Tag Archives: Cricketer

Local Cricket: তীব্র গরমের মধ্যেই মাঠ কাঁপাল ‘ওঁরা’, পুরোটা জানলে….

নদিয়া: তীব্র দাবদাহকে পেছনে ফেলে ভর দুপুরে ক্রিকেটে মাঠ কাঁপাল অনূর্ধ্ব ১৬ মহিলা ও পুরুষ ক্রিকেটারা। অনূর্ধ্ব ১৬ মহিলা ক্রিকেট ও অনূর্ধ্ব ১৬ পুরুষ ক্রিকেট টুর্নামেন্ট পরিচালনায় ফুলিয়া আলো স্পোর্টস অ্যাকাডেমি। মহিলাদের বিভাগে চ্যাম্পিয়ন হল হুগলি জিরাট ক্রিকেট অ্যাকাডেমি ও রানার্স বাদকুল্লা সুরবিস্থান যুবক সংঘ। পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন রানাঘাট ফ্রেন্ডস ক্লাব। রানার হয়েছে শান্তিপুর ডি রয় কোচিং ক্যাম্প।

আর‌ও পড়ুন: বিশ্ব ধরিত্রী দিবসে ভূগর্ভস্থ জল নিয়ে সঙ্কটবার্তা

এই টুর্নামেন্টে রাজ্যস্তরের মহিলা ক্রিকেটাররা অংশগ্রহণ করেছিল। বাংলার অধিনায়ক মিতা পালের সঙ্গে ঝুমিয়া খাতুন, বর্ণালী তামেলি, রূপা মণ্ডল সহ আরও একঝাঁক মহিলা ক্রিকেটাররা খেলেন। দক্ষিণবঙ্গ জুড়ে তীব্র তাপপ্রবাহের মধ্যেই দাপিয়ে মাঠ জুড়ে খেলল পুরুষ ও মহিলা ক্রিকেট দল।

দুপুরে এতটাই গরম পড়ছে যে মানুষ বাইরে বের হতে ভয় পাচ্ছে। কিন্তু এই ক্রিকেটাররা নিজেদের এমন ভাবেইগড়ে তুলেছে যে তাপপ্রবাহের মধ্যেও তাঁরা নিজেদের স্বাভাবিক খেলাটাই তুলে ধরেন সকলের সামনে। ক্রিকেটারদের দক্ষতায় মুগ্ধ হন উপস্থিত দর্শকরা।

মৈনাক দেবনাথ

Cricketer Death: আইপিএলের মাঝেই এল দুঃসংবাদ! প্রয়াত কিংবদন্তী ক্রিকেটার, শোকস্তব্ধ ক্রিকেট বিশ্ব

আইপিএলের মাঝেই এল দুঃসংবাদ। প্রয়াত হলেন কিংবদন্তী ক্রিকেটার ডেরেক আন্ডারউড। ইংল্যান্ডের ক্রিকেট ইতিহাসের সেরা বাঁ-হাতি স্পিনার ছিলেন তিনি। দেশের হয়ে ১৬ বছরের বেশি সময় ক্রিকেট খেলার পাশাপাশি ইংল্যন্ডের কাউন্টি ক্লাব কেন্টের হয়ে খেলেছেন ২৪ বছর ধরে। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন ডেরেক আন্ডারউড। ৭৮ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রাক্তন ইংল্যান্ড ক্রিকেটার।

১৯৬৩ সালে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক অভিষেক হয় ডেরেক আন্ডারউডের। মাত্র ১৭ বছর বয়সে কেন্টের হয়ে খেলা শুরু করেন। নিজের দীর্ঘ ক্রিকেট কেরিয়ারে আর অন্য কোনও ক্রাবের হয়ে খেলেননি আন্ডারউড। কেন্টের হয়ে ৯০০-র বেশি ম্যাচ খেলেছেন। উইকেট নিয়েছেন ২৫২৩টি। ১৯৬৩ থেকে ১৯৮৭ সাল পর্যন্ত কেন্টের হয়ে খেলেছেন আন্ডারউড। যা ব্রিটিশ ক্লাবের ইতিহাসে রেকর্ড।

ক্লাব ক্রিকেটের পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেটেও একইরকমভাবে সফল ডেরেক আন্ডারউজ। ১৯৬৬ সালে প্রথমবার ইংল্যান্ডের জার্সি গায়ে তোলেন তিনি। টেস্টের পাশাপাশি দেশের হয়ে প্রথম একদিনের ম্যাচেও প্রতিনিধিত্ব করেছেন আন্ডারউড। খেলেছেন ১৯৭৫-এর প্রথম বিশ্বকাপেও। ইংল্যান্ডের হয়ে ৮৬টি টেস্টে খেলে ২৯৭টি ও একদিনের ক্রিকেটে ২৬ ম্যাচে ৩২টি উইকেট নিয়েছেন এই বাঁ হাতি স্পিনার।

আরও পড়ুনঃ T20 World Cup 2024: টি-২০ বিশ্বকাপের ভারতীয় দলের ওপেনিংয়ে বড় চমক! রোহিতের পার্টনার কে? জেনে নিন বিস্তারিত

ডেরেক আন্ডারউডের মৃত্যুর খবর সোশ্যাল মিডিয়ায় জানানো হয় তাঁর ক্লাব কেন্টের পক্ষ থেকে। ইসিবির তরফ থেকেও শ্রদ্ধা জানানো হয়েছে প্রাক্তন কিংবদন্তী ক্রিকেটাররে। শ্রদ্ধা জানিয়েছে ইংল্যান্ড তথা বিশ্বের অন্যান্য ক্রিকেটারও। ডেরেক আন্ডারউডের প্রয়াণ ইংল্যান্ডের ক্রিকেটে এক ইতিহাসের সমাপ্তি হিসেবেই দেখছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

Cricket Tournament: স্কুলে পরীক্ষার মধ্যেই খেলা, আর তাতেই বাজিমাত ছাত্রদের

নদিয়া: পরীক্ষার মধ্যেই খেলা। বিদ্যালয়ের বিশেষ সহযোগিতায় অংশগ্রহণ আর তাতেই জেলা চ্যাম্পিয়ন হল শান্তিপুর মিউনিসিপাল উচ্চ বিদ্যালয়।সিএবি-র অনূর্ধ্ব ১৫ আন্তঃবিদ্যালয় পর্যায়ের জেলা স্তরের টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হল নদিয়ার এই স্কুল।

