বাংলা ক্যালেন্ডারে আষাঢ় মাস৷ চারদিকে তীব্র গরম৷ তবু তার মাঝেই শারদীয়ার পদধ্বনি৷ শুনতে বা ভাবতে আশ্চর্য লাগলেও এটাই সত্যি৷

Durga Puja 2024 Date Time Rituals: এ বছর দুর্গাপুজোর দিনক্ষণ কবে? দেবী দুর্গার আগমন ও গমনই বা কীভাবে? জানুন তার ফলাফল

বাংলা ক্যালেন্ডারে আষাঢ় মাস৷ চারদিকে তীব্র গরম৷ তবু তার মাঝেই শারদীয়ার পদধ্বনি৷ শুনতে বা ভাবতে আশ্চর্য লাগলেও এটাই সত্যি৷
বাংলা ক্যালেন্ডারে আষাঢ় মাস৷ চারদিকে তীব্র গরম৷ তবু তার মাঝেই শারদীয়ার পদধ্বনি৷ শুনতে বা ভাবতে আশ্চর্য লাগলেও এটাই সত্যি৷

 

আষাঢ় মাসে অনুষ্ঠিত হয় রথযাত্রা এবং উল্টোরথ৷ এই সময় থেকেই শুরু হয়ে যায় পুজোর প্রস্তুতি৷ চারদিকে খুঁটিপুজো ঘিরে শুরু হয় সাজো সাজো রব৷
আষাঢ় মাসে অনুষ্ঠিত হয় রথযাত্রা এবং উল্টোরথ৷ এই সময় থেকেই শুরু হয়ে যায় পুজোর প্রস্তুতি৷ চারদিকে খুঁটিপুজো ঘিরে শুরু হয় সাজো সাজো রব৷

 

এ বার মহালয়া পড়েছে ২ অক্টোবর৷ তার পর ষষ্ঠী ৯ অক্টোবর৷ বিজয়া দশমী পড়েছে ১৩ তারিখে৷
এ বার মহালয়া পড়েছে ২ অক্টোবর৷ তার পর ষষ্ঠী ৯ অক্টোবর৷ বিজয়া দশমী পড়েছে ১৩ তারিখে৷

 

জ্যোতিষ মতে এ বছর মা দুর্গার আগমন চতুর্দোলায়৷ জ্যোতিষশাস্ত্র অনুযায়ী তার ফল মড়ক৷
জ্যোতিষ মতে এ বছর মা দুর্গার আগমন চতুর্দোলায়৷ জ্যোতিষশাস্ত্র অনুযায়ী তার ফল মড়ক৷

 

এ বছর দেবীর কৈলাসে গমন ঘোটকে৷ জ্যোতিষমতে এর ফল ছত্রভঙ্গ৷
এ বছর দেবীর কৈলাসে গমন ঘোটকে৷ জ্যোতিষমতে এর ফল ছত্রভঙ্গ৷

 

দশভুজার অন্য দুই বাহন হল গজ এবং ঘোটক৷ গজ বা হাতি হল সুখশান্তি ও সমৃদ্ধির প্রতীক৷
দশভুজার অন্য দুই বাহন হল গজ এবং ঘোটক৷ গজ বা হাতি হল সুখশান্তি ও সমৃদ্ধির প্রতীক৷

 

পণ্ডিত হিতেন্দ্রকুমার শর্মা জানান, জ্যোতিষ মতে বিশ্বাস, গজে দেবীর আগমন বা গমন হলে পৃথিবী শস্যশ্যামলা হয়ে ওঠে৷
পণ্ডিত হিতেন্দ্রকুমার শর্মা জানান, জ্যোতিষ মতে বিশ্বাস, গজে দেবীর আগমন বা গমন হলে পৃথিবী শস্যশ্যামলা হয়ে ওঠে৷

 

ঘোটক বা ঘোড়া লন্ডভন্ড রাজনৈতিক ও আর্থ সামাজিক পরিস্থিতির প্রতীক৷ তাকে সামাজিক ক্ষেত্রে অশনিসঙ্কেত হিসেবে ধরা হয়৷
ঘোটক বা ঘোড়া লন্ডভন্ড রাজনৈতিক ও আর্থ সামাজিক পরিস্থিতির প্রতীক৷ তাকে সামাজিক ক্ষেত্রে অশনিসঙ্কেত হিসেবে ধরা হয়৷