এক ঝলকে দেখে নিন বাংলাদেশে বিরুদ্ধে ভারতের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, কেএল রাহুল, ঋষভ পন্থ, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, কুলীদপ যাদব, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ।

ভারতের পরবর্তী ক্যাপ্টেন কে? ২ জনের মধ্যে লড়াই, বিশ্বকাপের পরই সরছেন রোহিত!

কলকাতা: বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (BCCI) শীঘ্রই টিম ইন্ডিয়ার পরবর্তী কোচের নাম ঘোষণা করতে পারে। গৌতম গম্ভীরকে প্রধান কোচ হিসেবে নিয়োগ করার খবর প্রায় নিশ্চিত।

গৌতম গম্ভীর বিসিসিআইয়ের সাথে যে চুক্তি স্বাক্ষর করবেন তা ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত চলবে। গৌতম গম্ভীরের আগমনে টিম ইন্ডিয়াতে এক নতুন যুগের সূচনা হবে।

—- Polls module would be displayed here —-

গৌতম গম্ভীরের লক্ষ্য হবে ভারতের একজন নতুন অধিনায়ক তৈরি করা, যিনি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ এবং ওয়ানডে বিশ্বকাপ ২০২৭-এ টিম ইন্ডিয়ার নেতৃত্ব দেবেন।

আরও পড়ুন- সুপার এইটে ভারতের সবথেকে বড় চিন্তা! কোপ পড়বে তাঁর উপর? জেনে নিন বিস্তারিত

৩৭ বছর বয়সী রোহিত শর্মার পক্ষে বেশিদিন টিম ইন্ডিয়ার অধিনায়কত্ব করা সম্ভব হবে না। ওডিআই এবং টি-টোয়েন্টি ফরম্যাটে অধিনায়ক হিসেবে রোহিত শর্মার বদলে কে দায়িত্ব নেবেন! আপাতত ২ জন ক্রিকেটারের মধ্যে লড়াই। চলুন দেখে নেওয়া যাক এমনই ২ জন খেলোয়াড়:

ঋষভ পন্থ একজন দুর্দান্ত উইকেটকিপার এবং ব্যাটার। ঋষভ পন্থ স্মার্ট ক্রিকেট খেলেন বলে দাবি করে থাকেন অনেকে। ঋষভ পন্থের মধ্যে জাতীয় দলের অধিনায়ক হওয়ার সব গুণ আছে। আইপিএলে দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক তিনি।

প্রাক্তন ক্রিকেটারদের মধ্যে অনেকে মনে করেন, ঋষভ পন্থের মধ্যে স্ফুলিঙ্গ রয়েছে, যা ভবিষ্যতে আগুনে পরিণত হতে পারে। একজন উইকেটকিপার মাঠের যে কোনো খেলোয়াড়ের চেয়ে খেলাটাকে বেশি ভালভাবে পর্যবেক্ষণ করতে পারেন। এই পরিস্থিতিতে ঋষভ পন্থও এমএস ধোনির মতো অধিনায়কত্বে সফল প্রমাণিত হতে পারেন।

আরও পড়ুন- বিশ্বকাপ নিয়ে বড় ভবিষ্যদ্বাণী! ভারত চ্যাম্পিয়ন হবে না! ‘এই’ দেশ জিতবে খেতাব!

অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াকেও অনেকে ভারতের পরবর্তী ক্যাপ্টেন হিসেবে ধরছেন। রোহিত শর্মার পরিবর্তে ওয়ানডে এবং টি-টোয়েন্টি অধিনায়ক হওয়ার সম্ভাবনা রয়েছে।

হার্দিক পান্ডিয়ার অধিনায়কত্বে কপিল দেবের স্টাইলের ঝলক দেখা যায়। তাঁর অধিনায়কত্বে গুজরাত টাইটান্স আইপিএল ২০২২-এর শিরোপা জিতিয়েছিলেন। যদিও মুম্বই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন হওয়ার পর এবার আইপিএলে তিনি একেবারেই সফল হননি।

হার্দিক পান্ডিয়া ব্যাটিং করার সময় সংযমের সঙ্গে খেলেন। ধারাবাহিকভাবে ১৪০ কিলোমিটার গতিতে বল করার প্রতিভাও তাঁর রয়েছে। হার্দিক পান্ডিয়ার অধিনায়ক হওয়ার সমস্ত গুণ রয়েছে। রোহিত শর্মার পর ভারতের পরবর্তী অধিনায়ক হতে পারেন হার্দিক পান্ডিয়াও।