কৃষ্ণনগর স্টেডিয়ামে আয়োজিত এই টুর্নামেন্টের ফাইনালে শান্তিপুর মিউনিসিপাল উচ্চ বিদ্যালয় মুখোমুখি হয়েছিল চাকদহ রামলাল অ্যাকাডেমির। বিদ্যালয়ের পক্ষ থেকে খেলার তত্ত্বাবধানে ছিলেন শিক্ষকেরা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুকদেব কুন্ডু এবং অ্যাকাডেমিক কাউন্সিলের সেক্রেটারি প্রকাশ চন্দ্র দে ছাত্রদের এই জয়ে অভিভূত।

আর‌ও পড়ুন: শিবকে পদ্মফুল অর্পণ করে প্রচার শুরু মথুরাপুরের বিজেপি প্রার্থীর

জানা গিয়েছে, শান্তিপুর মিউনিসিপ্যাল উচ্চ বিদ্যালয়ে নবম এবং দশম শ্রেণির পরীক্ষা শুরু হয়েছে। তারই মধ্যে টুর্নামেন্টের ফাইনালে নেমে বাজিমাত করল পড়ুয়ারা। এর জন্য স্কুলের পক্ষ থেকে টিমে সুযোগ পড়ুয়াদের বিশেষ ছাড় দেওয়া হয়। চ্যাম্পিয়ন দলের ক্যাপ্টেন উদয় আদিত্য পাল জানায়, প্রতিপক্ষ হিসাবে অন্যান্য বিদ্যালয়ের ছাত্ররা যথেষ্ট ভাল খেলেছে। তবে তাদের কোচ এবং শিক্ষকদের সহযোগিতায় তারাও যোগ্যতা প্রমাণ করতে পেরেছে।

অন্যদিকে কোচ দেবব্রত বিশ্বাস জানান চলতি চারটি খেলায় পারফরম্যান্স দেখে মনে হয়েছে আগামী দিনে রাজ্যস্তরের খেলাতেও তারা দৃষ্টান্ত স্থাপন করবে। অ্যাকাডেমিক কাউন্সিলের সেক্রেটারি শিক্ষক প্রকাশ দে জানান, পড়াশোনা এবং খেলাধুলা একে অন্যের পরিপূরক।

মৈনাক দেবনাথ

KKR News: আরসিবি ম্যাচের আগে শক্তি বাড়ল কেকেআরের! দলে যোগ দিল নয়া বিদেশী ক্রিকেটার

সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয় দিয়ে আইপিএল ২০২৪ অভিযান শুরু করেছে কলকাতা নাইট রাইডার্স। ইডেন গার্ডেন্সে হাইস্কোরিং ম্যাচে ৪ রানে জেতে কেকেআর।
সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয় দিয়ে আইপিএল ২০২৪ অভিযান শুরু করেছে কলকাতা নাইট রাইডার্স। ইডেন গার্ডেন্সে হাইস্কোরিং ম্যাচে ৪ রানে জেতে কেকেআর।
শুক্রবার কেকেআরের দ্বিতীয় ম্য়াচ। অ্যাওয়ে ম্য়াচে আরসিবির বিরুদ্ধে খেলতে নামবে নাইটরা। শুরু খেরেই পয়েন্ট তালিকায় ভাল জায়গায় থাকতে হলে অ্যাওয়ে ম্যাচ থেকে ৩ পয়েন্ট দরকার।
শুক্রবার কেকেআরের দ্বিতীয় ম্য়াচ। অ্যাওয়ে ম্য়াচে আরসিবির বিরুদ্ধে খেলতে নামবে নাইটরা। শুরু খেরেই পয়েন্ট তালিকায় ভাল জায়গায় থাকতে হলে অ্যাওয়ে ম্যাচ থেকে ৩ পয়েন্ট দরকার।
রয়্য়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে নামার আগে কেকেআর শিবিরে সুখবর। শক্তি বাড়ল কলকাতা নাইট রাইডার্সের। শিবিরে যোগ দিলে আরও এক নতুন বিদেশী ক্রিকেটার।
রয়্য়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে নামার আগে কেকেআর শিবিরে সুখবর। শক্তি বাড়ল কলকাতা নাইট রাইডার্সের। শিবিরে যোগ দিলে আরও এক নতুন বিদেশী ক্রিকেটার।
আইপিএল নিলামে আফগানিস্তানের তারকা স্পিনার মুজিবুর রহমানকে নিয়েছিল কেকেআর। কিন্তু চোটের কারণে প্রতিযোগিতা থেকে ছিটকে যান আফগান মিস্ট্রি স্পিনার। সেই জায়গায় নতুন বিদেশী নিল নাইটরা।
আইপিএল নিলামে আফগানিস্তানের তারকা স্পিনার মুজিবুর রহমানকে নিয়েছিল কেকেআর। কিন্তু চোটের কারণে প্রতিযোগিতা থেকে ছিটকে যান আফগান মিস্ট্রি স্পিনার। সেই জায়গায় নতুন বিদেশী নিল নাইটরা।
মুজিবুর রহমানের বদলে আফগানিস্তানেরই আর এক স্পিনারকে দলে নিল শাহরুখের দল। আফগান দের একাবের তরুণ স্পিনার আল্লাহ গজনফরকে এ বার খেলতে দেখা যাবে কলকাতা নাইট রাইডার্সের হয়ে।
মুজিবুর রহমানের বদলে আফগানিস্তানেরই আর এক স্পিনারকে দলে নিল শাহরুখের দল। আফগান দের একাবের তরুণ স্পিনার আল্লাহ গজনফরকে এ বার খেলতে দেখা যাবে কলকাতা নাইট রাইডার্সের হয়ে।
আফগানিস্তানের হয়ে বছর ১৬-র স্পিনার আল্লাহ গজনফর ৩টে টি-২০ এবং ২টি একদিনের ম্যাচ খেলেছেন এই তরুণ স্পিনার। ৬টা প্রথম শ্রেণির ক্রিকেটে ৫ উইকেট নেওয়ার রেকর্ডও আছে।
আফগানিস্তানের হয়ে বছর ১৬-র স্পিনার আল্লাহ গজনফর ৩টে টি-২০ এবং ২টি একদিনের ম্যাচ খেলেছেন এই তরুণ স্পিনার। ৬টা প্রথম শ্রেণির ক্রিকেটে ৫ উইকেট নেওয়ার রেকর্ডও আছে।

