কিছুটা দুর্বল হয়েছে এখন। তবে, মনের জেদ ও লক্ষ্য পূরণে যেন অবিচল তিনি। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স নিয়ে বিএসসি কমপ্লিট করে, ১৯৮৯ সালে সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে মুর্শিদাবাদ ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে ডিপ্লোমা করেন।

তারপর, ১৯৯১ সালে চাকরি জীবনে প্রবেশ ইন্দ্রজিৎ বাবুর। প্রথম জীবনে বেসরকারি একটি কনস্ট্রাকশন কোম্পানিতে কাজ শুরু করেন। তারপর কিছুদিনের জন্য ডিআরডিওর একটি রিসার্চ প্রজেক্টে যোগ দেন। এরপর, ক্যালকাটা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিয়ে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট হিসেবে সেন্ট্রাল লাইব্রেরীতে কাজে নিযুক্ত হন ইন্দ্রজিৎ বাবু। এখানেই শেষ নয়, তারপরও নিজেকে প্রমাণ করতে আবারও ফের পরীক্ষায় বসেন সেই সময়ের যুবক ইন্দ্রজিৎ গুহ। পরীক্ষায় সফল হয়ে, ইনস্টিটিউট অফ রেডিও ফিজিক্স এন্ড ইলেকট্রনিক্স এ টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে যোগদেন রাজাবাজার সায়েন্স কলেজে।

সালটা ১৯৯৭, এরপর আর ফিরে তাকাতে হয়নি তাকে। সেখানেই দীর্ঘ কর্মজীবনে সুপারেনটেনডেন্ট টেকনিশিয়ান হিসেবে ২০২৩ এর ৩১ শে আগস্ট অবসর গ্রহণ করেন ইন্দ্রজিৎ গুহ। এক সময় পেট চালাতে যে পড়ার বই বন্ধ করে চাকরির অ্যাটেনডেন্স বুকে নাম লিখেছিলেন, একদিন সেই বই আবারও তিনি খুলবেন এই জেদ থেকেই অবসর গ্রহণের পর কলেজে ভর্তির সিদ্ধান্ত। এর জন্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষাতেও বসেন তিনি। এখন বেসরকারি এক ইঞ্জিনিয়ারিং কলেজে চলছে তার পড়াশোনা।

তিন বছরে মোট ছটি সেমিস্টার পরীক্ষা দিতে হবে ইন্দ্রজিৎ বাবুকে, বলেই জানান তিনি। এরপর শরীর সঙ্গ দিলে আরও উচ্চশিক্ষায় এগিয়ে যেতে চান বছর ৬১ এই ছাত্র। কলেজের শিক্ষকরাও পড়াশোনার ক্ষেত্রে সব রকম ভাবেই সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন ইন্দ্রজিৎ বাবুকে। মার্কশিটের নম্বর নয়, শেখার ইচ্ছা থেকেই জীবনের এই সিদ্ধান্ত, অপপট দাবি অবসরপ্রাপ্ত এই বাবার। এখন সংসার সামলে অবসর সময়ে বই-কে সঙ্গী করেই কাটছে ইন্দ্রজিৎ গুহর এই নতুন জীবন। আর তার এই এগিয়ে যাওয়া, যুব সমাজের পাশাপাশি অনুপ্রাণিত করছে সকল শ্রেণির মানুষকেই।

Rudra Narayan Roy