দলীপ ট্রফি খেলে অনেক টাকা এখন পান ক্রিকেটাররা

Duleep Trophy Prize Money: দলীপ ট্রফিতে চাপ দিয়ে শুধু শুধুই তারকাদের খেলাচ্ছে না বোর্ড, ম্যাচ ফি-ও প্রচুর, আর প্রাইজ মানি দেখলে চমকে যাবেন

মুম্বই: ঘরোয়া ক্রিকেটের জবরদস্ত মরশুম চলছে৷ বোর্ডের কড়া নির্দেশ- আন্তর্জাতিক ক্রিকেট খেলা ক্রিকেটারদেরও খেলতেই হবে ঘরোয়া ক্রিকেটে৷ এই মুহূর্তে চলছে দলীপ ট্রফি। এবারের টুর্নামেন্টটি বিশেষ কারণ টিম ইন্ডিয়ার কিছু বড় খেলোয়াড়ও বর্তমানে টুর্নামেন্টে চারটি দলের হয়ে খেলছেন। যেমন শুভমান গিল, শ্রেয়স আইয়ারের মতো ক্রিকেটাররাও এতে খেলছেন। সিনিয়রদের পারফরম্যান্স দেখে নেওয়ার পাশাপাশি  নির্বাচকরাও নতুন প্রতিভাও খুঁজছেন। জানেন কি দলীপ ট্রফিতে খেলা খেলোয়াড়রা কত টাকা পান। এক ম্যাচে তাঁরা কত টাকা পান?

নতুন ঘরোয়া কাঠামো অনুসারে, বর্তমানে ৪১ বা তার বেশি রনজি ট্রফি ক্যাপ সহ একজন খেলোয়াড় প্রতি ম্যাচের দিনে ৬০,০০০ টাকা পান৷ ২১-৪০ ম্যাচ খেলা খেলোয়াড়রা প্রতি ম্যাচের দিনে ৫০,০০০ টাকা পায় এবং ২০ বা তার কম সংখ্যক ম্যাচ খেলা ক্রিকেটাররা প্রতিদিন ৪০,০০০ টাকা পান। দলীপ ট্রফি প্রতিযোগিতার পুরস্কারের অর্থ ২০২৩ থেকে বাড়ানো হয়েছে।

আরও পড়ুন – Bhadra Maas Dos’ and Don’ts: ভাদ্রমাসে এই কাজ করছেন, এত ক্ষতির পাহাড় আপনার সামনে দাঁড়াবে কেঁদেও কুল পাবেন না, কী করবেন তাহলে

দলীপ ট্রফিতে আগে প্রাইজমানি ছিল ৫০ লক্ষ টাকা কিন্তু বর্তমানে বিজয়ী দল পায়  ১ কোটি টাকা। রানার্স আপ পাবে ৫০ লক্ষ টাকা। অন্যান্য ঘরোয়া টুর্নামেন্টের হিসেব দিলে দেখে নেবেন দলীপ ট্রফিতে পুরস্কার মূল্য এক ধাক্কায় অনেকটাই বেশি৷ দেওধর ট্রফির বিজয়ীকে ৪০ লক্ষ টাকা  এবং রানার্স আপ দলকে ২০ লক্ষ  টাকা দেওয়া হয়।

সৈয়দ মুস্তাক আলি ট্রফির চ্যাম্পিয়নকে ৮০ লক্ষ টাকা এবং পরাজিত দলকে দেওয়া হয় ৪০ লক্ষ টাকা দেওয়া হয়। এ বছর থেকে রনজি ট্রফি বিজয়ী পাবেন ৫ কোটি  টাকা পুরস্কার মূল্য। এছাড়া রনজি ট্রফির রানার্সআপ ও সেমিফাইনালে পরাজিত দল পাবে যথাক্রমে ৩ কোটি ও ১ কোটি টাকা৷