Road Accident: ক্রিকেট ম্যাচ খেলে আর বাড়ি ফেরা হল না, লরি কেড়ে নিল তরুণ ক্রিকেটারের প্রাণ

হুগলি: স্বপ্ন ছিল বড় ক্রিকেটার হবে, সবুজ ঘাসের বুক চিরে সাঁই সাঁই করে বাউন্ডারির দিকে ছুটে চলবে কভার ড্রাইভ। কিন্তু সব স্বপ্নই স্বপ্ন হয়ে থেকে গেল তরুণ ক্রিকেটার তন্ময় গুহের (২২)। ক্রিকেট খেলে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু হল এই তরুণের।

আর‌ও পড়ুন: দাঁড়িয়ে থাকা অটোয় প্রাইভেট কারের ধাক্কা! সামশেরগঞ্জে মৃত্যু মায়ের, আশঙ্কাজনক মেয়ে

ক্রিকেট ম্যাচ খেলে বাইকে করে বাড়ি ফিরছিলেন তরুণ ক্রিকেটার তন্ময় গুহ। কিন্তু লরির ধাক্কায় অকালেই নিভে গেল এই তরতাজা প্রাণ। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন। ঘটনাটি ঘটেছে আরামবাগের হরিণখোলা এলাকায়। আহত যুবকের নাম বিক্রমাদিত্য দাস।

মৃত তন্ময়ের বাড়ি পূর্ব বর্ধমান জেলার মাধবডিহি থানা এলাকায়। বিক্রমাদিত্যর বাড়ি আরামবাগের নৈসড়ায়। দুর্ঘটনা পর স্থানীয়রাই তাঁদেরকে উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ নিয়ে যান। কিন্তু চিকিৎসকরা পরীক্ষা করে তরুণ ক্রিকেটার তন্ময়কে মৃত বলে ঘোষণা করেন।

আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

মৃত তরুণের পরিবার সূত্রে জানা গিয়েছে, ক্রিকেট ম্যাচ খেলতে যাবেন বলেই বাইকে করে রাত্রির দিকে বেরিয়েছিলেন। কিন্তু বুধবার সকালে হঠাৎই তাঁরা খবর পান ছেলে আর নেই। এই আকস্মিক দুর্ঘটনায় শোকে ভেঙে পড়েছে গোটা পরিবার।

শুভজিৎ ঘোষ

Cricketer Love Story: ধর্মের বেড়া টপকালেন ভালবেসে, একই মেয়েকে দু’বার বিয়ে, লুকিয়ে ভালবাসার দুরন্ত কাহিনী

 

