আগমনীর সুর

Durga Puja 2024: আর ১১০ দিন… পুজো আসছে…! পটুয়াপাড়ায় শুরু প্রস্তুতি, চলছে দিনগোনা

বছর ঘুরতে না ঘুরতেই ফের পুজো পুজো রব চারদিকে। আর মাত্র ১১০দিন বাকি উমার আগমনে। বাতাসে বইছে পুজোর গন্ধ। জলপাইগুড়িতে প্রস্তুতি শুরু এখন থেকেই।
বছর ঘুরতে না ঘুরতেই ফের পুজো পুজো রব চারদিকে। আর মাত্র ১১০দিন বাকি উমার আগমনে। বাতাসে বইছে পুজোর গন্ধ। জলপাইগুড়িতে প্রস্তুতি শুরু এখন থেকেই।
তবে একটু চিন্তার ভার তো আছেই মাথায়। কারণ, উত্তরে জাঁকিয়ে বসেছে বর্ষা। এই সময় মাটি শুকোতেও সময় লাগে। গত দু' দিন জলপাইগুড়ির আবহাওয়া খানিক উন্নত হওয়ায় যতটা কাজ এগোনো সম্ভব তা এগিয়ে রাখছেন মৃৎশিল্পীরা।
তবে একটু চিন্তার ভার তো আছেই মাথায়। কারণ, উত্তরে জাঁকিয়ে বসেছে বর্ষা। এই সময় মাটি শুকোতেও সময় লাগে। গত দু’ দিন জলপাইগুড়ির আবহাওয়া খানিক উন্নত হওয়ায় যতটা কাজ এগোনো সম্ভব তা এগিয়ে রাখছেন মৃৎশিল্পীরা।
এখন এঁটেল মাটি, খড়-কুটো দিয়ে কাঠামো বানানোর কাজ শুরু হয়েছে। কাজ চলছে জোর কদমে । তবে কোনও অর্ডার মেলেনি বলেই আক্ষেপ করেন তাঁরা। আশা করা হচ্ছে বর্ষা কেটে গেলেই ক্লাবগুলিও দুর্গাপুজোর প্রস্তুতি নেওয়া শুরু করবে।
এখন এঁটেল মাটি, খড়-কুটো দিয়ে কাঠামো বানানোর কাজ শুরু হয়েছে। কাজ চলছে জোর কদমে । তবে কোনও অর্ডার মেলেনি বলেই আক্ষেপ করেন তাঁরা। আশা করা হচ্ছে বর্ষা কেটে গেলেই ক্লাবগুলিও দুর্গাপুজোর প্রস্তুতি নেওয়া শুরু করবে।
তখন যাতে হিমশিম খেতে না হয় তার জন্যেই এখন থেকেই কোমর বেঁধে লেগে পড়েছেন মৃৎশিল্পীরা।
তখন যাতে হিমশিম খেতে না হয় তার জন্যেই এখন থেকেই কোমর বেঁধে লেগে পড়েছেন মৃৎশিল্পীরা।
আগামীতে অর্ডার পাওয়ার জন্যই কয়েকটি বড় আকৃতির দুর্গা প্রতিমা গড়ার কাজ ইতিমধ্যেই শুরু করেছেন অনেকেই। সব মিলিয়ে পাল পাড়ার বাসিন্দাদের ব্যস্ততা এখন তুঙ্গে।
আগামীতে অর্ডার পাওয়ার জন্যই কয়েকটি বড় আকৃতির দুর্গা প্রতিমা গড়ার কাজ ইতিমধ্যেই শুরু করেছেন অনেকেই। সব মিলিয়ে পাল পাড়ার বাসিন্দাদের ব্যস্ততা এখন তুঙ্গে।