৩০
৩০ বছর বয়সী শিভম দুবে আফগানিস্তানের বিরুদ্ধে (IND vs AFG) শিভম তাঁর ২টি ইনিংস দিয়ে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের দলের জন্য তাঁকে দাবিদার করে তুলেছে। শিভমের বিয়েও সকলের কাছে খুব আকর্ষণীয়৷  তিনি মুসলিম মেয়েকে বিয়ে করেছেন৷ (Shivam/insta)
শিভম দুবের ব্যাটিং দিনে দিনে ক্রিকেট ফ্যানদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠছে৷ তবে তাঁর ব্যক্তিগত জীবন বা প্রেম জীবন নিয়ে একেবারেই মানুষজন আঁধারে৷  ক্রিকেটের মাঠে শিভমের জীবন এবং ব্যক্তিগত জীবনে খুবই ফিল্মি। সবাইকে চমকে দিয়ে তিনি তার মুসলিম বান্ধবী আঞ্জুম খানকে বিয়ে করেন। তাঁর লাভ লাইফ নিয়ে সব কথাই গোপন রাখতেন৷  শিভমের  মুসলিম মেয়েকে বিয়ে করা অনেকেকে বিস্মিত করেছিল৷
শিভম দুবের ব্যাটিং দিনে দিনে ক্রিকেট ফ্যানদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠছে৷ তবে তাঁর ব্যক্তিগত জীবন বা প্রেম জীবন নিয়ে একেবারেই মানুষজন আঁধারে৷  ক্রিকেটের মাঠে শিভমের জীবন এবং ব্যক্তিগত জীবনে খুবই ফিল্মি। সবাইকে চমকে দিয়ে তিনি তার মুসলিম বান্ধবী আঞ্জুম খানকে বিয়ে করেন। তাঁর লাভ লাইফ নিয়ে সব কথাই গোপন রাখতেন৷  শিভমের  মুসলিম মেয়েকে বিয়ে করা অনেকেকে বিস্মিত করেছিল৷
শিভম দুবের প্রেম জীবন বলিউড সিনেমার গল্প থেকে উঠে এসেছে৷ শিভম ও আঞ্জুম খান ভিন্ন ধর্মাবলম্বী হওয়ায় বিয়ের পর সোশ্যাল মিডিয়ায় ট্রোলডও হন ভারতীয় ক্রিকেটার। তবে নেটিজেনদের এত চোখ রাঙানি থাকলেও  তাঁদের  পরিবারের এতে কোনও আপত্তি ছিল না৷ শিভম  ও আঞ্জুম খান  এখন সুখী দম্পতি৷ (Shivam/insta)
শিভম দুবের প্রেম জীবন বলিউড সিনেমার গল্প থেকে উঠে এসেছে৷ শিভম ও আঞ্জুম খান ভিন্ন ধর্মাবলম্বী হওয়ায় বিয়ের পর সোশ্যাল মিডিয়ায় ট্রোলডও হন ভারতীয় ক্রিকেটার। তবে নেটিজেনদের এত চোখ রাঙানি থাকলেও  তাঁদের  পরিবারের এতে কোনও আপত্তি ছিল না৷ শিভম  ও আঞ্জুম খান  এখন সুখী দম্পতি৷ (Shivam/insta)
আঞ্জুম খান উত্তরপ্রদেশের বাসিন্দা। তিনি আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে চারুকলায় স্নাতক ডিগ্রি পান । আঞ্জুম খান একজন মডেলও হয়েছেন যিনি একাধিক হিন্দি সিরিয়াল এবং মিউজিক অ্যালবামে কাজ করেছেন। ২০২১ সালে হিন্দু ও মুসলিম দুই রীতি মেনেই বিয়ে করেন এই দম্পতি। তাঁর মানে শিভম আঞ্জুমের সঙ্গে সাত পাকে বাঁধা পরেছিলেন এবং ইসলাম রীতি মেনে বিয়েও করেছিল। (Shivam/insta)
আঞ্জুম খান উত্তরপ্রদেশের বাসিন্দা। তিনি আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে চারুকলায় স্নাতক ডিগ্রি পান । আঞ্জুম খান একজন মডেলও হয়েছেন যিনি একাধিক হিন্দি সিরিয়াল এবং মিউজিক অ্যালবামে কাজ করেছেন। ২০২১ সালে হিন্দু ও মুসলিম দুই রীতি মেনেই বিয়ে করেন এই দম্পতি। তাঁর মানে শিভম আঞ্জুমের সঙ্গে সাত পাকে বাঁধা পরেছিলেন এবং ইসলাম রীতি মেনে বিয়েও করেছিল। (Shivam/insta)
বিয়ের প্রায় এক বছর পর সন্তানের জন্ম দিয়েছেন শিভম দুবে এবং আঞ্জুম খান। ২০২২-র ফেব্রুয়ারিতে তাঁদের এক পুত্র সন্তান হয়েছিল। বিয়ের আগে এক বছর ধরে ডেট করেছিলেন তাঁরা। ভারতীয় ক্রিকেটের ফ্যানরা তাঁর  প্রেমের গল্প সম্পর্কে কোনও খবর পাননি৷ (Shivam/insta)
বিয়ের প্রায় এক বছর পর সন্তানের জন্ম দিয়েছেন শিভম দুবে এবং আঞ্জুম খান। ২০২২-র ফেব্রুয়ারিতে তাঁদের এক পুত্র সন্তান হয়েছিল। বিয়ের আগে এক বছর ধরে ডেট করেছিলেন তাঁরা। ভারতীয় ক্রিকেটের ফ্যানরা তাঁর  প্রেমের গল্প সম্পর্কে কোনও খবর পাননি৷ (Shivam/insta)
শিভম দুবে এবং আঞ্জুম খান ২ জনেই সোশ্যাল মিডিয়ায় খুব সক্রিয়। তাঁরা  ছবি ও ভিডিও শেয়ার করছেন। শিভম দুবে তাঁর শেষ আইপিএল খেলেছেন চেন্নাই সুপার কিংসের জার্সিতে, দলের অধিনায়ক ছিলেন  মহেন্দ্র সিং ধোনি। আইপিএল ২০২৩-এ সিএসকের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তিনি। (Shivam/insta)
শিভম দুবে এবং আঞ্জুম খান ২ জনেই সোশ্যাল মিডিয়ায় খুব সক্রিয়। তাঁরা  নিয়মিত ফটো ও ভিডিও শেয়ার করেন। শিভম দুবে তাঁর শেষ আইপিএল খেলেছেন চেন্নাই সুপার কিংসের জার্সিতে, দলের অধিনায়ক ছিলেন  মহেন্দ্র সিং ধোনি। আইপিএল ২০২৩-এ সিএসকের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তিনি। (Shivam/insta)
শিভম দুবে টিম ইন্ডিয়ার টি টোয়েন্টি দলের অংশ তার পাশাপাশি আইপিএলেও এখন নিয়মিত খেলেন৷ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে শুরু করে রাজস্থান রয়্যালস হয়ে এখন তিনি খেলেন মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসে৷
শিভম দুবে টিম ইন্ডিয়ার টি টোয়েন্টি দলের অংশ তার পাশাপাশি আইপিএলেও এখন নিয়মিত খেলেন৷ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে শুরু করে রাজস্থান রয়্যালস হয়ে এখন তিনি খেলেন মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসে৷

Cricketer Love Story: ভারতীয় ক্রিকেটারের বলিউডি প্রেম! নতুন ফটোতে তোলপাড়, চেনেন কি এই জুটিকে

ক্রিকেটার আর বলিউড একেবারে পাশাপাশি চলতে থাকে৷ তাই ক্রিকেটারদের সঙ্গে বলিউডের প্রেম শুনলেই ফের একবার চনমন করে ওঠেন ক্রিকেট এবং বলিউড ফ্যানরা৷ তেমনিই ভারতীয় ক্রিকেট দলের সদস্যার সঙ্গে বলিউডের গাঁটছড়া বাঁধার প্রস্তুতি সারা৷ Photo- Representative 
ক্রিকেটার আর বলিউড একেবারে পাশাপাশি চলতে থাকে৷ তাই ক্রিকেটারদের সঙ্গে বলিউডের প্রেম শুনলেই ফের একবার চনমন করে ওঠেন ক্রিকেট এবং বলিউড ফ্যানরা৷ তেমনিই ভারতীয় ক্রিকেট দলের সদস্যার সঙ্গে বলিউডের গাঁটছড়া বাঁধার প্রস্তুতি সারা৷ Photo- Representative
ভারতীয় ক্রিকেটের হার্টথ্রব স্মৃতি মন্ধানা চুটিয়ে প্রেম করছেন বলিউডের উঠতি ডিরেক্টর পলাশ মুচ্ছলের সঙ্গে৷ আর তাঁদের প্রেমের খবর প্রথম হাটে হাঁড়ি ভেঙেছিলেন অভিনেতা রাজপাল যাদব৷ আর এখন ডাব্লুপিএলে স্মৃতি তাঁর বয়ফ্রেন্ডের সঙ্গে সেলিব্রেশনে মাতলেন৷
ভারতীয় ক্রিকেটের হার্টথ্রব স্মৃতি মন্ধানা চুটিয়ে প্রেম করছেন বলিউডের উঠতি ডিরেক্টর পলাশ মুচ্ছলের সঙ্গে৷ আর তাঁদের প্রেমের খবর প্রথম হাটে হাঁড়ি ভেঙেছিলেন অভিনেতা রাজপাল যাদব৷ আর এখন ডাব্লুপিএলে স্মৃতি তাঁর বয়ফ্রেন্ডের সঙ্গে সেলিব্রেশনে মাতলেন৷
স্মৃতি মন্ধনার নেতৃত্বে, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর প্রথম মহিলা প্রিমিয়ার লিগ ২০২৪ শিরোপা জিতেছে। রবিবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ফাইনাল ম্যাচে ৮ উইকেটে ট্রফি জিতেছে আরসিবি।
স্মৃতি মন্ধনার নেতৃত্বে, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর প্রথম মহিলা প্রিমিয়ার লিগ ২০২৪ শিরোপা জিতেছে। রবিবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ফাইনাল ম্যাচে ৮ উইকেটে ট্রফি জিতেছে আরসিবি।
উইমেন্স প্রিমিয়ার লিগের শিরোপা জেতার পর প্রেমিকের সঙ্গে দেখা গিয়েছিল স্মৃতি মান্ধানাকে। তাঁদের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। স্মৃতি মান্ধানা তার প্রেমিক পলাশ মুচ্ছলের সঙ্গে WPL ট্রফি হাতে পোজ দিচ্ছেন সেই ফটো এখন ভাইরাল৷
উইমেন্স প্রিমিয়ার লিগের শিরোপা জেতার পর প্রেমিকের সঙ্গে দেখা গিয়েছিল স্মৃতি মান্ধানাকে। তাঁদের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। স্মৃতি মান্ধানা তার প্রেমিক পলাশ মুচ্ছলের সঙ্গে WPL ট্রফি হাতে পোজ দিচ্ছেন সেই ফটো এখন ভাইরাল৷
স্মৃতি মান্ধনার বয়ফ্রেন্ড পলাশ মুচ্ছলও সেলিব্রেটি। তাঁর নিজের ফ্যান ফলোয়িং আছে। কোটি টাকা আয় করেন। তিনি বলিউডে ডিরেক্টর হিসেবে কাজ করেন৷ পাশাপাশি তিনি গানও করেন৷ তবে এখনও পর্যন্ত তাঁর ক্রিকেটার গার্লফ্রেন্ডের তুলনায় প্রেমিক পলাশ মুচ্ছলের চেয়ে বেশি আয় করেন।
স্মৃতি মান্ধনার বয়ফ্রেন্ড পলাশ মুচ্ছলও সেলিব্রেটি। তাঁর নিজের ফ্যান ফলোয়িং আছে। কোটি টাকা আয় করেন। তিনি বলিউডে ডিরেক্টর হিসেবে কাজ করেন৷ পাশাপাশি তিনি গানও করেন৷ তবে এখনও পর্যন্ত তাঁর ক্রিকেটার গার্লফ্রেন্ডের তুলনায় প্রেমিক পলাশ মুচ্ছলের চেয়ে বেশি আয় করেন।
একটি রিপোর্ট অনুসারে, ডব্লিউপিএল-এর সবচেয়ে দামি খেলোয়াড়, টিম ইন্ডিয়ার তারকা খেলোয়াড় স্মৃতি মান্ধনার মোট সম্পত্তির পরিমাণ ৩৩.২৯ কোটি টাকা। তবে  মন্ধনার প্রেমিক, গায়ক-পরিচালক পলাশ মুচ্ছলের মোট পারিবারিক সম্পত্তি অবশ্য  ৫০ কোটি টাকা।
একটি রিপোর্ট অনুসারে, ডব্লিউপিএল-এর সবচেয়ে দামি খেলোয়াড়, টিম ইন্ডিয়ার তারকা খেলোয়াড় স্মৃতি মান্ধনার মোট সম্পত্তির পরিমাণ ৩৩.২৯ কোটি টাকা। তবে  মন্ধনার প্রেমিক, গায়ক-পরিচালক পলাশ মুচ্ছলের মোট পারিবারিক সম্পত্তি অবশ্য  ৫০ কোটি টাকা।
প্রথম ট্রফির পাশাপাশি বিশাল পুরস্কারও পেয়েছে আরসিবি। WPL জেতার জন্য RCB ৬ কোটি টাকা পুরস্কার পেয়েছে। দিল্লি ক্যাপিটালস যারা রানার্স আপ হয়েছে  ৩ কোটি টাকার পুরস্কার। দিল্লি  পরপর দুটি মরশুম রানার্স আপ ট্রফি জিতল৷
প্রথম ট্রফির পাশাপাশি বিশাল পুরস্কারও পেয়েছে আরসিবি। WPL জেতার জন্য RCB ৬ কোটি টাকা পুরস্কার পেয়েছে। দিল্লি ক্যাপিটালস যারা রানার্স আপ হয়েছে  ৩ কোটি টাকার পুরস্কার। দিল্লি  পরপর দুটি মরশুম রানার্স আপ ট্রফি জিতল৷

Local Sports: কারোর দাম ৯০ টাকা তো কেউ বিক্রি হলেন ১২০-তে! নিলামে এমনই দর উঠল খেলোয়ারদের

নদিয়া: আর কয়েকদিন পরেই শুরু হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। তা নিয়ে ইতিমধ্যেই উত্তেজনায় ফুটতে শুরু করেছে ক্রিকেট প্রেমীরা। শুধু খেলাই নয়, আইপিএলের প্রধান আকর্ষণ হল অকশন অথবা বলা যেতে পারে নিলাম। সেই নিলামে এবারে ২৪ কোটি টাকায় বিক্রি হয়ে সর্বকালীন রেকর্ড গড়েছেন অস্ট্রেলিয়ার জোরে বলার মিচেল স্টার্ক। তাঁকে আবার কিনেছে কলকাতা নাইট রাইডার্স। ফলে বাংলার ক্রীড়া প্রেমীদের মধ্যে উত্তেজনা স্বাভাবিকভাবেই একটু যেন বেশি। তবে এবার আইপিএল নিলামের ঘরমাগরম মজা পাওয়া যাবে শান্তিপুরে।

আরও পড়ুন: এই ধাবার আলু পরোটা খাওয়ার জন্য দূরদূরান্ত থেকে ছুটে আসে সবাই

খেলা তো অনেকই হয়, তবে খেলার আগে প্লেয়ারদের নিলাম এই প্রথম শান্তিপুরে। শান্তিপুর কলেজ ময়দানে এই প্রথম লং ক্যামবিস বলের ক্রিকেট টুর্নামেন্ট আয়োজিত হয়েছে। চারটি ফ্রাঞ্চাইজির টুর্নামেন্ট এটি। খেলা হবে লিগ পদ্ধতিতে। প্রথম যেই দুই দল থাকবে লিগ সিস্টেমে তাদেরকে নিয়েই খেলা হবে ফাইনাল ম্যাচ। চারটি ফ্রাঞ্চাইজি টিম থাকবে। তারা খেলোয়াড়দের নিলামের মাধ্যমে টিমে নিতে পারবে। তবে এখানে কোটি কোটি টাকায় নয়, খেলোয়াড়দের কেউ বিক্রি হবেন ১২৫ টাকায়, আবার কেউ ৯০ টাকায়। এমনই দাম নির্ধারণ করা হয়েছে প্লেয়ারদের। এরপর অকশন অথবা নিলামের মাধ্যমে সেই প্লেয়ারদের দাম হাঁকতে পারবে ফ্রাঞ্চাইজিরা। যে যত বেশি দাম হাঁকতে পারবেন সেই খেলোয়াড়কে নিতে পারবেন সেই ফ্রাঞ্চাইজি দল। স্বাভাবিকভাবেই আইপিএলের আগে পাড়ায় এই ছোট ক্যামবিস বলের টুর্নামেন্ট আয়োজনের ফলে রীতিমত সাড়া পড়ে গিয়েছে গোটা শান্তিপুর সহ পার্শ্ববর্তী এলাকা জুড়ে।

আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

যদিও খেলার মধ্যে টাকা পয়সা ঢোকানো এবং খেলোয়াড়দের টাকা পয়সার মাধ্যমে নিলাম করাকে অনেকেই ভালোভাবে নিতে পারেননি। তবে এর প্রত্যুত্তরে টুর্নামেন্ট আয়োজকরা জানান, মূলত খেলোয়াড়দের মনোবল ও উৎসাহ বৃদ্ধি করতেই এই নিলামের আয়োজন করা হয়েছে। টাকাটি এখানে রূপক মাত্র। খুব সামান্য টাকাই ধার্য করা হয়েছে যাতে খেলায় প্রতিযোগিতার আমেজ বজায় থাকে।

মৈনাক দেবনাথ

Cricketer Love Affair: বিবাহিত পুরুষই তাঁর প্রথম পছন্দ, বারাবর নাম জড়িয়েছে এই অভিনেত্রীর, তালিকায় ভারতীয় অধিনায়কও

মুম্বই: বলিউড অভিনেতা-অভিনেত্রীদের জীবনের প্রতি মানুষের আকর্ষণ দুর্নিবার৷ তাঁদের জীবন ধারা, তাঁদের প্রেম সবকিছু নিয়েই মানুষ জানতে চায়৷  ৯০-র দশকে, বলিউড এক ঝাঁক নতুন অভিনেতা-অভিনেত্রী পেয়েছিল, যাঁদের অনেকেই আজ সুপারস্টার হয়েছেন। শাহরুখ খান থেকে অজয় ​​দেবগন এবং অক্ষয় কুমারের মতো অভিনেতারা তাঁদের কেরিয়ার শুরু করেছিলেন এই সময়েই। সেই সময়েই এক সুন্দরী বলিউডে পা রেখেছিলেন, তিনি নাগমা৷  তাঁর সৌন্দর্যে মুগ্ধ এবং কোটি কোটি হৃদয়ে তিনি রাজত্ব করতেন৷ Photo- File 
মুম্বই: বলিউড অভিনেতা-অভিনেত্রীদের জীবনের প্রতি মানুষের আকর্ষণ দুর্নিবার৷ তাঁদের জীবন ধারা, তাঁদের প্রেম সবকিছু নিয়েই মানুষ জানতে চায়৷  ৯০-র দশকে, বলিউড এক ঝাঁক নতুন অভিনেতা-অভিনেত্রী পেয়েছিল, যাঁদের অনেকেই আজ সুপারস্টার হয়েছেন। শাহরুখ খান থেকে অজয় ​​দেবগন এবং অক্ষয় কুমারের মতো অভিনেতারা তাঁদের কেরিয়ার শুরু করেছিলেন এই সময়েই। সেই সময়েই এক সুন্দরী বলিউডে পা রেখেছিলেন, তিনি নাগমা৷  তাঁর সৌন্দর্যে মুগ্ধ এবং কোটি কোটি হৃদয়ে তিনি রাজত্ব করতেন৷ Photo- File
সলমান খান থেকে শুরু করে অজয় ​​দেবগন এবং রজনীকান্ত পর্যন্ত অনেক সুপারস্টারের সঙ্গে পর্দায় রোমান্স করেছেন। নাগমা বলিউড, দক্ষিণ এবং ভোজপুরি সিনেমা মিলিয়ে ৮১-র বেশি ছবিতে কাজ করেছেন৷  কিন্তু নাগমা তাঁর কেরিয়ারের চেয়ে ব্যক্তিগত জীবনের জন্য বেশি খবরে থাকতেন। একাধিক বিবাহিত পুরুষের সঙ্গে তিনি সম্পর্কে জড়ান৷ বিবাহিত নায়কদের পাশাপাশি বিবাহিত ক্রিকেটার সকলের সঙ্গেই পরকীয়া করেছেন তিনি৷ Photo- File
সলমান খান থেকে শুরু করে অজয় ​​দেবগন এবং রজনীকান্ত পর্যন্ত অনেক সুপারস্টারের সঙ্গে পর্দায় রোমান্স করেছেন। নাগমা বলিউড, দক্ষিণ এবং ভোজপুরি সিনেমা মিলিয়ে ৮১-র বেশি ছবিতে কাজ করেছেন৷  কিন্তু নাগমা তাঁর কেরিয়ারের চেয়ে ব্যক্তিগত জীবনের জন্য বেশি খবরে থাকতেন। একাধিক বিবাহিত পুরুষের সঙ্গে তিনি সম্পর্কে জড়ান৷ বিবাহিত নায়কদের পাশাপাশি বিবাহিত ক্রিকেটার সকলের সঙ্গেই পরকীয়া করেছেন তিনি৷ Photo- File
ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় অর্থাৎ দাদার সঙ্গে নাগমার প্রেমের খবর একসময় শিরোনাম ছিনিয়ে নিয়েছিল৷ কিন্তু নাগমা বিয়ে করেননি। আজ এই সুন্দরী ৪৯৷ কিন্তু তিনি সিঙ্গল জীবন কাটাচ্ছেন। গ্ল্যামার দুনিয়াতে থাকলেও  হঠাৎ করেই ফিল্ম ইন্ডাস্ট্রিকে বিদায় জানিয়ে নাগমা এখন রাজনীতির জগতে। Photo- File
ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় অর্থাৎ দাদার সঙ্গে নাগমার প্রেমের খবর একসময় শিরোনাম ছিনিয়ে নিয়েছিল৷ কিন্তু নাগমা বিয়ে করেননি। আজ এই সুন্দরী ৪৯৷ কিন্তু তিনি সিঙ্গল জীবন কাটাচ্ছেন। গ্ল্যামার দুনিয়াতে থাকলেও  হঠাৎ করেই ফিল্ম ইন্ডাস্ট্রিকে বিদায় জানিয়ে নাগমা এখন রাজনীতির জগতে। Photo- File
নাগমা কংগ্রেস পার্টির সদস্য এবং প্রায়ই রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেন। ২৫ ডিসেম্বর ১৯৭৪ এ মুম্বইয়ে জন্মেছেন নাগমা৷ তাঁর পুরো নাম 'নন্দিতা মোরারজি'। নাগমার বাবা 'অরবিন্দ প্রতাপসিংহ মোরারজি' রাজপরিবারের সদস্য ছিলেন। এ কারণে প্রিন্সেস নাগমার শৈশবও কেটেছে দারুণ জাঁকজমকের সঙ্গে। Photo- File
নাগমা কংগ্রেস পার্টির সদস্য এবং প্রায়ই রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেন। ২৫ ডিসেম্বর ১৯৭৪ এ মুম্বইয়ে জন্মেছেন নাগমা৷ তাঁর পুরো নাম ‘নন্দিতা মোরারজি’। নাগমার বাবা ‘অরবিন্দ প্রতাপসিংহ মোরারজি’ রাজপরিবারের সদস্য ছিলেন। এ কারণে প্রিন্সেস নাগমার শৈশবও কেটেছে দারুণ জাঁকজমকের সঙ্গে। Photo- File
নাগমা চলচ্চিত্রে কাজ করার সিদ্ধান্ত নেন। নাগমার বয়স যখন ১৬ বছর, তখন তিনি সালমান খানের সঙ্গে একটি ছবিতে সুযোগ পান। ১৯৯০ তে 'বাগী: অ্যা রেবেল ফর লভ' দিয়ে ফিল্মে অভিনয় শুরু করেন। এছাড়াও এক ধর্মাত্ম, কিলার, পুলিশ অর মুজরিম, ইয়ালগার, 'অশ্বমেধাম'-এর মত ছবিতে অভিনয় করেন৷ Photo- File
নাগমা চলচ্চিত্রে কাজ করার সিদ্ধান্ত নেন। নাগমার বয়স যখন ১৬ বছর, তখন তিনি সালমান খানের সঙ্গে একটি ছবিতে সুযোগ পান। ১৯৯০ তে ‘বাগী: অ্যা রেবেল ফর লভ’ দিয়ে ফিল্মে অভিনয় শুরু করেন। এছাড়াও এক ধর্মাত্ম, কিলার, পুলিশ অর মুজরিম, ইয়ালগার, ‘অশ্বমেধাম’-এর মত ছবিতে অভিনয় করেন৷ Photo- File
বলিউডের পরে, নাগমা দক্ষিণের সিনেমাতেও কাজ করেছেন৷  ১৯৯০ থেকে ২০০০ তিনি  এক ডজন ছবিতে কাজ করেছিলেন। শুধু তাই নয়, তিনি তামিল ইন্ডাস্ট্রির নায়িকা নম্বর-১ হয়েছিলেন। ২০০০ সালে, নাগমার ব্যক্তিগত জীবন শিরোনাম ছিনিয়ে নেয়। ভারতীয় ক্রিকেট দলের তারকা ব্যাটসম্যান সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে নাগমার সম্পর্কের খবর সামনে আসতে শুরু করে। তাঁদের ডেটিংয়ের গুজব আগুনের গতিতে ছড়িয়ে যায়। সৌরভ গঙ্গোপাধ্যায় আগেই বিবাহিত ছিলেন। ভারতীয় দল হেরে গেলেও সেই মানুষ নাগমাকে দায়ী করত। নাগমাও এ নিয়ে খোলামেলা মন্তব্য করতেন৷ Photo- File
বলিউডের পরে, নাগমা দক্ষিণের সিনেমাতেও কাজ করেছেন৷  ১৯৯০ থেকে ২০০০ তিনি  এক ডজন ছবিতে কাজ করেছিলেন। শুধু তাই নয়, তিনি তামিল ইন্ডাস্ট্রির নায়িকা নম্বর-১ হয়েছিলেন। ২০০০ সালে, নাগমার ব্যক্তিগত জীবন শিরোনাম ছিনিয়ে নেয়। ভারতীয় ক্রিকেট দলের তারকা ব্যাটসম্যান সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে নাগমার সম্পর্কের খবর সামনে আসতে শুরু করে। তাঁদের ডেটিংয়ের গুজব আগুনের গতিতে ছড়িয়ে যায়। সৌরভ গঙ্গোপাধ্যায় আগেই বিবাহিত ছিলেন। ভারতীয় দল হেরে গেলেও সেই মানুষ নাগমাকে দায়ী করত। নাগমাও এ নিয়ে খোলামেলা মন্তব্য করতেন৷ Photo- File
কয়েক বছর পর ভোজপুরি ইন্ডাস্ট্রিতে পা রাখেন নাগমা।  মাত্র কয়েকটি সিনেমার মধ্যে দিয়ে  পরে তিনি তারকা হয়েছিলেন। ২০০৫ সালে, নাগমা রবি কিষানের সাথে ভোজপুরি ছবি 'দুলহা মিলিল দামদার'-এ কাজ করেছিলেন। এই ছবির সময় রবি কিষানের সঙ্গে নাগমার নাম জড়ায়৷  রবি কিষাণও এই সম্পর্কের বিষয়ে খোলামেলা কথা বলেছেন এবং তাঁদের প্রেমের কথা স্বীকার করেছিলেন৷ Photo- File
কয়েক বছর পর ভোজপুরি ইন্ডাস্ট্রিতে পা রাখেন নাগমা।  মাত্র কয়েকটি সিনেমার মধ্যে দিয়ে  পরে তিনি তারকা হয়েছিলেন। ২০০৫ সালে, নাগমা রবি কিষানের সাথে ভোজপুরি ছবি ‘দুলহা মিলিল দামদার’-এ কাজ করেছিলেন। এই ছবির সময় রবি কিষানের সঙ্গে নাগমার নাম জড়ায়৷  রবি কিষাণও এই সম্পর্কের বিষয়ে খোলামেলা কথা বলেছেন এবং তাঁদের প্রেমের কথা স্বীকার করেছিলেন৷ Photo- File
বিবাহিত হয়েও নাগমার সঙ্গে সম্পর্ক ছিল রবি কিষানের। এরপর মনোজ তিওয়ারির সঙ্গে নাগমার সম্পর্কের খবরও আসে। তবে দু’জনেই বিষয়ে মুখ খোলেননি। ২০০০- দশকের শেষের দিকে, নাগমা নিরাশ হয়ে পড়েন এবং অভিনয়ের কেরিয়ার থেকে ছুটি নেন৷ Photo- File
বিবাহিত হয়েও নাগমার সঙ্গে সম্পর্ক ছিল রবি কিষানের। এরপর মনোজ তিওয়ারির সঙ্গে নাগমার সম্পর্কের খবরও আসে। তবে দু’জনেই বিষয়ে মুখ খোলেননি। ২০০০- দশকের শেষের দিকে, নাগমা নিরাশ হয়ে পড়েন এবং অভিনয়ের কেরিয়ার থেকে ছুটি নেন৷ Photo- File
২০০৮ সালে মুক্তি পায় নাগমার ছবি 'থেলা নং ৫০১'। এই ছবির পর নাগমা আর সিনেমা করেননি, তিনি সক্রিয়  রাজনীতিতে আসেন৷  এখন নাগমা কংগ্রেস পার্টির সদস্য এবং সক্রিয়ভাবে রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করেন। Photo- File
২০০৮ সালে মুক্তি পায় নাগমার ছবি ‘থেলা নং ৫০১’। এই ছবির পর নাগমা আর সিনেমা করেননি, তিনি সক্রিয়  রাজনীতিতে আসেন৷  এখন নাগমা কংগ্রেস পার্টির সদস্য এবং সক্রিয়ভাবে রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করেন। Photo- File

Cricket News: মহিলা ক্রিকেটারের জন্মদিন পালন দেখে সকলে অবাক, দেখুন ভিডিও

হাওড়া: মহিলা ক্রিকেটারের জন্মদিন যেভাবে পালন করা হল তা দেখে অবাক সবাই। এই দেশের সবচেয়ে জনপ্রিয় খেলা ক্রিকেট। ফলে তা নিয়ে গলি থেকে রাজপথ সর্বত্র চর্চা হয়েই চলে। বর্তমানে ভারতীয় পুরুষ ক্রিকেট দলে পাশাপাশি জনপ্রিয় হয়ে উঠছে মহিলা ক্রিকেট দল’ও। তাদের সাফল্য এই জনপ্রিয়তা বৃদ্ধির অন্যতম কারণ।

আরও পড়ুন: রায়গঞ্জে জমজমাট হস্ত তাঁত শিল্প ও রোজগার মেলা

ঝুলন গোস্বামী, মিতালী রাজ, স্মৃতি মান্ধানা’দের মত অসামান্য মহিলা ক্রিকেটারদের হাত ধরে বিশ্বের দরবারে জায়গা করে নিয়েছে ভারত। মহিলা ক্রিকেট ও ক্রিকেটারদের নিয়ে চর্চা শুরু হয়েছে ট্রেন, বাস বা চায়ের আড্ডায়। সেই পথ অনুসরণ করেই উঠে এসেছেন বাংলার মহিলা ক্রিকেটার অনিন্দিতা চ্যাটার্জি। নিজের খেলার পাশাপাশি নিজস্ব ক্রিকেট অ্যাকাডেমি চালাচ্ছেন তিনি। খেলোয়াড় এবং প্রশিক্ষক হিসেবে ক্রিকেটের প্রতি প্রগাঢ় ভালবাসা আছে। একই সঙ্গে শিশুদের প্রতি তাঁর ভাললাগা অন্য মাত্রা পেয়েছে। নিজের জন্মদিনে একরাশ ফুলের মত শিশু’কে নিয়ে আনন্দে মেতে উঠলেন অনিন্দিতা।

ইটভাটা’র শ্রমিক পরিবারের শিশু ও দুঃস্থ মানুষদের মধ্যে কেক কেটে এবং মধ্যাহ্নভোজের আয়োজন করেন তিনি। নিজে হাতে তাদের খাবার পরিবেশন করে জন্মদিন পালন করেন। বর্তমানে জন্মদিন মানে একটু বিশেষভাবে কাটানো। কিন্তু সেই পথে না হেঁটে বাংলার এই মহিলা ক্রিকেটার সম্পূর্ণ অন্যভাবে নিজের জন্মদিন উদযাপন করেছেন। বাগনান-২ ব্লকের দেউলটি সংলগ্ন জাতীয় সড়কের পাশে একটি ইটভাটা পরিবারের শিশু ও দুঃস্থ মানুষদের সঙ্গে নিয়ে জন্মদিন পালন করেন।

আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

এই প্রসঙ্গে ক্রিকেটার অনিন্দিতা চ্যাটার্জি জানান, বাগনান বাডিং ক্রিকেট কোচিং সেন্টারে বর্তমানে ৪০ জন ছোট ছোট ছেলে-মেয়েদের ক্রিকেট কোচিং করান। এই বছর সেই তাদের সঙ্গেই নিজের জন্মদিনটা কাটালেন।

রাকেশ মাইতি